ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ইউক্রেন ইস্যুতে বেকায়দায় ট্রাম্প

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:১১ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম
ইউক্রেন ইস্যুতে বেকায়দায় ট্রাম্প
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। ইনসেটে আলোচনারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ মার্চ) পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার ফোনালাপকে তিনি ‘বেশ কার্যকর’ দাবি করলেও রুশ প্রেসিডেন্টের সুর খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিল না। ইউক্রেন ইস্যুতে পুতিনের অবস্থানে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এই ধারণার প্রতিফলন ক্রেমলিনের বক্তব্যেই স্পষ্ট হয়। আগামী ৩০ দিন ইউক্রেনের জ্বালানীবহরে আক্রমণ থামাতে রাজি হলেও পুরোপুরি যুদ্ধবিরতিতে সম্মত নয় রাশিয়া। অথচ নির্বাচনী প্রচারণায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি বেশ জোর গলায়ই দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে কিছুটা বেকায়দায় পড়েছেন তিনি।

আলোচনায় পুতিনের দাবি ছিল, ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ করতে হবে। পুতিনের এই প্রস্তাব মেনে নিলে ইউক্রেন যে প্রতিরক্ষা খাতে চরম দুর্বলতায় জর্জরিত হয়ে পড়বে তা সহজেই অনুমেয়।

এদিকে চলমান সহিংসতার পুরো দায় ইউক্রেনকেই দিয়েছে ক্রেমলিন।

এর আগে ইউক্রেনের সম্মতি সাপেক্ষে রাশিয়ার কাছে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে আংশিক যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করেছেন পুতিন। এতে মার্কিন গোয়েন্দা সংস্থার শঙ্কাই প্রমাণ হলো। তারা জানিয়েছিলন, পুতিন যুদ্ধবিরতির নামে পুনরায় তীব্রতর সহিংসতার পাঁয়তারা করছেন। 

এ অবস্থায় কিছুটা বেকায়দায় পড়েছেন ট্রাম্প। তার সামনে এখন দুটো পথ খোলা: হয় তিনি পুতিনের কথা মেনে ইউক্রেনকে আরও চাপ দেবেন অথবা আর্থিক নিষেধাজ্ঞার মাধ্যমে পুতিনকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি করাবেন। প্রথম পথে গেলে যুক্তরাষ্ট্রের পুরোনো ইউরোপীয় বন্ধু যুক্তরাজ্য ও ফ্রান্স খেপবে।

ইউরোপ চায়, শান্তিচুক্তির মাধ্যমে ইউক্রেনে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে। এই প্রস্তাব বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে দেশগুলো সামরিক ও গোয়েন্দা সহায়তা দিতেও প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলছেন, ‘বাধা ছাড়া চূড়ান্ত শান্তি আসে না।’

এতদসত্ত্বেও, পুতিনকে প্রায় জিতিয়েই দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘পুনর্গঠনের’ ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের এসব মন্তব্যের কারণে ইউক্রেন আরও নাজুক কূটনৈতিক গ্যাঁড়াকলে পড়েছে।

এই পরিস্থিতিতে ট্রাম্পের জোর জবরদস্তির লোক দেখানো যুদ্ধবিরতি আসলেই ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনে নাকি ইউরোপের বুকে গাজার প্রতিচ্ছবি দেখতে যাচ্ছে বিশ্ব- এটা সময়ের কাছে ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

মোবাইল কেড়ে নেওয়ায় শিক্ষিকাকে জুতাপেটা ছাত্রীর

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম
মোবাইল কেড়ে নেওয়ায় শিক্ষিকাকে জুতাপেটা ছাত্রীর
ছবি: সংগৃহীত

মোবাইল কেড়ে নেওয়ায় এক কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করছেন তারই ছাত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে।

ভিডিওতে দেখা যায়, কলেজ চত্বরে ফোনে কথা বলছেন এক কলেজপড়ুয়া। এক অধ্যাপিকা সেখানে পৌঁছে ওই পড়ুয়ার কাছ থেকে ফোন কেড়ে নেন। সঙ্গে সঙ্গে অধ্যাপিকাকে ফোন ফেরত দিতে বলেন তরুণী। কিন্তু অধ্যাপিকা তার কথায় পাত্তা না দিয়ে চলে যায়। এতে রেগে গিয়ে প্রথমে অশ্লীল অঙ্গভঙ্গি ও পরে অধ্যাপিকাকে পায়ের জুতা খুলে তা দিয়ে পেটাতে থাকেন। ওই শিক্ষিকা প্রতিরোধ করলে চড়-থাপ্পড়ও মারতে থাকেন ওই ছাত্রী। এর পর কয়েক জন এসে তাকে থামায়।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘এম.ইন্দ্রসেনরেড্ডি’ নামে এক্স অ্যাকাউন্ট থেকে। ভাইরাল ভিডিওটি নিয়ে নিন্দার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে।

>ভিডিও

মেহেদী/

সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ কেমন আছেন?

