ঢাকা ৪ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিরতি নিয়ে পুতিনের প্রশ্ন, শর্ত

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৮:৫৫ এএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০৯:৩০ এএম
যুদ্ধবিরতি নিয়ে পুতিনের প্রশ্ন, শর্ত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রাজি। তবে যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে শর্তজুড়ে দিতে চান তিনি। ইউক্রেনের প্রস্তাব প্রসঙ্গে নিজের মত জানাতে গিয়ে ওই কথা বলেন পুতিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 

মস্কোয় গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে বলেন, ‘ধারণাটি সঠিক এবং আমরা এটিকে সমর্থন করি, তবে এমন প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতি এমন হওয়া উচিত যা একটি স্থায়ী শান্তির দিকে পরিচালিত করবে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করবে। আমাদের যুক্তরাষ্ট্র সহকর্মী এবং অংশীদারদের সঙ্গে আলোচনা করতে হবে। সম্ভবত আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলব।’

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘৩০ দিনের যুদ্ধবিরতি ইউক্রেনের জন্য ভালো হবে। আমরা এর পক্ষে। তবে এর কিছু অস্পষ্টতাও রয়েছে।’

বিবিসির প্রতিবেদন বলছে, বিবাদের ক্ষেত্রগুলোর মধ্যে একটি রাশিয়ার কারস্ক অঞ্চল। পুতিনের দেওয়া তথ্যানুসারে, সেখানে ইউক্রেন গত বছর একটি সামরিক আগ্রাসন শুরু করে এবং কিছু অঞ্চল দখল করে। তবে সাম্প্রতিক সময়ে তারা সেখানে কোণঠাসা হয়ে পড়েছে। রাশিয়া কারস্কের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার কারস্ক সফর করেন পুতিন। সেখানে রাশিয়ার সামরিক বাহিনী পুতিনকে জানান, কারস্ক পুনরুদ্ধার অভিযানের শেষ ধাপে রয়েছেন তারা। পুতিন এখন বলছেন, ‘কারস্কে ইউক্রেনীয়দের জন্য দুটি বিকল্প রয়েছে- আত্মসমর্পণ অথবা মৃত্যু।’ 

যুদ্ধবিরতি কীভাবে কাজ করবে সে বিষয়েও প্রশ্ন তোলেন পুতিন, ‘৩০ দিনের এই সময়টা কীভাবে কাজে লাগবে? ইউক্রেনকে সংগঠিত করার জন্য? পুনরায় অস্ত্র দিতে? মানুষকে প্রশিক্ষণ দিতে? নাকি এর কোনোটিই নয়?’

কীভাবে এটি নিয়ন্ত্রণ করা হবে, সেটিও জানতে চান রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যুদ্ধ শেষ করার নির্দেশ কে দেবে? কী মূল্যে? কে সিদ্ধান্ত নেবে যে, দুই হাজার কিলোমিটারেও বেশি এলাকায় কে কোন সম্ভাব্য যুদ্ধবিরতি ভঙ্গ করেছে? এসব প্রশ্নের জন্য উভয় পক্ষের সূক্ষ্মভাবে কাজ দরকার। এসবের নীতি কে ঠিক করবে?’

এদিকে পুতিনের এই মত প্রকাশ ও প্রতিক্রিয়াকে ‘ধুর্ততা’ হিসেবে অভিহিত করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে রাশিয়ার তেল, গ্যাস ও ব্যাংক খাতে আরও কিছু নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর দাবি তুলেছেন।

জেলেনস্কি মনে করছেন, পুতিন সরাসরি না বলেননি। কিন্তু তিনি প্রত্যাখ্যানের প্রস্তুতি নিচ্ছেন। গত বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় নিজের মনোভাব তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

জেলেনস্কি বলেন, ‘পুতিন অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি বলতে ভয় পাচ্ছেন যে তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে চান এবং ইউক্রেনীয়দের হত্যা করতে চান।’ পুতিনের এত পূর্বশর্ত বেঁধে দেওয়ার ফলে কিছুই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পুতিনের মন্তব্য এবং এ বিষয়ে জেলেনস্কির প্রতিক্রিয়ার পরে এখন দুই পক্ষের মধ্যকার পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। ইউক্রেন দুই স্তরের একটি প্রক্রিয়া চায়। প্রথমে দ্রুত যুদ্ধবিরতি, পরে দীর্ঘমেয়াদি নিষ্পত্তির আলোচনা।

