
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধ্বংসাত্মক এমকে-৮৪ বোমা রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইসরায়েলে এই বোমার বিশাল এক চালান এসে পৌঁছেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স।
শক্তিশালী এমকে-৮৪ বোমা ধাতু ও ইটের দেয়াল ভেদ করতে পারে। এই বোমা প্রবল বিস্ফোরণের মাধ্যমে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতিসাধনে সক্ষম।
এর আগে গাজাবাসীর বিষয়টি বিবেচনায় নিয়ে ইসরায়েলের কাছে এই বোমা রপ্তানি আটকে দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর এই বোমার একটি চালান ইসরায়েলে পাঠিয়েছিলেন খোদ বাইডেন। তবে পরবর্তীতে গাজায় ব্যাপক জীবননাশের আশঙ্কায় এমকে-৮৪ রপ্তানি আটকে দেয় তৎকালীন মার্কিন প্রশাসন।
‘ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বোমার চালানটি এসে পৌঁছেছে তেল আবিবে। ইসরায়েলের বিমান বাহিনী ও নিরাপত্তা বাহিনীর অভিযানে এই বোমা বেশ কার্যকর ভূমিকা পালন করবে।’, বলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ্।
ইতোমধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েল-হামাস কাদাছোড়াছুড়ি শুরু হয়ে গেছে।
এ পরিস্থিতিতে ইসরায়েলকে এমকে-৮৪ দেওয়ায় হামাস ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা। সূত্র: রয়টার্স
নাইমুর/