
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাম্প্রতিক রুশ সহিংসতার জবাবে রাশিয়ার এংগেলস্ বিমান ঘাঁটিতে ইউক্রেন শক্তিশালী ড্রোন হামলা করেছে। আক্রমণের কারণে ঘাঁটিতে বিরাট বিস্ফোরণ ঘটে।
বৃহস্পতিবারের (২০ মার্চ) এই ঘটনার বিষয়ে জানিয়েছেন মস্কো প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা।
রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘাঁটিতে বিকট বিস্ফোরণের পর আশেপাশের বসতিতে আগুন ছড়িয়ে পড়ছে। রয়টার্স এর মধ্যেই একটি ফুটেজের সত্যতা নিশ্চিত করেছে। ভিডিওটিতে দেখা যায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৩২টি ড্রোন নিষ্ক্রিয় করেছে রুশ অ্যায়ার ডিফেন্স সিস্টেম।
পারমাণবিক ক্ষমতাসম্পন্ন এংগেলস্ বিমান ঘাঁটি রাশিয়ার সারাতভ অঞ্চলে অবস্থিত। দেশটির দূরপাল্লার বিমান অভিযানের ক্ষেত্রে এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সারাতভের গভর্নর রোমা বুসারগিন হামলার সত্যতা নিশ্চিত করে জানান, বিমান ঘাঁটিতে আগুন ছড়িয়ে পড়ার পর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনার তীব্রতা প্রকাশ করে অঞ্চলটির জেলাপ্রধান ম্যাক্সিম লিওনভ এলাকায় জরুরি অবস্থা জারি করলেও ঘটনার খুঁটুনাটি ও বর্তমান পরিস্থিতি নিয়ে খোলাসা করে কিছু বলেননি।
২০২২ সালের ডিসেম্বর থেকে কয়েকদফা ইউক্রেন এনগেলস্ বিমান ঘাঁটি আক্রমণের চেষ্টা করেছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই ঘাঁটির একটি তেলের ডিপোতে হামলার দায় স্বীকার করেছে কিয়েভ প্রশাসন। এই ঘটনায় তেলের ডিপোতে পাঁচদিন লাগাতার আগুন জ্বলেছে।
এদিকে বৃহস্পতিবারের হামলায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘাঁটি সামরিক কার্যক্রমের ভবিষ্যৎ নিয়েও মস্কো কর্তৃপক্ষ খোলামেলা কিছু জানায়নি। সূত্র: রয়টার্স
নাইমুর/