
জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের আশঙ্কায় দেশে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া প্রশাসন।
এআই ব্যবহারে সরকারের সতর্কতা জারির পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সিউল প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে দেশের সব মন্ত্রণালয়কে ডিপসিক ও চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ডিপসিকসহ বেশকিছু জনপ্রিয় এআই টুল ব্যবহার বন্ধ করেছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান হাইড্রো ও নিউক্লিয়ার পাওয়ার।
সামরিক খাতে ব্যবহৃত কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, জানাচ্ছে বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ।
তবে জাতীয় নিরাপত্তায় কী ধরণের শঙ্কার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খোলাসা করেনি দক্ষিণ কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেনি ডিপসিক। সিউল প্রশাসন মার্কিন এআই টুল চ্যাটজিপিটিও নিষিদ্ধ করবে কিনা- জানা যায়নি এ বিষয়েও।
সম্প্রতি সরকারি কাজে এআই ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও তাইওয়ান।
এর আগে জানুয়ারিতে ডিপসিকের নিরাপত্তাবিষয়ক শঙ্কা থেকে ইতালি জবাবদিহিতা দাবি করলে যথাযথ উত্তর দিতে পারেনি ডিপসিক।
এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়টি আলোচনাধীন যুক্তরাষ্ট্র, ভারত ও ইউরোপের বেশ কয়েকটি দেশে।
গত মাসে মার্কিন এআই চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ডিপসিক আধিপত্য বিস্তারের পর তুমুল আলোচনার সৃষ্টি হয় সিলিকন ভ্যালিতে। তবে ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকে ডিপসিক সাময়িক নিষিদ্ধ করল সিউল প্রশাসন। সূত্র: রয়টার্স
নাইমুর/