
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার শোরুম, গাড়ির লট, চার্জিং স্টেশন এবং টেসলা কোম্পানির লোগো সম্বলিত কিছু ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এ কারণে কিছু কিছু টেসলার মালিক নিজেদের গাড়ি বাঁচাতে চটকদার স্টিকার লাগিয়ে রেখেছেন।
কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও সাইবার ট্রাক জ্বালিয়ে দেওয়া, বুলেট ও পেট্রলবোমা নিক্ষেপ করার এই ঘটনাগুলো মূলত টেসলার বিরুদ্ধে মানুষের ক্রমবর্ধমান সহিংসতার ইঙ্গিত দেয়।
মানুষের ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং ভাঙচুরের ঘটনা নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই হামলাগুলো মূলত ট্রাম্পবিরোধী বামপন্থিদের নিয়ন্ত্রিত শহরগুলোতে বেশি দেখা যাচ্ছে। পোর্টল্যান্ড, সিয়াটল ও লাস ভেগাসে এ ধরনের হামলার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।
গত ১৪ মার্চ ওরেগনের সালেমে টেসলার একটি স্টোরে পেট্রলবোমা নিক্ষেপ ও জানালা ভাঙার অভিযোগে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। সিয়াটলে টেসলার লটে চারটি সাইবার ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়। এরপর ১৮ মার্চ লাস ভেগাসে টেসলার একটি সার্ভিস সেন্টারে লাল রং দিয়ে ‘প্রতিরোধ’ শব্দটি লিখে বেশ কয়েকটি টেসলা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে জার্মানির বার্লিনেও টেসলার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ১৪ মার্চ বার্লিনে টেসলার প্রায় চারটি গাড়িতে আগুন দেওয়া হয়।
টেসলা একসময় বামপন্থিদের প্রিয় ছিল। বিশেষ করে ওবামা প্রশাসনের সময় ফেডারেল ঋণ পেয়ে কোম্পানিটি বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ে। তবে সম্প্রতি ইলন মাস্ক ডানপন্থিদের সঙ্গে জোট বাঁধেন। এ ছাড়া তিনি ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ২৫০ মিলিয়ন ডলার দান করেন, যা তাকে ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করে।
সম্প্রতি ইলন মাস্ক লাস ভেগাসের জ্বলন্ত টেসলা গাড়ির ভিডিও এক্সে শেয়ার করে লেখেন, ‘এই সহিংসতা পাগলামি এবং বড় ধরনের ভুল। টেসলা শুধু বৈদ্যুতিক গাড়ি তৈরি করে।’
হোয়াইট হাউস টেসলা গাড়ি লক্ষ্য করে চলমান ভাঙচুরকে ‘ডোমেস্টিক টেররিজম’ বা ‘ঘরোয়া সন্ত্রাস’ বলে অভিহিত করে। তারা এসব হামলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়।
এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, ‘যারা টেসলা গাড়ি লক্ষ্য করে হামলা করবে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে।’
তিনি এই হামলাগুলোর পেছনে কে আছে এবং কীভাবে অর্থায়ন করা হচ্ছে, তা তদন্ত করছেন বলে জানান। সূত্র: এপি
দিনা/অমিয়/