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১২ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম
সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ কেমন আছেন?
সৌদি রাজপুত্র আল-ওয়ালিদ বিন খালেদ। ২০০৫ সালে সড়ক দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে প্রায় ১৯ ধরে কোমায় । ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে তিনি ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত। প্রায় ১৯ ধরে তিনি কোমায় আছেন। ২০০৫ সালে লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে অচেতন হওয়ার পর সৌদির রাজপুত্র আল-ওয়ালিদ বিন খালেদের  আর তার জ্ঞান ফেরেনি।

চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে প্রাণ আছে। তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল ও মা প্রিন্সেস রীমা বিনত তালাল এখনও আশা ধরে রেখেছেন, ছেলে একদিন চোখ মেলে তাকাবে। প্রিন্স খালেদ আগেও একাধিকবার বলেন, তিনি কখনই ছেলের লাইফ সাপোর্ট খুলে নেবেন না। এটি ‘আল্লার ইচ্ছা‘র উপর ছেড়ে দেওয়া উচিত বলে তিনি মনে করেন। প্রিন্সেস রীমাও বলেন, তার মনে হয়, ছেলের আত্মা এখনও তাদের সঙ্গে রয়েছে, সব টের পাচ্ছে।

এ মাসেই ৩৬ বছর বয়সে পা দিলেন সৌদি আরবের এই ঘুমন্ত রাজপুত্র আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। গত ১৮ এপ্রিল ছিল রাজপুত্রের জন্মদিন। বিগত প্রায় ১৯টি বছরের মতো এবারও তার জন্মদিন কাটল কোমাতেই। ২০০৫ সালে লন্ডনে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। এরপর থেকেই তিনি কোমায় রয়েছেন।

চিকিৎসকেরা প্রথম থেকেই জানিয়েছেন, তার অবস্থা সংকটজনক ও অপরিবর্তিত। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। একটি ভেন্টিলেটর তার শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে এবং একটি ফিডিং টিউবের মাধ্যমে তাকে খাওয়ানো হয়। কিন্ত তার মস্তিষ্ক কাজ করে না।

বর্তমানে রিয়াধের কিং আবদুল আজিজ মেডিক্যাল সিটিতে পূর্ণকালীন চিকিৎসা সহায়তায় রাখা হয়েছে রাজপুত্রকে। প্রতিদিন তাকে ঘিরে থাকেন চিকিৎসক ও নার্সদের একটি টিম।

২০১৯ সালে রাজপুত্রের শারীরিক অবস্থায় সামান্য পরিবর্তনের কিছু ইঙ্গিত দেখা যায়। এসময় তার আঙুল সামান্য নড়ে ওঠে এবং মাথা সামান্য সরে। যদিও তারপর থেকে আর কোনও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

তার জন্মদিনে সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা ও শুভেচ্ছা জানান। সূত্র: ইন্ডিয়া টুডে

দিনা

কাশ্মীরে হামলাকারীদের কয়েকজনের পরিচয় শনাক্ত

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৫ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম
কাশ্মীরে হামলাকারীদের কয়েকজনের পরিচয় শনাক্ত
বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত করা হামলাকালীদের স্কেচ। ছবি: দ্য হিন্দুস্থান টাইমস

ভারতের কাশ্মীরের পাহালগামে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ হামলায় ২৬ জন নিহত এবং আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস। 

পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সন্দেহভাজনদের নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। তাদের কোড নামও ছিল যথাক্রমে- মুসা, ইউনুস এবং আসিফ। তারা পুঞ্চে সন্ত্রাস সম্পর্কিত ঘটনায় জড়িত ছিল।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তায় স্কেচগুলি প্রস্তুত করা হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ সন্দেহ করছে যে, হামলাকারীরা জম্মুর কিশতওয়ার থেকে দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগ হয়ে বৈসরনে পৌঁছে সাম্প্রতিক বছরগুলিতে উপত্যকায় ভয়াবহ হামলা চালাতে পারে।

পিটিআইয়ের প্রতিবেদনের বলা হয়েছে, পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর একটি ছায়া সংগঠন ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’ এই হামলার দায় স্বীকার করেছে। দেশের অনেকেই এই হামলার জন্য পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস

সুমন/

ভুল করে পোপের মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছিল ইসরায়েল!

