
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচিত বৈঠকে দুই দেশের মধ্যে বিশাল জ্বালানি ও সামরিক বাণিজ্যচুক্তি নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের হোয়াইট হাউসে অনুষ্ঠিত আলোচনায় চলমান মার্কিন বাণিজ্যযুদ্ধে ভারতের সুবিধা আদায় করে নিয়েছেন মোদি। ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক প্রত্যাহার করায় দিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
দুই দিনের ওয়াশিংটন সফরে ট্রাম্পের সঙ্গে ‘মেগা পার্টনারশিপে’ সম্মত হয়েছেন মোদি। যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির মাধ্যমে দেশটিকে ‘বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক’ দেশ হতে সাহায্য করতে চায় ভারত।
হোয়াইট হাউসে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে মোদি বলেন, ‘এই চুক্তি দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে।’
এ সময় দুদেশের নেতা একে অপরের ভূয়সী প্রশংসা করলেও মার্কিন পণ্য আমদানিতে ভারতের আরোপিত শুল্ককে ‘গুরুতর সমস্যা’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।
ট্রাম্প জানান, ভারতে মার্কিন কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে ৩৯ শতাংশ শুল্ক গুনতে হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ভারতীয় কৃষিপণ্য আমদানিতে মাত্র ৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।
এ ছাড়া ভারতীয় মোটরসাইকেলে ২ দশমিক ৪ শতাংশ শুল্কের বিপরীতে মার্কিন মোটরসাইকেলে ভারত ১০০ শতাংশ শুল্ক বসিয়েছে। এই ‘অন্যায্য শুল্ক বণ্টনে’ ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প।
উত্তরে ভারতে মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর ইঙ্গিত দেন মোদি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ভারতীয় অভিবাসীদেরও ফেরত নেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে প্রতিরক্ষা খাতে দুদেশের সহাবস্থানের বিষয়েও সম্মত হয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত বিপুল পরিমাণ অস্ত্রের পাশাপাশি আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ কিনবে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। সূত্র: বিবিসি
নাইমুর/