
প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে অবনতির মধ্যেই চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি ঢাকা প্রশাসনের ২২ সদস্যের বিশেষ প্রতিনিধি দল বেইজিং সফরে গেছেন। এই ঘটনার মাধ্যমে দিল্লির সঙ্গে বাংলাদেশের চলমান কূটনৈতিক টানাপোড়েন স্পষ্ট হয়।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশে আয়োজিত সাম্প্রতিক এই সফরে প্রতিনিধি দলে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা হয়। ১০ দিনব্যাপী এই সফরে বেইজিং প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ ও ভারতের পুরোনো বন্ধুত্বে ফাটল ধরেছে। দিল্লি-ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই সফরকে ঢাকার প্রতি চীনের ‘বর্ধিত বন্ধুত্বের হাত বাড়ানো’ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে বেইজিং সফরের প্রতনিধি দলে অন্তর্ভুক্ত বিএনপি নেতা আব্দুল মঈন খান বিবিসিকে বলেন, ‘বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে চীন।’
প্রতিনিধি দলের বেশির ভাগ সদস্য বিএনপির সঙ্গে সম্পৃক্ত। রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখসারির কয়েকজনও।
সম্প্রতি জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নির্দেশে অন্তত ১ হাজার ৪০০ বেসামরিক নাগরিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। হত্যা, গুম ও অর্থ আত্মসাতের অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিল্লি সরকারের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের প্রস্তাব দিলেও সহযোগিতার হাত বাড়ায়নি ভারতের প্রশাসন।
ভারতের সঙ্গে গভীর সম্পর্ক রাখার পাশাপাশি চীনের সঙ্গেও সহাবস্থান বজায় রেখেছিলেন শেখ হাসিনা। তবে সাবেক এই প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর বাংলাদেশের প্রতি চীনের সহায়তা আরও বেড়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহাবস্থানের আভাস পাওয়া যায়নি ভারতের আচরণে।
অন্যদিকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এ পর্যন্ত দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার। এমনকি বাংলাদেশের সামরিক বাহিনীর প্রায় ৭০ শতাংশ অস্ত্র চীন থেকে আমদানি করা।
আঞ্চলিক ভূরাজনীতির মাঠে বাংলাদেশ খুব জটিল ও গুরুত্বপূর্ণ অবস্থা পার করছে। এ পরিস্থিতিতে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা বোধগম্য। অন্যদিকে দিল্লি প্রশাসনের আচরণে খোদ ভারতই ভরাডুবির শিকার হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সূত্র: বিবিসি
নাইমুর/