
ভারতের মধ্যাঞ্চলের ছত্তিশগড় এলাকার জঙ্গলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধে নিহত হয়েছেন ২২ মাওবাদী বিদ্রোহী।
বৃহস্পতিবার (২০ মার্চ) ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এ ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। দেশটির ইতিহাসে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীর অভিযানে এটাই সবচেয়ে সাড়া জাগানিয়া নজির। দুটো ভিন্ন বন্দুকযুদ্ধে নকশালবাদীদের মোট ২২জন প্রাণ হারিয়েছেন। দুপক্ষের পাল্টাপাল্টি গুলিবর্ষণে ভারতীয় একজন সেনা প্রাণ হারিয়েছেন।
মাওবাদীদের কাছ থেকে এসময় সেনারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিবৃতিতে বলেন, ‘ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে যুদ্ধে ২২জন নকশালবাদী প্রাণ হারিয়েছেন।’
এসময় সশস্ত্র বিদ্রোহীদের রুখতে সরকারে শক্ত অবস্থান মনে করিয়ে দিয়ে অমিত বলেন, ‘মোদি সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেবে। যে নকশালবাদীরা এখনো আত্মসমর্পণে অস্বীকৃতি জানাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’
বামপন্থি চীনা নেতা মাও সেতুংয়ের আদর্শে পুষ্ট এই বিদ্রোহীরা ১৯৬৭ সাল থেকে ভারতে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জমি, চাকরি ও প্রাকৃতিক সম্পদের নির্দিষ্ট অংশ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে ভারত সরকারের সঙ্গে এই বিরোধের জেরে এই পর্যন্ত প্রায় ১০হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
গত বছর ভারতের সেনাবাহিনীর অভিযানে মোট ২৮৭জন বিদ্রোহী নিহত হয়েছেন। চলতি বছর ইতোমধ্যেই আরও ৮০জন মাওবাদী মারা গেছেন।
এদিকে সরকারবাহিনীর অভিযান সত্ত্বেও নকশালপন্থিদের আক্রমণ চলমান। এবছর জানুয়ারি মাসে বিদ্রোহীদের বোমা হামলায় ৯জন ভারতীয় জওয়ান মারা গেছেন। তবে দিল্লি সরকার আগামী বছর মার্চ মাসের মধ্যে মাওবাদ নিশ্চিহ্নের ঘোষণা দিয়েছে। সূত্র: এনডিটিভি
নাইমুর/