
পাকিস্তানের বেলুচিস্তানের নশকি অঞ্চলে আধা সামরিক বাহিনীর দলকে উদ্দেশ করে সংঘটিত একটি আত্মঘাতী বোমা হামলায় সাতজন প্রাণ হারিয়েছেন।
রবিবারের (১৬ মার্চ) এই খবর স্থানীয় কর্তৃপক্ষের বরাতে নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। নিহতদের মধ্যে তিনজন দেশটির আধাসামরিক বাহিনীর সদস্য বলেও জানা গেছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৪৩ জন।
স্থানীয় কর্তৃপক্ষের ধারণা বেলুচিস্তানে তৎপর স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই বোমা হামলার জন্য দায়ী।
পাকিস্তানের সেনা শাখার (আইএসপিআর) জানায়, আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক দ্রব্যসহ একটি গাড়ি সেনাবাহিনীর প্রতিনিধি দলের কাছাকাছি এনে সংঘর্ষ ঘটায়।
নশকি অঞ্চলের পুলিশ প্রধান হাশিম মোমান্দ এ প্রসঙ্গে জানান, হামলায় আহতদের মধ্যে ৩০জনই সামরিক সদস্য। এ ছাড়া স্থানীয় হাসপাতালগুলোতে বেশ কয়েকজন সংকটাপন্ন অবস্থায় থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।
এদিকে হামলার পর অঞ্চলটিতে নিরাপত্তা আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের অভিযানে জঙ্গি সন্দেহে তিনজন নিহত হয়েছেন।
সম্প্রতি বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাক করে অন্তত ৩১ জনকে হত্যা করেছে বিএলএ। জবাবে জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছেন বিএলএ’র ৩৩ সদস্য।
রবিবারের বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, ‘বেলুচিস্তানের শান্তি নিয়ে যারা ছেলেখেলা করছে, তাদের করুণ সমাপ্তি নিশ্চিত করা হবে।’
বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সম্প্রতি সহিংসতায় ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। নিয়মিত অঞ্চলগুলোতে অতর্কিত হামলা পরিচালনা করা হচ্ছে। বিএলএ’র পাশাপাশি আরেক সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) অপতৎপরতায় অঞ্চলগুলোর নিরপত্তা ব্যবস্থা খুব নাজুক পরিস্থতিতে রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
নাইমুর/