
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে বাংলাদেশ প্রসঙ্গে বললেন, সেই একটি নির্দিষ্ট দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে আমাদের উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক।
শনিবার (৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ‘ইন্ডিয়া টুডে কনক্লেভে’ তিনি এ কথা বলেন।
এ সময় উপেন্দ্র দ্বিবেদী চীন-পাকিস্তানের সম্পর্ক নিয়ে বলেন, ‘চীন-পাকিস্তানের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা আছে, যা আমাদের মেনে নিতে হবে। তবে আমার কাছে যা অর্থবহ, তা হলো - দ্বিমুখী হুমকি বাস্তবতা।’
এছাড়া জেনারেল দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি, চলমান সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতা, বাংলাদেশ পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) ও নিয়ন্ত্রণ রেখা (এলওসি) নিয়ে আলোচনা করেন।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে, যেহেতু আমি আগেই বলেছি যে- সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দুতে আছে একটি নির্দিষ্ট দেশ। সে দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমার প্রধান উদ্বেগ হলো, সেই দেশের মাধ্যমে সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা হতে পারে।’
বাংলাদেশ-ভারত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ‘ঢাকায় সরকার পরিবর্তনের ফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন খুব তাড়াতাড়ির কিছু নেই।’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে পারি, বর্তমানে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা নিয়মিত তথ্য আদান-প্রদান করি, যাতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে।’
ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান-চীন সম্পর্ককে কীভাবে দেখে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে, দুই দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা রয়েছে, যা আমাদের মেনে নেওয়া উচিত। বর্তমানে পাকিস্তানের অধিকাংশ সামরিক সরঞ্জাম চীনের তৈরি। অতএব, সহযোগিতার এই পরিস্থিতি আমাদের সামনেই বিদ্যমান। তাই আপাতত আমার দৃষ্টি দ্বিমুখী হুমকির বাস্তবতার দিকে।’
এরপর চীনের উন্নত সমরসজ্জা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি ‘অ্যাসাসিন’স মেস” এর (প্রায়ই ফ্রন্ট লাইনে নতুন উন্নত অস্ত্র এনে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার কৌশল) সময় ফুরিয়েছে। এটি আজ আর ততটা প্রাসঙ্গিক নয়। হিমালয়ের ভূ-প্রকৃতি ভারতের পক্ষে সুবিধাজনক।’
এছাড়া যুদ্ধ এড়ানোর পক্ষে মত দিয়ে সেনাপ্রধান বলেন, ‘সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই সব সমস্যার সমাধান করা উচিত। আমরা চাই, কীভাবে পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ রাখা যায় এবং কূটনৈতিকভাবে সেটি সমাধান করা যায়।’
তবে তিনি প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শান্তি বজায় রাখার পক্ষে মত দেন এবং পাকিস্তানের প্রতি ‘সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু’ থেকে একটি স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানান। সূত্র: ইন্ডিয়া টুডে
দিনা/অমিয়/