ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

ইসরায়েলের তৈরি ঢিবির নিচে ৬৬ মরদেহ

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ এএম
ইসরায়েলের তৈরি ঢিবির নিচে ৬৬ মরদেহ
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর তৈরি বালির ঢিবির নিচ থেকে ৬৬ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তৈরি বালির ঢিবির নিচ থেকে ৬৬ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে গাজার বিভিন্ন স্থানে বালির ঢিবি তৈরি করেছিল। এসব ঢিবির নিচেই বহু ফিলিস্তিনিকে কবর দেওয়া হয়েছিল।’

উদ্ধার হওয়া অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তৈরি বালির ঢিবির নিচ থেকে ৬৬ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তৈরি বালির ঢিবির নিচ থেকে ৬৬ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর মধ্যে ৩৭টি জাবালিয়া শহরে এবং ২৯টি গাজার শাতি শরণার্থী শিবিরে পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘অনেক কবর এখনো আবিষ্কৃত হয়নি। ইসরায়েলি স্থল অভিযানের সময় ফিলিস্তিনিরা বাধ্য হয়ে রাস্তাঘাট, স্কয়ার ও পার্কের ভেতর স্বজনদের কবর দিয়েছিলেন। আমাদের টিম সীমিত সরঞ্জাম নিয়েই ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’

এদিকে গাজার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ঝোড়ো বাতাসে শরণার্থীদের অনেক তাঁবু উড়ে গেছে এবং প্রবল বৃষ্টিতে বহু তাঁবু তলিয়ে গেছে। মাহমুদ বাসাল বলেন, ‘গাজায় জরুরি ভিত্তিতে এক লাখ ২০ হাজার তাঁবুর প্রয়োজন।’ সূত্র: আনাদোলু এজেন্সি

এবার সিরিয়ার কেন্দ্রীয় সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৩:০১ পিএম
এবার সিরিয়ার কেন্দ্রীয় সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা
মঙ্গলবার ( ১৮ মার্চ) সিরিয়ার কেন্দ্রীয় সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা ছবি: সংগৃহীত

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানায়, মঙ্গলবার ( ১৮ মার্চ) ইসরায়েলি বিমান সিরিয়ার একটি সামরিক স্থপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর মতে, হোমস শহরের কাছে ইসরায়েলি বিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সিরিয়ান ব্যাটালিয়নকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এসময় এই এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সিরিয়ার আরব প্রজাতন্ত্রের একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়,গত মঙ্গলবার ইসরায়েলি জেট বিমান মধ্য সিরিয়ার একটি সামরিক স্থাপনায় হামলা চালায়।

এছাড়া চলতি বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের উৎখাতের পর থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনায় শত শত হামলা চালায়। তারা বলছে,জিহাদিদের হাতে যাতে অস্ত্র না পড়ে তার জন্য তারা হামলা করছে।

এদিকে সিরিয়ার কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৭ মার্চ) ইসরায়েলের দক্ষিনে অবস্থিত সিরিয়ার দারা এলাকায় হামলা চালিয়ে তিনজন বেসামরিক নাগরিককে হত্যা করে ইসরায়েল।

এছাড়া, বিমান হামলার পাশাপাশি, আসাদের পতনের পর থেকে  ইসরায়েল কৌশলগত গোলান হাইটসের জাতিসংঘ-প্রহরীর বাফার জোনেও সেনা মোতায়েন করেছে। সূত্র: আরব নিউজ

দিনা/

 

দুর্নীতি-সন্ত্রাসবাদের দায়ে গ্রেপ্তার এরদোয়ানের প্রতিপক্ষ

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:৫৭ পিএম
দুর্নীতি-সন্ত্রাসবাদের দায়ে গ্রেপ্তার এরদোয়ানের প্রতিপক্ষ
এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ও ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলু। ছবি: সংগৃহীত