তবে রাশিয়া মনে করছে এই দুটি প্রক্রিয়া আলাদা করা সম্ভব না এবং সব সমস্যা একটি একক চুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। দুই পক্ষই নিজ নিজ চুক্তির পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।

ইউক্রেন রাজি হওয়ার পর ট্রাম্প বলেছিলেন, ‘বল এখন রাশিয়ার কোর্টে’ এবং তিনি আশা করেছিলেন যে মস্কো সঠিক কাজ করবে ও প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হবে। সূত্র: বিবিসি

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর সিগারেটের ছ্যাকা!

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পিএম
বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর সিগারেটের ছ্যাকা!
প্রতীকী ছবি

ভারতের উত্তরপ্রদেশে এক বাকপ্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণের পর সিগারেটের ছ্যাকাসহ নগ্ন ও জখম করে মাঠে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, উত্তরপ্রদেশের রামপুরে এ ঘটনা ঘটেছে। ১১ বছরের ওই কিশোরী মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আশপাশের সব জায়গায় খুঁজেও তার খোঁজ পায়নি । পরে বুধবার (১৬ এপ্রিল) বাড়ির পাশের একটি ফসলের খেতের মধ্যে অচতেন অবস্থায় তাকে পাওয়া গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া শরীরে কোনো কাপড় ছিল না।

শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, মেয়েটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মুখে ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। এমনকী গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা রয়েছে। সে কথা বলার মতো অবস্থায় নেই।

এর পর নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এফআইআর ও পকসো ধারায় মামলা করার পর অভিযুক্তের খোঁজ শুরু হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। অভিযুক্ত ওই গ্রামেরই বাসিন্দা। তাকে আটক করতে গেলে পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পাল্টা গুলি করলে তা অভিযুক্তের পায়ে লাগে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন বাড়ির সামনেই নাবালিকার সঙ্গে গল্প করছিল অভিযুক্ত।‌ এর পর তাকে তুলে নিয়ে চলে যায়। এ ঘটনার তদন্ত চলছে।

মেহেদী/

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ?

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৪২ পিএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পিএম
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ?
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এবার বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের প্রশাসনের দাবি মানতে অস্বীকৃতি জানানোর পর প্রতিষ্ঠানটিকে এই হুমকি দেয়া হয়। ছবি: সংগৃহীত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এবার বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের প্রশাসনের দাবি মানতে অস্বীকৃতি জানানোর পর প্রতিষ্ঠানটিকে এই হুমকি দেয়া হয়। 

বুধবার (১৬ এপ্রিল) হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম হার্ভার্ডকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তারা ইহুদি-বিদ্বেষের কাছে মাথা নত করছে।’

বুধবার (১৭ এপ্রিল) নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
 
ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টিকে তাদের নিয়োগ, ভর্তি এবং শিক্ষাদান নীতিমালায় পরিবর্তন আনতে হবে। প্রশাসনের মতে, এসব পদক্ষেপ ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ মোকাবেলায় সহায়ক হবে।

এদিকে ক্রিস্টি নোম তাদের কাছে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত নথিপত্র ও তাদের তথাকথিত ‘অবৈধ ও সহিংস কার্যক্রমের’ তথ্য থাকার দাবি করেন। 

চলতি শিক্ষাবর্ষে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা ২৭  শতাংশের বেশি। তবে ক্রিস্টি নোমের সর্বশেষ দাবির বিষয়ে হার্ভার্ড এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

সোমবার ( ১৪ এপ্রিল) হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো এক বার্তায় বলেন, ‘বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা ত্যাগ করবে না কিংবা তার সাংবিধানিক অধিকার ছাড়বে না।'

এরপর বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এছাড়া ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ ট্যাক্স ছাড় বাতিলের হুমকি দেন যার ফলে হার্ভার্ড প্রতি বছর কোটি কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হতে পারে।