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম
ভুল করে পোপের মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছিল ইসরায়েল!
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শোকবার্তা প্রকাশের পর তা আবার মুছে দেয় ইসরায়েল। ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শোকবার্তা প্রকাশের পর তা আবার মুছে দেয় ইসরায়েল। দেশটির একটি সংবাদপত্রের দাবি , গাজা যুদ্ধ নিয়ে প্রয়াত পোপের নীতিগত অবস্থানের সঙ্গে এই পদক্ষেপের সম্পর্ক রয়েছে। 

বুধবার ( ২৩ এপ্রিল) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের অফিসিয়াল পেইজ থেকে সোমবার ( ২১ এপ্রিল) লেখা হয়, ‘আপনার আত্মা শান্তি পাক, পোপ ফ্রান্সিস। আপনার জীবনাদর্শ আমাদের জন্য এক আশীর্বাদ হয়ে থাকুক।‘

এর কিছুক্ষণ পর শোকবার্তাটি হাওয়া হয়ে যায়। এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বয়ানে দ্য জেরুজালেম পোস্ট জানায়, ‘প্রয়াত পোপ একাধিকবার ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছেন দাবি করে ওই কর্মকর্তা বলেন, শোকবার্তাটি ভুলে প্রকাশ করা হয়।‘

সামাজিক যোগাযোগমাধ্যমের এই পেইজটি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে। পোপের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার বিষয়ে যোগাযোগ করা হলে রয়টার্সের অনুরোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাড়া দেওয়া হয়নি।

গত নভেম্বরে ফ্রান্সিস বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় কোনও গণহত্যা সংঘটিত হচ্ছে কিনা, আন্তর্জাতিক সম্প্রদায়ের তা খতিয়ে দেখা উচিত। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে নিয়ে সেবারই প্রথম স্পষ্ট সমালোচনা করেন তিনি।

চলতি বছর জানুয়ারিতেও পোপ বলেন, গাজার মানবিক পরিস্থিতি লজ্জাজনক হয়ে উঠেছে। তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রোমের প্রধান র‍্যাবাই (ইহুদিদের ধর্মযাজক) বলেন, ফ্রান্সিস পক্ষপাতমূলক সমালোচনা করছেন।

এদিকে, পোপের মহাপ্রয়াণে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র: রয়টার্স
দিনা

 

মরণোত্তর  ‘মহাপুরুষ’ খেতাব পাচ্ছেন ‘গডস ইনফ্লুয়েন্সার’ খ্যাত কিশোর

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৪ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০১:৩৯ পিএম
মরণোত্তর  ‘মহাপুরুষ’ খেতাব পাচ্ছেন ‘গডস ইনফ্লুয়েন্সার’ খ্যাত কিশোর
ইতালীয় বংশজাত ব্রিটিশ ১৫ বছরের কিশোর কার্লো 'গডস ইনফ্লুয়েন্সার' বলে বিখ্যাত। ২০২৪ সালে তাকে মরণোত্তর সেন্ট মর্যাদা দিতে নির্বাচিত করেন প্রয়াত পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

প্রয়াত পোপ ফ্রান্সিসের নির্বাচিত ‘গডস ইনফ্লুয়েন্সার’ খ্যাত কার্লো অ্যাকুতিস মরণোত্তর ‘সেন্ট’ বা সিদ্ধ পুরুষের সম্মাননা দেওয়া হবে আগামী রবিবার (২৭ এপ্রিল)।

কাউকে সেন্ট ঘোষণা করতে গেলে তার মধ্যে অন্তত দুটি অলৌকিক বা ঐশ্বরিক ক্ষমতা থাকার প্রয়োজন। এটা পরীক্ষার পর খোদ পোপ এই স্বীকৃতি দেন। সেই অনু্যায়ী শনিবার (২৬ এপ্রিল) তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে সেন্ট করার কথা ছিল খোদ পোপের। কিন্তু তার আকস্মিক প্রয়াণে অনুষ্ঠানটি একদিন পিছিয়ে দেওয়া হয়।

ইতালীয় বংশজাত ব্রিটিশ ১৫ বছরের কিশোর কার্লো ‘গডস ইনফ্লুয়েন্সার’ নামেই বিখ্যাত। ২০২৪ সালে তাকে মরণোত্তর সেন্ট মর্যাদা দিতে নির্বাচিত করেন প্রয়াত পোপ ফ্রান্সিস।

২০০৬ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় কার্লোর। এরপর প্রতিদিন কয়েক হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বী ভক্ত ইতালির আসসিসি শহরে অ্যাকুতিসের সমাধি দেখতে যান। গেল বছর প্রায় ১০ লক্ষ ভক্ত তার সমাধিতে ফুল দিয়ে আসেন।
  
কি এমন অলৌকিক বা ঐশ্বরিক ক্ষমতা আছে কার্লো অ্যাকুতিসের যার জন্য তাকে খোদ পোপ সেন্ট মর্যাদা দিতে নির্বাচিত করেন?