দুর্নীতি, সন্ত্রাসবাদ ও জঙ্গি সংগঠনকে সহায়তার দায়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ও ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করেছে স্থানীয় স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবারের (১৯ মার্চ) এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একরেমের দল রিপাবলিকান পার্টি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে দলটি বলে, ‘একরেমকে গ্রেপ্তারের মাধ্যমে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা করেছে সরকার।’

একরেম গত দুই মেয়াদে ইস্তানবুলের মেয়রের দায়িত্ব পালন করেছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাকে রিপাবলিকান পার্টি প্রার্থী হিসেবে মনোনয়নের বিষয়টি বিবেচনা করছিল বলে জানা গেছে। এরদোয়ানের শক্ত প্রতিদ্বন্দ্বীর হঠাৎ গ্রেপ্তার সহজ ভাবে দেখতে পারছেন না বিশ্লেষকরা। এই ঘটনা রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত আক্রমণ বলে ধারণা অনেকের।

এদিকে গ্রেপ্তার সত্ত্বেও হাল ছাড়ছেন না একরেম। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিও পোস্টে তিনি নিজের অবস্থানে দৃঢতার বিষয়টি স্পষ্ট করেছেন।

ইস্তানবুলের প্রসিকিউটর কার্যালয়ের বরাতে জানা যায়, একরেমের বিরুদ্ধে দুটি পৃথক তদন্তের কার্যক্রম চলমান। দুর্নীতির অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি নগরের টেন্ডার হাতিয়ে নিতে সাংবাদিক ও ব্যবসায়ীসহ প্রায় ১০০০ জনকে ঘুষ দিয়েছেন। অন্যটি কুর্দিপন্থি জঙ্গিগোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পৃক্ততা বিষয়ক।

এদিকে মঙ্গলবার (১৮ মার্চ) ইস্তানবুল বিশ্ববিদ্যালয় একরেমের ডিগ্রী বাতিলের ঘোষণার পর সমালোচনা তুঙ্গে পৌঁছায়। ডিগ্রী বাতিলের কারণে আইনগতভাবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার মনোনয়ন প্রাপ্তি নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে।

এদিকে চলতি সমালোচনার জবাবে ইস্তানবুল গভর্নরের কার্যালয় শহরে চারদিনের জন্য যেকোনো ধরণের আন্দোলন ও সমাবেশ নিষিদ্ধ করেছে।

তুরস্কের প্রধান বিরোধীদলীয় নেতার গ্রেপ্তার দেশটির রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে। সূত্র: রয়টার্স

নাইমুর/

ইউক্রেন ইস্যুতে বেকায়দায় ট্রাম্প

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:১১ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম
ইউক্রেন ইস্যুতে বেকায়দায় ট্রাম্প
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। ইনসেটে আলোচনারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ মার্চ) পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার ফোনালাপকে তিনি ‘বেশ কার্যকর’ দাবি করলেও রুশ প্রেসিডেন্টের সুর খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিল না। ইউক্রেন ইস্যুতে পুতিনের অবস্থানে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এই ধারণার প্রতিফলন ক্রেমলিনের বক্তব্যেই স্পষ্ট হয়। আগামী ৩০ দিন ইউক্রেনের জ্বালানীবহরে আক্রমণ থামাতে রাজি হলেও পুরোপুরি যুদ্ধবিরতিতে সম্মত নয় রাশিয়া। অথচ নির্বাচনী প্রচারণায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি বেশ জোর গলায়ই দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে কিছুটা বেকায়দায় পড়েছেন তিনি।

আলোচনায় পুতিনের দাবি ছিল, ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ করতে হবে। পুতিনের এই প্রস্তাব মেনে নিলে ইউক্রেন যে প্রতিরক্ষা খাতে চরম দুর্বলতায় জর্জরিত হয়ে পড়বে তা সহজেই অনুমেয়।

