
যুক্তরাষ্ট্রকে সামরিক হুমকি-ধমকি বন্ধ করার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র যদি নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে, তবে তাদের উচিত হবে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ানোর পরিবর্তে শান্তিপূর্ণ নীতি গ্রহণ করা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্দান কমান্ডের প্রধান স্বীকার করেছেন, উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক কার্যকলাপকে সংঘাতমূলক বলে বর্ণনা করেছে। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে এবং কোরিয়া উপদ্বীপে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করেছে। এসব কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়াচ্ছে বলে মনে করে পিয়ংইয়ং।
কেসিএনএ-এর প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরিয়া আত্মরক্ষার স্বার্থে সামরিক শক্তি বৃদ্ধি করছে, যা তাদের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে। দেশটির মতে, যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বন্ধ না হলে তারা আত্মরক্ষার জন্য আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনা কোরীয় উপদ্বীপে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে। সূত্র: কেসিএনএ
তাওফিক/