
বিগত ২০২০-২৪ সময়কালে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ইউক্রেন। গত চার বছর ধরে বিশ্বজুড়ে যে অস্ত্র রপ্তানি হয়েছে, তার ৯ শতাংশই হয়েছে ইউক্রেনে। যুদ্ধরত দেশটিতে ২০১৫-১৯ সালের পরিসংখ্যানের তুলনায় আমদানি প্রায় শতগুণ বেড়েছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। আর ভারতকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে রাশিয়া।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের (এসআইপিআরআই) রিপোর্ট অনুযায়ী, বিশ্বে মারণাস্ত্র কেনাবেচার পরিমাণ একই আছে, কেবল যারা সবচেয়ে বেশি অস্ত্র কিনছে তাদের নাম বদল হয়েছে। বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির এই চিত্র ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় একই।
২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। সম্প্রতি তারা অস্ত্র আমদানির পরিমাণ অনেকগুণ বাড়িয়েছে। একই সময়ে ইউরোপের দেশগুলোতে অস্ত্র কেনার পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ। এটি মূলত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের একটি প্রভাব।
এসআইপিআরআই’র রিপোর্ট বলছে, রাশিয়া আক্রমণ করতে পারে, এই ভয় থেকেই ইউরোপ বেশি অস্ত্র কিনছে। এর আগে যারা সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করত সেই সৌদি আরব, ভারত, চীন ওই সময়ের মধ্যে অস্ত্র কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে।
রিপোর্ট বলছে, ৩৫টি দেশ ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। তার মধ্যে ৪৫ শতাংশ অস্ত্র গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া জার্মানি ১২ শতাংশ এবং পোল্যান্ড ১১ শতাংশ অস্ত্র দিয়েছে।
অন্যদিকে, বিশ্বে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এক নম্বরে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তারা ১০৭টি দেশকে অস্ত্র দিয়েছে। বিশ্বজুড়ে মোট অস্ত্র রপ্তানির ৪৩ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে হয়। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের তুলনায় তাদের অস্ত্র রপ্তানির পরিমাণ চারগুণেরও বেশি।
এছাড়া ২০১৫ থেকে ২০২৪-এর মধ্যে রাশিয়ার অস্ত্র রপ্তানির পরিমাণ ৬৩ শতাংশ কমে গেলেও দেশটি ২০২১ ও ২০২২ সালে চীন ও ভারতকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে। সুত্র: দ্য হিন্দু
দিনা/অমিয়/