
কমলা হ্যারিস, হিলারি ক্লিনটন এবং আরও বেশ কয়েকজন শীর্ষ সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২১ মার্চ) স্থানীয় সময় রাতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে পাঠানো এক মেমোতে প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্দেশনা দেন।
এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় স্বার্থে নিম্নলিখিত ব্যক্তিদের গোপন তথ্যে প্রবেশাধিকার আর দেওয়া হবে না।’
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সাধারণত নিরাপত্তা ছাড়পত্র পায়।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনি, অ্যাডাম কিনজিঙ্গারও এই নিরাপত্তা ছাড়পত্র হারানোদের তালিকায় রয়েছেন। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের সাবেক রাশিয়ানবিষয়ক উপদেষ্টা ফিওনা হিলও এই তালিকায় রয়েছেন।
এই তালিকায় অন্যরা হলেন জ্যাক সুলিভান, লিসা মোনাকো, মার্ক জাইদ, নরম্যান আইসেন, লেটিশিয়া জেমস, অ্যালভিন ব্র্যাগ, অ্যান্ড্রু ওয়েইসম্যান এবং আলেকজান্ডার ভিন্ডম্যান।
এর আগে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে বাইডেনের পক্ষে হস্তক্ষেপের অভিযোগে চার ডজনেরও বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করেছিলেন।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের আচরণকে অস্থির প্রকৃতির উল্লেখ করে তাকে গোয়েন্দা ব্রিফিংয়ে প্রবেশাধিকার থেকে বিরত রেখেছিলেন। সূত্র: বিবিসি
সুমন/