১) কোস্টারিকার এক তরুণী বাইসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। বলা হয়, ঐশ্বরিক ক্ষমতায় তাকে প্রায় মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনেন কার্লো। দুর্ঘটনার পর চিকিৎসকরা ভ্যালেরিয়া ভালভার্দে নামে ২১ বছরের ওই তরুণীর বাড়ির লোককে জানিয়ে দেন তিনি আর বাঁচবেন না বা বাঁচার আশা নেই। এই অবস্থায় তরুণীর মা আসিসিতে গিয়ে ঈশ্বরের আশীর্বাদধন্য অ্যাকুতিসের সমাধিতে গিয়ে প্রার্থনা করেন। এর পর থেকেই মেয়ের অবস্থার উন্নতি হতে শুরু করে। ধীরে ধীরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

পরিবারের দাবি, যেদিন অ্যাকুতিসের সমাধিতে প্রার্থনা করেছিলেন মৃত্যুশয্যায় থাকা মেয়ের মা, সেদিনই নিজে থেকে শ্বাসপ্রশ্বাস নিতে শুরু করেন তিনি। পরে সিটিস্ক্যান করে ধরা পড়ে তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়, তা পুরোপুরি সেরে গেছে!

২) এর আগে কার্লো অ্যাকুতিসের প্রথম অলৌকিক ক্ষমতা ধরা পড়ে ব্রাজিলের এক নাবালক ম্যাথিউজের রোগ নিরাময়ের মধ্য দিয়ে। ছেলেটির জন্ম থেকে প্যাংক্রিয়াসের সমস্যা ছিল। যা দিনদিন বাড়তে থাকলে সে প্রায় মৃত্যুমুখে চলে আসে। সেবারও চিকিৎসকরা জানান, তার স্বাস্থ্যের অবস্থা চিকিৎসার বাইরে চলে গেছে। 

এরপর ছেলেটির মা গির্জার দ্বারস্থ হন। গির্জার এক সাধু কার্লোর কাছে সাত বছরের ওই ছেলের জীবন প্রার্থনা করেন এবং তারপরে অ্যাকুতিসের একটি টি-শার্ট ম্যাথিউজের শরীরে বুলিয়ে দেওয়া হয়। তারপর থেকেই ক্রমেই সুস্থ হতে শুরু করে ওই নাবালক এবং পরে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।

এরপর থেকেই দিকে দিকে প্রচার হতে থাকে কার্লো অ্যাকুতিসের অলৌকিক বা ঐশ্বরিক ক্ষমতা আছে।

কে এই কার্লো অ্যাকুতিস?

১৯৯১ সালের মে মাসে লন্ডনে জন্মগ্রহণ করে কার্লো। ধনী ইতালীয় পরিবারে জন্মানো অ্যাকুতিস বড় হন ইতালির মিলানে। জন্ম থেকেই তার মধ্যে এক অদ্ভুত খ্রিষ্টভাব দেখা দেয়। মাত্র সাত বছর বয়সে প্রথম তার ঈশ্বরপ্রাপ্ত হয় বলে দাবি করা হয়। সে প্রায় প্রতিদিনই গির্জার প্রার্থনায় যেতো। এবং ঘণ্টার পর ঘণ্টা ঈশ্বরের প্রার্থনায় মগ্ন থাকত। এ সত্ত্বেও কার্লো আর পাঁচটা বাচ্চার মতোই ঘুরতে-বেড়াতে, ভিডিও গেম খেলতে এবং বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টাও করত।

মাত্র ১৫ বছর বয়সে ২০০৬ সালের অক্টোবরে প্রাণচঞ্চল এই কিশোরের রক্তে ক্যানসার ধরা পড়ে। এবং মাত্র ১০ দিনের মধ্যে উত্তর ইতালির একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করে কার্লো। তার ইচ্ছা অনুযায়ী সেন্ট ফ্রান্সিসের নিজের শহর আসসিসিতে সমাহিত করা হয়।  সুত্র: দ্য গার্ডিয়ান এবং উইকিমিডিয়া

দিনা/অমিয়/