এদিকে ট্রাম্প বুধবার তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘হার্ভার্ডকে আর সম্মানজনক কোন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ধরা উচিত নয়। একে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজের তালিকা থেকে বাদ দেওয়া উচিত। হার্ভার্ড এখন একটি তামাশা, যেখানে ঘৃণা ও মূর্খতা শেখানো হয়। এটি আর কোনও ফেডারেল ফান্ড পাওয়ার যোগ্য নয়।‘

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনপন্থি বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করে।তার সরকারের ‘অ্যান্টিসেমিটিজম টাস্ক ফোর্স’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৬০টি বিশ্ববিদ্যালয়কে পর্যালোচনার জন্য চিহ্নিত করেছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট

দিনা/

 

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পিএম
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে একাধিক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার কারণে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের হতে পারে বলে সতর্ক করেন ওয়াশিংটন ডিসি জেলা বিচারক জেমস বোয়াসবার্গ। ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই সরকারি বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দ্বন্দ্ব কেবলই ঘনীভূত হচ্ছে। 

আদালতের আদেশ অমান্য করে একাধিক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার কারণে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের হতে পারে বলে বুধবার (১৬ এপ্রিল) সতর্ক করেছেন ওয়াশিংটন ডিসি জেলা বিচারক জেমস বোয়াসবার্গ। 

এই প্রথমবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন কোনও বিচারক।

বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানায়।

বোয়াসবার্গ এক লিখিত রায়ে জানান, বিদেশি শত্রু আইন, ১৭৯৮ ব্যবহার করে অভিবাসীদের বিতাড়ন স্থগিত রাখতে আদেশ দেয় আদালত। কিন্তু সরকারি কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে তা অগ্রাহ্য করেছ, যা ফৌজদারি অপরাধের তালিকাভুক্ত।

ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ অগ্রাহ্য করার প্রমাণস্বরূপ এক্স হ্যান্ডেলের একটু টুইট সংযুক্ত করেন তিনি। অভিবাসীদের বিতাড়নের পর এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দেন, যেটাতে বোয়াসবার্গের স্থগিতাদেশটি সংযুক্ত ছিল। বুকেলে সেখানে কটাক্ষ করে লিখেন, আহ! দেরি হয়ে গেল ।

এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজের প্রোফাইল থেকে এই স্ট্যাটাস শেয়ার করেন। এই পোস্টের কথা উল্লেখ করে বোয়াসবার্গ লিখেন, আদালতের রায় অগ্রাহ্য করে সেটা আবার উল্লাসের সঙ্গে প্রচার করেন তারা।

১৭৯৮ সালের বিদেশি শত্রু আইন ব্যবহার করে গত মাসে একাধিক ব্যক্তিকে এল সাল্ভাদরের কারাগারে পাঠিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। তাদের বিরুদ্ধে অপরাধচক্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়। বিতাড়িতরা মার্কিন আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই পায়নি। 

এদিকে, অনেক বিতাড়িত ব্যক্তির স্বজনদের দাবি, তারা কেউই অপরাধচক্রে জড়িত নন।

এদিকে ট্রাম্প প্রশাসনের সম্মান বাঁচানোর পথও বাতলে দিয়েছেন বোয়াসবার্গ নিজেই। তিনি বলেন, আদেশ মান্য করলে এখনও অবমাননার অভিযোগ এড়াতে পারে ট্রাম্প প্রশাসন। আর এজন্য বিতাড়িত অভিবাসীদের আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে দাঁড়ানোর সুযোগ দিতে হবে। প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৩ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন বোয়াসবার্গ। 

ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতিকে চ্যালেঞ্জ করে এখন পর্যন্ত দেড় শতাধিক মামলা ঠোকা হয়েছে। ডেমোক্র্যাট ও অনেক আইন বিশেষজ্ঞের অভিযোগ, আদালতের রায় নিজেদের পক্ষে না গেলেই বিভিন্ন ছুতায় কালক্ষেপণ করছেন প্রশাসনিক কর্মকর্তারা। এভাবে বিচার বিভাগের স্বাধীনতার প্রতি তারা অবজ্ঞা প্রকাশ করছেন। সূত্র: রয়টার্স 

দিনা/

 

আল-শারার মাধ্যমে ইসরায়েল-সিরিয়া সুসম্পর্কের গোপন প্রতিশ্রুতি!

