ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত পুতিন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৩৫ এএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১১:০১ এএম
শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ভ্লাদিমির পুতিন আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হলেন। আপাতত ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর উপর হামলা বন্ধ রাখতে তিনি রাজি হয়েছেন। 

মঙ্গলবারে (১৮ মার্চ) আলোচনা অনুযায়ি, এই যুদ্ধবিরতি চলবে ৩০ দিন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ী শান্তিচুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেও পুতিন এর অনুমোদন দিতে অস্বীকৃতি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন জানায়, তারা এই সীমিত চুক্তিকে সমর্থন করবে। এই সময়ে দুই দেশ এক মাসের জন্য পরস্পরের জ্বালানি অবকাঠামোর উপর হামলা থেকে বিরত থাকবে। 

তবে বিশ্লেষকরা মনে করেন, পুতিন বড় কোনো ছাড় না দিয়ে সময় কেনার পথে হাঁটছেন, কারণ রুশ সেনারা পূর্ব ইউক্রেনে আরও ভূখণ্ড দখলের কাজ অব্যাহত রেখেছে।

এদিকে, হোয়াইট হাউস জানায়, কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনা খুব শিগগিরই শুরু হবে। গত মঙ্গলবার ট্রাম্প ও পুতিনের দীর্ঘ ফোনালাপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই আলোচনায় ইউক্রেন অংশ নেবে কি না, সেটি অস্পষ্ট। 

ট্রাম্পের মুখপাত্র স্টিভ উইটকফ জানান, এই আলোচনা ২৩ মার্চ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে।

উইটকফ মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে বলেন, ‘এখন পর্যন্ত দুটি বিষয়ে - জ্বালানি ও অবকাঠামো যুদ্ধবিরতি এবং কৃষ্ণসাগরে হামলা বন্ধে কোনো ঐকমত্য ছিল না। আজ আমরা সেই পর্যায়ে পৌঁছেছি এবং এখান থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি পর্যন্ত পথ খুব বেশি দূরে নয়।’

তবে ক্রেমলিনের পক্ষ থেকে উইটকফের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

ক্রেমলিন জানায়, ট্রাম্পের সঙ্গে কথা বলার পর পুতিন রুশ সেনাদের জ্বালানি স্থাপনাগুলোর উপর হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তবে তিনি আশঙ্কা প্রকাশ করছেন, সাময়িক যুদ্ধবিরতি ইউক্রেনকে পুনরায় অস্ত্র সংগ্রহ ও সেনা মোতায়েনের সুযোগ এনে দেবে। 

সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো সমাধানের জন্য ইউক্রেনে সব ধরনের সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করা আবশ্যক। সূত্র: ফক্স নিউজ

দিনা/অমিয়/

আদালতের হস্তক্ষেপে ট্রাম্পের ভয়েস অব আমেরিকা বন্ধের প্রচেষ্টা ব্যর্থ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩৬ এএম
আদালতের হস্তক্ষেপে ট্রাম্পের ভয়েস অব আমেরিকা বন্ধের প্রচেষ্টা ব্যর্থ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা বন্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন এক মার্কিন বিচারক। ভয়েস অব আমেরিকার কার্যক্রম বন্ধে ট্রাম্পের উদ্যোগকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের এই বিচারক। 

বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো।

সংবাদমাধ্যমটি বলছে, ভয়েস অব আমেরিকার কার্যক্রম বন্ধে ট্রাম্পের উদ্যোগকে বেআইনি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। মার্কিন ফেডারেল এই বিচারক জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেআইনিভাবে ভয়েস অব আমেরিকার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

কংগ্রেস-গঠিত এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এই আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি ৮৩ বছর ধরে বিশ্বজুড়ে সংবাদ প্রচার করে আসছে।

মঙ্গলবার ( ২১ এপ্রিল) দেওয়া এই রায়ে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক রয়স ল্যাম্বার্থ নির্দেশ দেন, ট্রাম্প প্রশাসন যেন ভয়েস অব আমেরিকার পূর্বের সক্ষমতা পুনরায় ফিরিয়ে আনে—বাজেট কাটছাঁট এবং ব্যাপক কর্মী ছাঁটাইয়ের আগে যেভাবে সংবাদমাধ্যমটি কাজ করছিল।

এর আগে গত মার্চের মাঝামাঝিতে ভয়েস অব আমেরিকার ১৩০০ জনেরও বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।ট্রাম্প প্রশাসনের অভিযোগ, সংবাদমাধ্যমটি 'বামপন্থি পক্ষপাতিত্ব' করে কাজ করছে এবং যথেষ্ট 'আমেরিকানপন্থি' নয়। তবে ভয়েস অব আমেরিকার আইনজীবীরা বলেন, তারা সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং বস্তুগত সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।

