
পাকিস্তানের সিন্ধ প্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন।
শনিবারের (১৫ ফেব্রুয়ারি) এই খবর জানিয়েছে বার্তা সংস্থা দ্য ডন।
সিন্ধের শেহওয়ান অঞ্চলে অনুষ্ঠেয় ধর্মীয় সম্মেলন লাল শাহবাদ কালান্দারে অংশগ্রহণ করার উদ্দেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সফররত ভক্তদের একাংশ এই দুর্ঘটনার শিকার হন।
প্রথম ঘটনায় বেনাজিরাবাদ জেলার কাজী আহমেদ শহরে একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে মালবাহী ট্রলির সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ সময় গুরুত্ব আহত হয়েছেন ১০ জন।
এ প্রসঙ্গে স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াসিম মির্জা দ্য ডনকে বলেন, ‘দ্রুতগততে চলমান ভ্যানটি প্রথমে একটি গাধার পালে ধাক্কা দেয়। পরমূহুর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারে আঘাত লেগে দুমড়ে যায় ভ্যানটি।’
শেহওয়ানে অবস্থিত মাজারের উদ্দেশে যাত্রারত ভক্তদের নিয়ে ভ্যানটি যাচ্ছিল বলে জানান তিনি।
ঘটনাস্থলেই দুজন মারা যান। স্থানীয় হাসপাতালে বাকিদের উদ্ধার করে নেওয়া হলে আরও তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
অন্যদিকে, খাইপুর জেলার রানিপুর অঞ্চলে প্রাণ হারিয়েছেন ১১ জন যাত্রী। বাসের সঙ্গে যাত্রীবাহী রিকশার এই সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩৫ জন।
খাইপুর পুলিশের ডেপুটি কমিশনার আহমেদ ফাওয়াদ এ প্রসঙ্গে বলেন, ‘বাস ড্রাইভার রিকশাটির সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেছিলেন। তবে এক পর্যায়ে বাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।’
এই ঘটনার ভুক্তভোগীরাও লাল শাহবাদ কালান্দারে যাচ্ছিলেন বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।
মাজারটিতে আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ওরসে বিপুল সংখ্যক ভক্ত জমায়েত হবে বলে ধারণা করছেন আয়োজকরা। তবে মহাসড়কে অব্যবস্থাপনার কারণে অঞ্চলটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এ পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: দ্য ডন
নাইমুর/