
মায়ানমারের জান্তা সরকার দেশটিতে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে। সেনা অভ্যুত্থানের চার বছর পূর্তির এক দিন আগে গতকাল শুক্রবার নতুন করে এই ঘোষণা দিয়েছে সামরিক জান্তা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকার সর্বসম্মতিক্রমে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জান্তা সরকারের তথ্য বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মায়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের সব সদস্য, সেনাপ্রধান এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সর্বসম্মতিক্রমে আরও ছয় মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৮ সালের সংবিধানের ৪২৫ অনুচ্ছেদ অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জান্তা সরকারের বিবৃতিতে জানানো হয়েছে।
২০২৫ সালের আগে জাতীয় নির্বাচন সম্ভব নয় এবং জরুরি অবস্থার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না; দীর্ঘদিন ধরে এমন প্রতিশ্রুতি দিয়ে আসছে জান্তা সরাকার। সরকারের ঘোষণা অনুযায়ী, নির্বাচন হলেও তা বছরের দ্বিতীয়ার্ধের আগে হবে না। সেনাপ্রধান মিন অং হ্লাইং তার শাসন পরিষদকে জানিয়েছেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। এর আগ পর্যন্ত জরুরি অবস্থা প্রত্যাহার সম্ভব নয় এবং নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।
২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। ওই নির্বাচনে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ব্যাপক ব্যবধানে বিজয় লাভ করেছিল। পরে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জান্তা বাহিনী অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখলের পর থেকেই দেশটি রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের মুখে পড়ে। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে। জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী এবং নতুন গণতন্ত্রপন্থি পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) বিরুদ্ধে লড়াই করার মধ্যে সামরিক সরকার বারবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। সূত্র: ইরাবতি