
দীর্ঘ আট মাস ধরে মহাকাশে আটকেপড়া নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার ক্রু সঙ্গী বাচ উইলমোর আগামী মার্চ মাসে পৃথিবীতে ফিরছেন বলে জানা গেছে। যারা দীর্ঘমেয়াদে মহাকাশ মিশনের অংশ হিসেবে মহাকাশে যাত্রা করেছিলেন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সুনীতা উইলিয়ামস এবং তার ক্রু সঙ্গী বাচ উইলমোর পৃথিবীতে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১২ মার্চ ক্রু-১০ মিশন ড্রাগন স্পেসক্রাফটে পৃথিবী থেকে মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করবে এবং এক সপ্তাহ পর ১৯ মার্চ সেটিতে করে সুনীতা এবং উইলমোর পৃথিবীতে আসবেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ক্রু-১০ মিশনে নাসার মহাকাশচারী অ্যান ম্যাকক্লেইন ও নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ সংস্থা জাক্সার মহাকাশচারী তাকুয়া ওনিশি এবং রাশিয়ান মহাকাশচারী কিরিল পেস্কভসহ চারজন সদস্য মহাকাশ স্টেশনে ছয় মাসের জন্য পৌঁছাবেন।
মিশনটি পৌঁছানোর পর সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোর তাদেরকে দায়িত্ব হস্তান্তর করবেন। এতে সপ্তাহখানেক সময় লাগবে। এ সময় নতুন একজন মহাকাশ স্টেশন কমান্ডার দায়িত্ব নেবেন। বর্তমানে সুনীতা উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শেষে উইলিয়ামস ও উইলমোর সেই ড্রাগন স্পেসক্রাফটটিতে উঠবেন, যা ক্রু-১০ মিশনকে নিয়ে মহাকাশে গিয়েছিল এবং তা ১৯ মার্চ পৃথিবীতে ফিরে আসবে।
গত বছরের ৫ জুন সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোর বোয়িং স্টারলাইনারের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান, তবে স্পেসক্রাফটের প্রযুক্তিগত সমস্যার কারণে তারা সেখানে আটকা পড়েন।
এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে মহাকাশে আটকেপড়া দুই মহাকাশচারীকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আমি এখনই ইলন মাস্ক এবং স্পেসএক্সকে অনুরোধ করেছি মহাকাশে আটকে থাকা দুই সাহসী মহাকাশচারীকে উদ্ধার করো।’ সূত্র: এনডিটিভি
তাওফিক/