ভয়েস অব আমেরিকা ছাড়াও বিচারক ল্যাম্বার্থ আরও দুটি সংবাদমাধ্যম — রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কস — যারা একইভাবে রাষ্ট্রীয় অর্থায়নে চলে, সেগুলোর সক্ষমতাও ফিরিয়ে আনার নির্দেশ দেন। তবে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং ওপেন টেকনোলজি ফান্ড–এর ক্ষেত্রে একই রকম আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক।

রায়ে বিচারক বলেন, ভয়েস অব আমেরিকা বন্ধের পেছনে ছিল 'অবিবেচনাপ্রসূত, তড়িঘড়ি করে নেওয়া সিদ্ধান্ত', যা প্রমাণ করে প্রশাসনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী প্রতিষ্ঠান পুনর্গঠন করা।

পক্ষান্তরে ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা এমন প্রতিষ্ঠানগুলোকে 'বামপন্থি' কিংবা 'আমেরিকাবিরোধী' মনে করে বাজেট কাটছাঁট করছেন এবং আদর্শিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কিন্তু এই রায়কে মিডিয়া কর্মীদের সংগঠন একটি 'শক্তিশালী বার্তা’ হিসেবে দেখছে, যা স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব ধরে রাখতে এব গণতন্ত্র রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমীকা পালন করবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার জবাব দিতে ভয়েস অব আমেরিকা গঠিত হয়। স্নায়ু যুদ্ধকালেও এটি বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ তুলে ধরার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। যদিও অতীতের এই ধরনের কর্মকাণ্ডের কারণে অনেকেই ভয়েস অব আমেরিকাকে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা প্রচারের মাধ্যম হিসেবে সমালোচনা করেন। তবে সংস্থাটি এখনও গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের নিরপেক্ষতা রক্ষার দাবি করে থাকে। সূত্র: পলিটিকো


দিনা

ভারতে আরও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির আগ্রহ যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩০ এএম
ভারতে আরও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির আগ্রহ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভারতের কাছে আরও জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে চায় বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বর্তমানে চার দিনের সফরে ভারতে রয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) ভ্যান্স ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক পুরো শতককে নতুন রূপ দেবে।

ভারতের উত্তর-পশ্চিমের শহর জয়পুরে ভ্যান্স বলেন, ‘যদি ভারত ও যুক্তরাষ্ট্র একত্রে সফলভাবে কাজ করে, তাহলে আমরা সমৃদ্ধ ও শান্তিপূর্ণ একটি ২১ শতক দেখব।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আমি বিশ্বাস করি যে যদি আমরা একত্রে সফলভাবে কাজ করতে ব্যর্থ হই, ২১ শতক সমগ্র মানবজাতির জন্যই অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন সময়ে পরিণত হবে।’

গত সোমবার ভ্যান্স একাধিকবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেন। রয়টার্সের প্রতিবেদন বলছে, ভ্যান্সের এ সফরকে ব্যক্তিগত হিসেবেই ধরা হচ্ছে। তার সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তান এসেছে। তাদের তাজমহলসহ ভারতের বিভিন্ন স্থান ঘুরে দেখার কথা রয়েছে। জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান।

এমন একটি সময়ে এ সফর হচ্ছে, যখন ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পথ খুঁজছে। দেশটি চাইছে যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করুক। ভ্যান্স জয়পুরে বক্তব্য রাখার সময় বলেন, প্রধানমন্ত্রী মোদি দরকষাকষির ক্ষেত্রে বেশ কড়া। তিনি কঠিন শর্ত রাখেন। ভ্যান্সের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় দর্শক সারিতে উপস্থিতদের হাসতে দেখা যায়।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত সোমবার স্যান ফ্রান্সিসকোতে বলেন, ভারত প্রত্যাশা করছে শরত নাগাদ বাণিজ্য চুক্তির প্রথম অংশ ইতিবাচকভাবে সম্পন্ন হবে। এদিকে, ভ্যান্স উল্লেখ করেছেন যে তার ও মোদির বাণিজ্য সংক্রান্ত আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। তিনি নিশ্চিত করেন যে দুই পক্ষ বাণিজ্য আলোচনার চুক্তির শর্ত চূড়ান্ত করবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, এটি আমাদের দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার একটি রোডম্যাপ তৈরি করে দিচ্ছে। সূত্র: রয়টার্স 

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৩

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ এএম
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৩
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৩। ছবি: সংগৃহীত

পাকিস্তানে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। দেশটির সিন্ধু প্রদেশের পার্বত্য অঞ্চলে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। 

এএফপির প্রতিবেদন বলছে, গত সোমবার রাতে সিন্ধু প্রদেশের জামশোরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