এদিকে চলমান সহিংসতার পুরো দায় ইউক্রেনকেই দিয়েছে ক্রেমলিন।

এর আগে ইউক্রেনের সম্মতি সাপেক্ষে রাশিয়ার কাছে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে আংশিক যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করেছেন পুতিন। এতে মার্কিন গোয়েন্দা সংস্থার শঙ্কাই প্রমাণ হলো। তারা জানিয়েছিলন, পুতিন যুদ্ধবিরতির নামে পুনরায় তীব্রতর সহিংসতার পাঁয়তারা করছেন। 

এ অবস্থায় কিছুটা বেকায়দায় পড়েছেন ট্রাম্প। তার সামনে এখন দুটো পথ খোলা: হয় তিনি পুতিনের কথা মেনে ইউক্রেনকে আরও চাপ দেবেন অথবা আর্থিক নিষেধাজ্ঞার মাধ্যমে পুতিনকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি করাবেন। প্রথম পথে গেলে যুক্তরাষ্ট্রের পুরোনো ইউরোপীয় বন্ধু যুক্তরাজ্য ও ফ্রান্স খেপবে।

ইউরোপ চায়, শান্তিচুক্তির মাধ্যমে ইউক্রেনে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে। এই প্রস্তাব বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে দেশগুলো সামরিক ও গোয়েন্দা সহায়তা দিতেও প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলছেন, ‘বাধা ছাড়া চূড়ান্ত শান্তি আসে না।’

এতদসত্ত্বেও, পুতিনকে প্রায় জিতিয়েই দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘পুনর্গঠনের’ ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের এসব মন্তব্যের কারণে ইউক্রেন আরও নাজুক কূটনৈতিক গ্যাঁড়াকলে পড়েছে।

এই পরিস্থিতিতে ট্রাম্পের জোর জবরদস্তির লোক দেখানো যুদ্ধবিরতি আসলেই ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনে নাকি ইউরোপের বুকে গাজার প্রতিচ্ছবি দেখতে যাচ্ছে বিশ্ব- এটা সময়ের কাছে ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

সুনীতাদের ফেরানোর কৃতিত্ব নিয়ে বাইডেনকে খোঁচা ট্রাম্পের

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:০৮ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০২:৩৫ পিএম
সুনীতাদের ফেরানোর কৃতিত্ব নিয়ে বাইডেনকে খোঁচা ট্রাম্পের
সুনীতা এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরে আসার পর তাদের পৃথিবীতে ফেরানোর ব্যাপারে কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি এবার জো বাইডেনকেও খোঁচা দিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে ইলন মাস্ককে অনুরোধ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্পেসএক্সের মোহাকাশযান পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

সুনীতা এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরে আসার পর তাদের পৃথিবীতে ফেরানোর ব্যাপারে কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি এবার জো বাইডেনকেও খোঁচা দিতে ছাড়লেন না তিনি।

এর আগেই উইলমোর এবং উইলিয়ামসের প্রত্যাবর্তন ট্রাম্প প্রশাসনের জন্য একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। তিনি ১৮ ফেব্রুয়ারি ফক্স নিউজকে বলেন,’বাইডেন রাজনৈতিক কারণে মহাকাশচারীদের মহাকাশেই রেখে গেছেন।‘ 

দ্রুত পদক্ষেপ না নেওয়ার জন্যও সাবেক রাষ্ট্রপতি জো বাইডেনকে সমালোচনা করে ট্রাম্প নিজের এক্স (সাবেক টুইটার) একাউন্টে একটি পোস্টে বলেন, ‘আমি ইলন মাস্ক এবং @SpaceX কে অনুরোধ করেছি তারা যেন দুই সাহসী নভোচারীকে ‘ফিরিয়ে আনে  যাদের বাইডেন প্রশাসন কার্যত মহাকাশে ফেলে রেখে গেছে। তারা অনেক মাস ধরে @Space Station-এ অপেক্ষা করছে। ইলন শীঘ্রই তার পথে ফিরে আসবে। আশা করি, সবাই নিরাপদে থাকবে। শুভকামনা ইলন!!!' সূত্র: ফক্স নিউজ

