
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি সৌদি আরবে তার সফর স্থগিত করেছেন, কারণ তিনি রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠককে ‘বৈধতা’ দিতে চাননি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলেনস্কি এ কথা জানায়। দুইটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।
এদিকে তুরস্কে এক বক্তব্যে জেলেনস্কি জানান, বুধবার সৌদি আরব সফর করার পরিকল্পনা তার ছিল, সেটি তিনি ১০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন। কারণ যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠকের মাঝে যেন কোনো ‘কাকতালীয়’ ঘটনা না ঘটে।
একটি সূত্র জানায়, রিয়াদে যা কিছু হচ্ছে তার কোনো বৈধতা দিতে চায় না ইউক্রেন।
জেলেনস্কি আঙ্কারায় সাংবাদিকদের জানান, তাকে মঙ্গলবারের যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, যেখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
তবে যুক্তরাস্ট্র-রাশিয়া বৈঠক শেষে জানায়, তারা ইউক্রেনে যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘আমরা চাই না কেউ আমাদের বাদ দিয়ে সিদ্ধান্ত নিক। ইউক্রেন ছাড়া যুদ্ধ শেষ করার বিষয়ে কোন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি বারবার যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি শান্তি আলোচনা শুরুর জন্য দ্রুত উদ্যোগ নিয়েছেন। তবে তার শীর্ষ কর্মকর্তাদের মন্তব্যে কিছুটা সংশয় দেখা দিয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ন্যাটো মিত্রদের বলেছেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদান ‘অবাস্তব’ এবং কিয়েভের সীমান্ত পুনরুদ্ধারের আশা একটি ‘ভ্রান্ত স্বপ্ন’। সূত্র: রয়টার্স
তাওফিক/