জামশোরোর ডেপুটি কমিশনার (ডিসি) গজনফর কাদরি জানান, যাত্রীরা বেলুচিস্তান থেকে বাদিনে ফিরছিলেন এবং তাদের বেশির ভাগই কোহলি সম্প্রদায়ের সদস্য। 

তিনি আরও জানান, গাড়ির ‘ব্রেক ফেইল’ করায় চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে এবং আহতদের নিকটবর্তী একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে সিন্ধু প্রদেশের শেহয়ান শহরে এক দিনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। সে ঘটনায় ১৬ জন নিহত হন। আহত হন ৪৫ জন। সূত্র: এএফপি

ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ২৫

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ এএম
ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ২৫
গাজায় ইসরায়েলির হামলা। ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর থেকে গাজায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন গাজার খান ইউনিসে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। ইসরায়েলের হামলায় সৃষ্ট আগুন থেকে দগ্ধ হন তারা।

গাজা সিটির পশ্চিমাংশেও হামলা হয়েছে। সেখানে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকাটির জাবালিয়া শরণার্থী শিবিরের তাঁবুতে হামলা হয়েছে। সেখানে স্বামী, স্ত্রী ও তাদের তিন শিশুসন্তান মারা গেছেন। 

জাবালিয়ার নগর কর্তৃপক্ষের গ্যারেজেও হামলা চালানো হয়েছে। সেখানে ট্রাক ও বুলডোজার ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-জাজিরার খবর বলছে, ওই ট্রাক ও বুলডোজার ব্যবহার করে ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ সরানো হচ্ছিল।  

গাজার রাফা শহরের উত্তরাংশে এখনো অনেক পরিবার আটকা পড়ে আছে। রেড ক্রিসেন্টের গাড়ি তাদের উদ্ধার করতে যেতে চেয়েছিল। কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে রেড ক্রিসেন্টের গাড়ি প্রবেশের অনুমতি দেয়নি।  

আল-জাজিরার খবর বলছে, রাতজুড়ে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজা সিটির পূর্ব অংশে বাড়িঘর ধসিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেগুলো অবশ্য নিয়ন্ত্রিত ও পূর্বপরিকল্পিত পন্থায় ধ্বংস করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫১ হাজার ২৪০ জন মারা গেছেন। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৩১ জন। গাজার গণমাধ্যম দপ্তর বলছে, মৃতের সংখ্যা হবে ৬১ হাজার ৭০০-এরও বেশি। উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপের নিচে থাকা নিখোঁজ ব্যক্তিদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করেছে দপ্তরটি।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিরা

ইসরায়েলি পুলিশের সঙ্গে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে উঠে এসেছিল বিষয়টি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ইসরায়েলিরা দলবদ্ধভাবে আসেন এবং প্রাঙ্গণে ঘুরে ঘুরে ফিলিস্তিনিদের উসকানি দেওয়ার চেষ্টা করেন। পূর্ব জেরুজালেমজুড়ে ইসরায়েলি বাহিনীর অনেক সদস্যকে মোতায়েন করা হয়েছে। আল-আকসার প্রতিটি ফটকে ইসরায়েলি কর্মকর্তারা রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ওয়াফাকে জানান, পুরো এলাকাটি দেখে সামরিক ব্যারাক বলে মনে হয়। ইসরায়েলি পুলিশ মসজিদে প্রবেশের বিষয়ে ফিলিস্তিনিদের ওপর কড়াকড়ি আরোপ করেছে, অনেককে প্রবেশও করতে দিচ্ছে না। সূত্র: আল-জাজিরা

কাশ্মীরে হামলা: সৌদি সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মোদি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩১ এএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ এএম
কাশ্মীরে হামলা: সৌদি সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মোদি
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। জম্মু-কাশ্মীরে এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন। উপত্যকাটির অনন্তনাগ বিভাগের পেহেলগাঁও-এ হামলার ঘটনা ঘটে।  

বুধবার (২৩ এপ্রিল) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, ভারতে ফিরে নরেন্দ্র মোদি আজ দিল্লিতে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। এই বৈঠকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

মঙ্গলবারের (২২ এপ্রিল) এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এনডিটিভি বলছে, মোদি বুধবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান। তার সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল, তবে কাশ্মীরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদির সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান।

সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন, ‘এই সফরে কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এ হামলার নিন্দা জানান। সন্ত্রাসবিরোধী সহযোগিতায় ভারত ও সৌদি আরব একসাথে কাজ করছে।‘

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নিন্দা জানান এবং তিনি মোদির সঙ্গে ফোনে কথা বলবেন বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানান।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন- ‘কাশ্মির থেকে আসা খবরে আমরা শোকাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।‘ সূত্র: এনডিটিভি

দিনা/অমিয়/