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পিএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম
আল-শারার মাধ্যমে ইসরায়েল-সিরিয়া সুসম্পর্কের গোপন প্রতিশ্রুতি!
সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে দাবি করেছেন ,ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি : সংগৃহীত

সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এই কূটনীতিকের দাবি, আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত আল-শারা যুক্তরাজ্যকে এই প্রতিশ্রুতি দেন।

গত ১৩ এপ্রিল সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে দাবি করেন, সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যকে আশ্বাস দেন যে, সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।

ক্রেইগ মারে জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সিরিয়া আনুষ্ঠানিকভাবে দখলদার রাষ্ট্রটিকে স্বীকৃতি দেবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে।

মারে বলেন, ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল-জোলানির এই পদক্ষেপের লক্ষ্য হলো পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা আনা এবং সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা।’

সাবেক এই ব্রিটিশ কূটনীতিক আরও বলেন, ‘আমি জিজ্ঞাসা করেছি যে, ইসরায়েলি দখলদার বাহিনীর সিরিয়া থেকে প্রত্যাহার এই চুক্তির অংশ কি না? আশ্চর্যের বিষয় হলো, কোনো পক্ষই বিষয়টি উত্থাপন করেনি। যুক্তরাজ্য এটিকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখে। আল-জোলানিও ইসরায়েলি প্রত্যাহারকে অগ্রাধিকার দিচ্ছেন বলে মনে হয় না।’

ক্রেইগ মারে আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডিরেক্টরেট জেনারেল ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ বিশ্বাস করে, আল-জোলানির অন্তর্বর্তী সরকারের অবস্থান গত ১৭ মার্চ ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ প্লেজিং কনফারেন্সে দেওয়া প্রতিশ্রুতিগুলোর সঙ্গে সংগতিপূর্ণ।

এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে আলভি ও খ্রিষ্টান সম্প্রদায়কে সরকারে অন্তর্ভুক্ত করা এবং নারীদের মন্ত্রী পদে নিয়োগ দেওয়া। তবে মন্ত্রিসভা মূলত আল-জোলানির অনুসারী নিয়ন্ত্রিত। কারণ, তারাই প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ ও স্বরাষ্ট্রের মতো প্রায় সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রীর মধ্যে মাত্র তিনজন সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন এবং মাত্র একজন নারী। এ ছাড়া একজন কুর্দি, একজন আলভি ও একজন দ্রুজ আছেন। 

ব্রাসেলসের এই সম্মেলনে সিরিয়ার জন্য সাড়ে ৫ মিলিয়ন ইউরো ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, যার অর্ধেক সরাসরি ইইউ থেকে আসবে।

মারে অভিযোগ করেন, আল-জোলানি সিরিয়ায় কর্মরত ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ ও যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর সমর্থন পাচ্ছেন। 

তিনি মনে করেন, পশ্চিমা পৃষ্ঠপোষকদের চূড়ান্ত লক্ষ্য হলো আল-জোলানির ইসরায়েলপন্থি সরকারের অধীনে ক্ষমতা সুসংহত করা এবং পরে হায়াত তাহরির শামের মধ্যে থাকা আরও উগ্রপন্থি গোষ্ঠীগুলোকে দমন করা। সূত্র: মিডল ইস্ট মনিটর

দিনা/অমিয়/

ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৪ ফিলিস্তিনি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০০ পিএম
ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৪ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৪ ফিলিস্তিনি নিহত এবং আহত হন আরও প্রায় একশতাধিক। নিহতের মোট সংখ্যা ইতোমধ্যেই ৫১ হাজার ছাড়িয়ে গেছে।

যুদ্ধবিরতি স্থির করে ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১৬৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। 

বুধবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২৫ জনে পৌঁছেছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ৮৯ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৪৩২ জনে পৌঁছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে হামাসের সাথে মতবিরোধের জেরে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে আবার গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬৫২ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৪ হাজার ৪০০ জন আহত হন। 

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি 

দিনা/