
বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার, অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ ও চোরাচালান নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোচনার জন্য ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই তিন দিনের সম্মেলন চলবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত।
এবারের সম্মেলনে বিজিবির মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি, আটক ও অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনার শীর্ষে থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হবে।
সীমান্ত নিরাপত্তার অংশ হিসেবে ভারত হয়ে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ ঠেকানোর বিষয়ে কড়া অবস্থান জানাবে ঢাকা। একই সঙ্গে সীমান্ত এলাকার ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণসহ অনুমোদনহীন অবকাঠামো স্থাপনা বন্ধের বিষয়েও আলোচনা হবে।
বিএসএফের ফেসবুক হ্যান্ডেলে সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সীমান্তে শান্তি বজায় রাখা ও বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে উভয়পক্ষের যৌথ প্রচেষ্টা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
ইউএনবি/তাওফিক/