
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে স্পেসএক্স ক্রু-১০ উৎক্ষেপণ করা হয়েছে।
ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার ( ১৫ মার্চ) ভোর ৪টা ৩৩ মিনিটে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটির সফল উৎক্ষেপণ হয়।
জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকা প্রবীণ নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের প্রত্যাবর্তনকে সহজ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মিশনটি মূলত বুধবার (১২ মার্চ) পরিচালনা করার কথা ছিল। কিন্তু কিছু কারিগরি সমস্যার কারণে এটি বিলম্বিত হয়।
নাসা এবং ইলন মাস্কের স্পেসএক্সের যৌথ উদ্যোগে ক্রু-১০ উৎক্ষেপণ হাইড্রলিক সিস্টেমের সমস্যায় পিছিয়ে যায়। মহাকাশযানটিতে নাসা, জাপান ও রাশিয়ার চার নভোচারী রয়েছেন। তারা হলেন- নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।
ফ্যালকন-৯ রকেটটি উৎক্ষেপণের সময় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ছিল সন্ধ্যা ৭টা ৩ মিনিট। নাসা এই বিশেষ মুহূর্তের ভিডিও তাদের অফিশিয়াল পেজে পোস্ট করে। ধারণা করা হচ্ছে, ক্রু-১০ সুনীতাদের নিয়ে ১৯ মার্চের পর পৃথিবীতে ফিরে আসবে।
গত বছরের জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু তারা যে মহাকাশযানে চড়ে গিয়েছিলেন, সেটির বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যার কারণে তাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
পরে নাসা সিদ্ধান্ত নেয়, ওই মহাকাশযানে সুনীতারা ফিরবেন না। এ কারণে সেটি খালি অবস্থাতেই পৃথিবীতে ফিরে আসে। এভাবেই মহাকাশে আটকে পড়েন সুনীতা, বুচ। তাদের আট দিনের মহাকাশ সফর ৯ মাস দীর্ঘায়িত হয়। অবশেষে তারা ফিরতে চলেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
দিনা/অমিয়/