
ভার্জিনিয়ায় বাইডেন প্রশাসনের সাবেক মার্কিন আইনজীবী জেসিকা আবেরের মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার ( ২২ মার্চ) পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তবে এখনও তার মৃত্যুর কারণ উদঘাটন করা যায়নি।
গত শনিবার এক বিজ্ঞপ্তিতে, আলেকজান্দ্রিয়া পুলিশ বিভাগ (এপিডি) আবেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায়, শনিবার সকালে তারা একজন 'অচেতন মহিলা' সম্পর্কে একটি ফোন পায়। এরপর ঘটনাস্থলে গিয়ে তারা এই আইনজীবীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।‘
এপিডি তাদের বিবৃতিতে জানায়,'তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে। ভার্জিনিয়ার প্রধান মেডিকেল পরীক্ষকের কার্যালয় তার মৃত্যুর কারণ খুঁজে বের করবে।'
ব্রিটিশ সংবাদমাধ্যম ফক্স নিউজ রবিবার ( ২৩ মার্চ) একটি প্রতিবেদনে এসব তথ্য জানায়।
৪৩ বছর বয়সী জেসিকা আবের ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলায় আইনজীবী হিসেবে কাজ করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে নিয়োগ দেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার দিন অর্থাৎ ২০ জানুয়ারী তিনি পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে আবের বলেন, 'একজন মার্কিন আইনজীবী হিসেবে কাজ করা অত্যন্ত সম্মানের বিষয়। আমি সিনেটর মার্ক ওয়ার্নার এবং টিম কেইন এবং প্রেসিডেন্ট জো বাইডেন কাছে এই অফিসের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়ার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।'
মার্কিন বিচারবিভাগ থেকে নিজের পদ ছাড়ার মাত্র দুই মাস পরে তাকে এভাবে মৃত অবস্থায় পাওয়া গেলো। আবেরের উত্তরসূরী মার্কিন অ্যাটর্নি এরিক এস. সিবার্ট বলেন, ‘শনিবার আবেরের মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েন।‘
সিবার্ট বলেন,'একজন নেতা, পরামর্শদাতা এবং আইনজীবী হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। একজন মানুষ হিসেবেও তিনি অসাধারণ । পৃথিবীতে এত সংক্ষিপ্ত সময়ে তিনি কতটা অর্জন করেছেন তা দেখে আমরা বিস্মিত।‘
সূত্র: ফক্স নিউজ
দিনা/