
উত্তর আফ্রিকার দেশ চাদে সেনাবাহিনীর হামলায় সশস্ত্র বাহিনী বোকো হারামের প্রায় ৩০০ সদস্যের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সেনাবাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির সেনাবাহিনীর বরাতে খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
গেল বছর অক্টোবরে চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস দেবি ইতনোর আদেশে চলমান জঙ্গিবিরোধী অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে দেশটির লেক চাদ অঞ্চলে বোকো হারামের আক্রমণে ৪০ সেনা নিহতের পর প্রেসিডেন্ট সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
কয়েক দশক ধরে চাদ সরকার বোকো হারামের সরকারবিরোধী সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে যুদ্ধ করছে।
চলমান দ্বন্দ্বে আশপাশের মোট চারটি দেশে ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।
মঙ্গলবারের অভিযান শেষে চাদ সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল সানানে ইসাখা আচেইক জানান, অভিযানে ২৯৭ জন জঙ্গি নিহত হয়েছেন। এ সময় ২৭ সামরিক সদস্যের পাশাপাশি তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
এদিকে বোকো হারামকে মোকাবিলা করতে জানুয়ারি মাসে চাদ সরকার দেশের সাবেক সাম্রাজ্যবাদী কর্তৃপক্ষ ফ্রান্সের সঙ্গে করা সামরিক চুক্তি প্রত্যাহার করেছে।
তবে দেশটির সামরিক সূত্রে জানা যায়, পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করছে তুরস্ক। চলতি মাসে আঙ্কারা থেকে আগত প্রশিক্ষকরা ড্রোন ব্যবহারে বিশেষ নির্দেশনা দিচ্ছেন চাদের সেনাবাহিনীকে।
চলমান সহিংসতায় আতঙ্কিত দেশটির জনসাধারণ। সূত্র: এএফপি
নাইমুর/