দিনা/

গাজায় ধ্বংসস্তূপে ছড়িয়ে-ছিটিয়ে নিহতদের মাংসপিণ্ড

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০১:০৭ পিএম
গাজায় ধ্বংসস্তূপে ছড়িয়ে-ছিটিয়ে নিহতদের মাংসপিণ্ড
গত কয়েকদিনে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সামরিক বাহিনী এবং বসতি স্থাপনকারীদের বেশ কয়েকটি  সংঘর্ষে্র ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকা যেন নরকের অপর নাম। এখানকার মানুষগুলো যেভাবে দিন কাটাচ্ছেন কল্পিত নরকেও হয়ত মানুষকে এতটা বীভৎস পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হবে না। আইডিএফ-এর বর্বরোচিত হামলায় বুধবার (১৯ মার্চ) দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় বুধবার দ্বিতীয় দিনে উপত্যকাজুড়ে প্রাণহানি আরও অনেক বেশি হবে বলে আশঙ্কা করছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এখনো ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মরদেহ চাপা পড়ে রয়েছে বলে জানায় একাধিক মানবাধিকার সংস্থা।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, ইসরায়েলের হামলার পর হতাহতদের উদ্ধার করতে গিয়ে নিহতদের দেহের ছিন্নভিন্ন মাংস পাওয়া যাচ্ছে। যাদের মধ্যে বেশির ভাগ নারী এবং শিশু।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যমটি আরও জানায়, পুরো উপত্যকার আকাশে ইসরায়েলের ড্রোন। স্থানীয়রা বলছেন, অসংখ্য ড্রোনের কারণে গাজার আকাশ মেঘলা দেখাচ্ছে, ড্রোনের পাখার আওয়াজ শোনা যাচ্ছে পুরো উপত্যকা থেকেই। উপত্যকার কোনো স্থানই নিরাপদ নয় জেনেও জীবন বাঁচাতে এদিক-সেদিক ছোটাছুটি করছেন বাসিন্দারা।

আল-জাজিরার তথ্যমতে, নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার দক্ষিণ-উত্তরাঞ্চল থেকে মধ্য গাজার দিকে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। আবার মধ্য গাজায় বোমা হামলার তীব্রতায় সেখান থেকে উত্তর-দক্ষিণাঞ্চলে সরে যাচ্ছেন বাসিন্দারা। প্রাণ বাঁচাতে অসহায় মানুষগুলো যেন মরীচিকার পেছনে ছুটে চলেছেন!

মঙ্গলবার (১৮ মার্চ) থেকে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ব্যাপক হামলা শুরু করে আইডিএফ। নির্বিচারে পুরো উপত্যকাজুড়ে চলছে নারকীয় হত্যাযজ্ঞ। আবাসিক ভবন ও শরণার্থী শিবিরগুলো লক্ষ্য করে শুরু করা এই হামলাতে এক দিনেই প্রাণ গেছে চার শতাধিক ফিলিস্তিনির।

এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে হতাহতদের ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। তারা বলছেন, এত বিপুলসংখ্যক মানুষকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আহতদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। পাশাপাশি, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও নেই। তাছাড়া উপত্যকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছে ইসরায়েল। আবার প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে ত্রাণের ট্রাকও উপত্যকায় ঢুকতে দিচ্ছে না আইডিএফ সেনারা।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ওসিএইচএ বলছে, ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) জন্য ২০টি ভেন্টিলেটর আর নবজাতকদের জন্য ৯টি ইনকিউবেটর নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছে তাদের ট্রাক।

বর্তমানে গাজায় কোনো হাসপাতালই পুরোপুরি কার্যকর নয়। এর মধ্যে ১৩টি হাসপাতাল আর চারটি ফিল্ড হাসপাতাল পুরোপুরিই অকার্যকর। এমন পরিস্থিতিতে ত্রাণসহায়তা ঢুকতে না দিলে গাজায় মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সূত্র: আল-জাজিরা

দিনা/অমিয়/