
যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় ৫ লাখ ৩০ হাজার বৈধ অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা অবৈধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৪ এপ্রিল থেকে ট্রাম্প প্রশাসন এই আদেশ কার্যকর করবে।
এই পদক্ষেপের ফলে বাইডেনের আমলে শুরু হওয়া দুই বছরের প্যারোল কর্মসূচি সংক্ষিপ্ত হয়ে যাবে।
অভিবাসনের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর ব্যবস্থার অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তের ফলে এই অভিবাসীদের অনেকেই এখন নির্বাসনের মুখোমুখি হতে পারেন।
স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করতে যাচ্ছে। এটি তার অভিবাসন নীতির কড়াকড়ি আরোপের সর্বশেষ পদক্ষেপ।
শনিবার (২২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের প্যারোল বা সাময়িক প্রবেশাধিকার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্থানীয় স্পনসর থাকার সাপেক্ষে এই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন।
ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নেন। তার মতে, ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করে। এ জন্য তিনি ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন।
এছাড়া ট্রাম্প ৬ মার্চ জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কি না, সে বিষয়েও তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে।
১৭ মার্চ ফেডারেল রেজিস্ট্রারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে। সূত্র: রয়টার্স
দিনা/অমিয়/