
মধ্যপ্রাচ্য থেকে পূর্ব-ইউরোপ; গাজা থেকে কিয়েভ- শান্তিকামী জনসাধারণের আশা একটাই-একদিন বন্ধ হবে মানবজীবনের চরম অপচয়; থামবে গ্রেনেড-ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুঙ্কার। তবে বিশ্বনেতাদের নাস্তার টেবিলের আলোচনায় মানবিকতার চেয়ে বেশি প্রাধান্য পায় অস্ত্রবাণিজ্য। লাভ-লোকসানের হিসেব-খাতায় ফিলিস্তিনের খান ইউনিসের নিষ্পাপ শিশুর রক্তের ফোঁটা ছিটকে পড়লে কিংবা কেউ রক্তপিপাসা সরিয়ে ইউক্রেনীয় শিশুদের অন্তত একটি রাত আতঙ্কহীন ঘুমের প্রস্তাব রাখলে হয়তো তাচ্ছিল্যেই উড়িয়ে দেন ট্রাম্প-নেতানিয়াহু-পুতিনরা।
এই আলোচনা-বৈঠকের মধ্যে ঘটে যাচ্ছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অত্যাচার, জোরপূর্বক নিজভূখন্ড থেকে উৎখাত। তবে সাধারণ মানুষ এসবের পরেও সপ্ন দেখে শান্তির। এ অবস্থায় গাজা ও ইউক্রেনকে বৃহত্তর শক্তির আক্রমণ থেকে রক্ষা করতে নতুন দূত হয়ে এসেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেছেন দেশটির যুবরাজ। এ ছাড়া চলতি সপ্তাহে একটি সম্মেলনে জর্ডান, মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদলগুলোর সঙ্গে তিনি বৈঠক করবেন বলেও জানা গেছে। গাজাবাসীদের উৎখাত করতে ট্রাম্পের প্রস্তাব হবে এই আলোচনার মূল বিষয়বস্তু।
এদিকে ইউক্রেনের নীতিনির্ধারণে খোদ ইউক্রেনীয় প্রেসিডেন্টের অংশগ্রহণ না থাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। জেলেনস্কির উপস্থিতি আদৌ কোনো কার্যকর ভূমিকা রাখলে যুদ্ধ এতিদূর গড়াতোই না।’
এদিকে রাশিয়ার প্রতি মার্কিন পররাষ্ট্রনীতিতে দেখা দিয়েছে ব্যাপক পরিবর্তন। যুদ্ধ শেষে অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারে মস্কোকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন।
এদিকে গাজাবাসীদের জোরপূর্বক অন্যত্র পাঠিয়ে অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের মরুদ্যান’ বানাতে চান বলে মন্তব্য করার পর ক্ষেপেছে আরব বিশ্ব।
এই সংকট মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে সৌদি প্রশাসন। ট্রাম্পের প্রস্তাবের বিপরীতে আরেকটি চুক্তি দাঁড় করানো হবে বলে জানা গেছে। যুবরাজ সালমানের প্রস্তাবে গাজা অঞ্চলকে ফিলিস্তিন রাষ্ট্রের কেন্দ্রবিন্দু ঘোষণা করে অঞ্চলটি পুনর্নির্মানে ২০ বিলিয়ন ডলার আনুদান সংগ্রহ করার বিষয়টি উল্লেখ রয়েছে।
ট্রাম্পের সঙ্গে ঘনিষ্টতার কারণে যুবরাজের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্ববহ। মার্কিন উন্নয়নে মরুভূমির এই দেশ আগেও বেশ কয়েকবার অর্থ সহায়তা করছে।
এ ছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গেও সহাবস্থান ধরে রেখেছেন সালমান।
এ অবস্থায় পরাশক্তিদের সঙ্গে ঘনিষ্টতা কাজে লাগিয়ে নিপীড়িতদের নীরব আর্তনাদের অন্তত কিছুটা এই আলোচনার টেবিলে যুবরাজ সালমান উত্থাপন করবেন বলেই আশা করছে শান্তিকামী বিশ্বনাগরিকরা। সূত্র : ভয়েস অব আমেরিকা
নাইমুর/