
যুক্তরাষ্ট্রে আলাস্কা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে নিখোঁজ একটি যাত্রীবাহী ছোট বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানের ১০ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।
আলাস্কার নোম এলাকা থেকে প্রায় ৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিমানটি পাওয়া গেছে। অঙ্গরাজ্যের উনালাক্লিত শহর থেকে নোম শহরের উদ্দেশে যাত্রা করছিল বিমানটি। এ সময় নর্টন সাউন্ড এলাকায় এসে নিচের দিকে পড়তে শুরু করে উড়োজাহাজটি।
হেলিকপ্টারের মাধ্যমে পুরো অঞ্চল তল্লাশি চালিয়ে বিমানটি উদ্ধার করে ইউএস কোস্টগার্ড।
এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কমান্ডার বেনজামিন কোবল বলেন, ‘কোনো অজানা কারণে অল্প সময়েই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়তে শুরু করেছিল।’
কি ধরনের জটিলতার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে- এমন প্রশ্নের জবাবে বেনজামিন বলেন, ‘এখনো কিছুই ধারণা করা যাচ্ছে না।’
বিমানটি উনালাক্লিত থেকে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে রওনা দেয়। ঘণ্টাখানেক পর থেকে বিমানটির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছিল না।
বিমানে ৯ জন যাত্রী ও পাইলট ছিলেন বলে জানায় ইউএস কোস্টগার্ড।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া, হালকা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। আলাস্কার বিমান কর্তৃপক্ষ গত বৃস্পতিবার রাতে উদ্ধার অভিযানে একটি হেলিকপ্টার পাঠালেও আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা কম হওয়ায় ফিরে আসতে বাধ্য হয়।
যুক্তরাষ্ট্রে আট দিনের মাথায় তৃতীয় বিমান দুর্ঘটনা ঘটল। এর আগে রাজধানী ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপটারের সংঘর্ষে ৬৭ জন মারা যান। দ্বিতীয় ঘটনায় ফিলাডেলফিয়ায় দুর্ঘটনার শিকার হয় একটি এয়ার অ্যাম্বুলেন্স।
এদিকে আলাস্কার বিমান দুর্ঘটনায় ভুক্তভোগীদেরে নাম জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: দ্য গার্ডিয়ান
নাইমুর/