
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি অটো শিল্পের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন এবং একইভাবে সেমিকন্ডাক্টর চিপস ও চিকিৎসাসামগ্রী আমদানির ওপরও শুল্ক আরোপ করবেন। এটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তার একাধিক পদক্ষেপের অংশ যা বিশ্বব্যাপী বাণিজ্য সম্পর্ককে বিপর্যস্ত করতে পারে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই শুল্কারোপের ঘোষণা দেন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসাসামগ্রী ও সেমিকন্ডাক্টর চিপসের ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা বছরের পর বছর ধরে অনেকটাই বৃদ্ধি পাবে।’
গত শুক্রবার ট্রাম্প জানান, অটো শিল্পে আগামী ২ এপ্রিল থেকে শুল্ক কার্যকর হবে। এদিকে ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, বিদেশি বাজারে যুক্তরাষ্ট্রের অটো রপ্তানির প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রীর এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হাসেটের সঙ্গে বৈঠক করবেন। যেখানে প্রস্তাবিত বিভিন্ন শুল্কারোপ নিয়ে আলোচনা হবে।
তিনি আরও জানান, তিনি চান ড্রাগ এবং চিপ প্রস্তুতকারকরা যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করুক যেনো তারা এই শুল্ক এড়াতে পারে। ট্রাম্প আশা করেন, বিশ্বের অন্যতম বড় কোম্পানিগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগের ঘোষণা দেবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
গত এক মাসে ট্রাম্প চীন থেকে সব আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এ ছাড়া মেক্সিকো ও কানাডার ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তা এক মাসের জন্য স্থগিত রেখেছেন।
এ ছাড়া মার্চের ১২ তারিখ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের আমদানি করা স্টিল এবং অ্যালুমিনিয়াম পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যা কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করবে। সূত্র: রয়টার্স
তাওফিক/