
যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থ লেনদেন ব্যবস্থায় ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল। তবে দেশটির এক ফেডারেল বিচারক এই উদ্যোগে সাময়িকভাবে স্থগিতাদেশ দিয়েছেন। আদালত বলেছে, এতে লাখ লাখ আমেরিকানের ব্যক্তিগত আর্থিক তথ্যের সুরক্ষার ঝুঁকি রয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট ফেডারেল বিচারক পল এঙ্গেলমায়ার শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া এই আদেশে জানিয়েছেন, ডিওজিই মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের রেকর্ডে প্রবেশের কোনো আইনগত অধিকার নেই। এর আগে ১৯টি মার্কিন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলের একটি জোট আদালতে মামলা করে মাস্কের এই উদ্যোগকে অবৈধ বলে চ্যালেঞ্জ করেছিল।
ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিওজিই মূলত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে গঠিত হয়। এই বিভাগ যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থ লেনদেন ব্যবস্থায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তবে আদালতের আদেশে স্পষ্ট হয়েছে, এটি কার্যকর হলে সরকারি অর্থপ্রবাহের সংবেদনশীল তথ্যের অপব্যবহারের ঝুঁকি বাড়বে।
এই রায়ের পরপরই ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে এটিকে ‘সম্পূর্ণ পাগলামি’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, ট্রেজারি ডিপার্টমেন্ট ও ডিওজিই ইতোমধ্যে সম্মত হয়েছে, সরকারি লেনদেনের প্রতিটি প্রক্রিয়ায় ব্যাখ্যামূলক মন্তব্য ও শ্রেণিবিন্যাস কোড থাকা উচিত।
মাস্ক আরও বলেন, সরকারি ‘ডু-নট-পে’ তালিকায় থাকা সংস্থাগুলোর তথ্য নিয়মিত হালনাগাদ করা উচিত, সম্ভব হলে প্রতিদিন। তার মতে, এসব পরিবর্তন যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয়, যা সরকারি কর্মচারীরাই বাস্তবায়ন করছেন, ডিওজিই নয়।
বিশ্লেষকরা বলছেন, আদালতের এই রায় শুধু মাস্কের ডিওজিইর জন্যই নয়, ট্রাম্প প্রশাসনের অন্যান্য রাজনৈতিকভাবে নিযুক্ত কর্মকর্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। তবে মাস্কের প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে আরও আইনি লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, আদালতের এই সিদ্ধান্ত মার্কিন ফেডারেল লেনদেন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারি অর্থ লেনদেনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি
তাওফিক/