ঢাকা ৬ বৈশাখ ১৪৩২, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
English

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:১৪ এএম
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং চারজন আহত। ছবি: সংগৃহীত

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যের সান্তিয়াগো এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং চারজন আহত হয়েছেন।

রবিবার (২৩ মার্চ) এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় পিকআপ ট্রাকটি পাহাড়ি রাস্তা থেকে ৪০০ ফুট নিচে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে বনে আগুন লেগে যায়, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ১৬ জন যাত্রী নিয়ে চলছিল পিকআপ ট্রাকটি, যার মধ্যে ১১ জন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নাবালকও মারা যান।

প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। গত কিছু মাসে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে অধিকাংশ দুর্ঘটনা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সম্পর্কিত।

বাসস/তাওফিক/ 

যুক্তরাষ্ট্রে হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, আছেন বাংলাদেশিরাও

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:০২ পিএম
আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম
যুক্তরাষ্ট্রে হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, আছেন বাংলাদেশিরাও
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। ফলে এসব শিক্ষার্থী দেশটিতে থেকে পড়াশোনা করতে পারছেন না। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়দের ভিসা বাতিল করা হয়েছে। এ তালিকায় আছেন বাংলাদেশি, চীনা, নেপালি ও দক্ষিণ কোরীয় শিক্ষার্থীরাও। এসব ভিসা বাতিলের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আইনগত প্রক্রিয়া অনুসরণ করেনি। এ কারণে বেশ কিছু বিদেশি শিক্ষার্থী দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেছেন। 

খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার পর একের পর এক নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন। এর মধ্যে গত কয়েক সপ্তাহে এক হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। দেশটিতে থাকার আইনগত বৈধতা কেড়ে নেওয়া হয়েছে। এপির খবরে বলা হয়েছে, এর ফলে এসব ছাত্র কারাগারে বা বহিষ্কারের ঝুঁকির মুখে পড়েছেন। 

খবরে বলা হয়েছে, ১৬০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২৪ শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের বিরুদ্ধে বেশ কিছু যুক্তরাষ্ট্রের আদালতে মামলা ঠুকে দিয়েছেন। এসব কলেজ-বিশ্ববিদ্যালয়ের মধ্যে হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানও রয়েছে। 

আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ৩২৭ শিক্ষার্থীর ভিসা বাতিলের তথ্য তাদের কাছে এসেছে। যার মধ্যে ৫০ শতাংশই ভারতীয়, ১৪ শতাংশ চীনা আর বাকিরা হলেন বাংলাদেশি, নেপালি ও দক্ষিণ কোরীয়। মার্কিনিদের এমন আচরণে ভারতীয় শিক্ষর্থীরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। এসব বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিলের কাজটি করছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ (আইস)। তারা চার মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করছে। পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। নিরীহ শিক্ষার্থীরা ভুলের শিকার হচ্ছেন, যাদের অপরাধের কোনো তথ্য নেই। ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব বিক্ষোভ হয়েছে সেখানেও তাদের সংশ্লিষ্টতা নেই।

গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তারা ‘ধরা এবং বাতিল’ নীতি অবলম্বন করছেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম পরীক্ষা করা হচ্ছে। দেখা হচ্ছে তারা ইহুদিবিদ্বেষী কোনো কিছু করছেন কি না অথবা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন জানাচ্ছেন কি না।

সাম্প্রতিক সময়ে ৩২৭ শিক্ষার্থীর ভিসা বাতিলের খবর পাওয়া গেছে তাদের মধ্যে ৫০ শতাংশের ভিসা ছিল এফ-১। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে ১২ মাসের বেশি সময় কাজ করার সুযোগ পেয়েছিলেন। যেহেতু তাদের ভিসা বাতিল করা হয়েছে, তাই তারা এখন দেশটিতে আর কোনো কাজ করতে পারবেন না। ভিসা বাতিলের দিকে এগিয়ে আছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিশিগান এবং অ্যারিজোনা অঙ্গরাজ্য।

ভারতে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সেই তালিকার উল্লেখ করে জানালেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার যে শিক্ষার্থীদের নিশানা করেছে তাদের ৫০ শতাংশই ভারতীয়।

আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তি এক্স হ্যান্ডলে পোস্ট করে রমেশ লিখেছেন, ‘ভিসা বাতিলের কারণগুলো অস্পষ্ট ও অস্বচ্ছ। তাই এটি ভারতীয়দের কাছে এটি উদ্বেগ এবং আশঙ্কার কারণ।’ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার এ নিয়ে চুপ কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

শুধু ভিসা বাতিলই নয়, ওই ৩২৭ শিক্ষার্থীকে ‘রাষ্ট্রদ্রোহী’ তকমা দিয়েছে ট্রাম্প সরকার। ফলে তারা আর কখনো আমেরিকায় যেতে পারবেন না। যে ছাত্রছাত্রীদের ভিসা বাতিল করা হয়েছে, তাদের অনেকেই প্যালেস্টাইনিদের অধিকারের দাবিতে মুখ খুলেছিলেন। গাজা দখলের অভিযানে ইসরায়েলকে সহায়তার বিরোধিতায় সরব হয়েছিলেন। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ‘বিদেশি শিক্ষার্থীরা কী করছেন, সেদিকে আমরা প্রতিদিন কড়া নজর রাখছি।’ সূত্র: এনডিটিভি

নাইজেরিয়ায় মিলিশিয়া বাহিনীর হামলায় নিহত ১৭

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৭ এএম
নাইজেরিয়ায় মিলিশিয়া বাহিনীর হামলায় নিহত ১৭
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য বেনুয়েতে সন্দেহভাজন মিলিশিয়া বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ হামলা এটি।

শুক্রবার (১৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায়।

পুলিশের মুখপাত্র অ্যানে সেউয়েস ক্যাথেরিন এক বিবৃতিতে বলেন, তারা রাতে একটি প্রতিবেদন পেয়েছেন বেনু রাজ্যের একটি অঞ্চলে ‘বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া আক্রমণ করেছে’।

তিনি বলেন, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোরে আক্রমণকারীদের প্রতিহত করার সময় তারা নিরাপরাধ কৃষকদের ওপর বিক্ষিপ্তভাবে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে।

একই সময়ে আক্রমণে এর পার্শ্ববর্তী স্থানীয় সরকার এলাকায় ১২ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন। তাদেরকে পুলিশ পৌঁছানোর আগেই হত্যা করা হয়।

মধ্য নাইজেরিয়ায় জমির ব্যবহার নিয়ে গবাদিপশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুটি হামলায় নিকটবর্তী উত্তর-মধ্য মালভূমি রাজ্যে শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে কিছু জায়গায় আক্রমণগুলো জাতিগত এবং ধর্মীয় মাত্রা যুক্ত করেছে। সূত্র: এএফপি

অমিয়/

দাবি বাস্তবসম্মত হলে পরমাণু চুক্তি সম্ভব: ইরান

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ এএম
আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ এএম
দাবি বাস্তবসম্মত হলে পরমাণু চুক্তি সম্ভব: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত প্রস্তাব দিলে পরমাণু চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার আগ দিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) এ মন্তব্য করেন তিনি।

আরাগচির সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভেরও কথা হয়েছে। এর পর এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তারা (যুক্তরাষ্ট্র) নিজেদের উদ্দেশ্যের বিষয়ে গুরুত্ব দেখায় এবং অবাস্তব দাবি না করে বসে, তাহলে সমঝোতায় পৌঁছানো সম্ভব।’
আলোচনা প্রথম ধাপে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়েছে বলে উল্লেখ করেছে ইরান। গত সপ্তাহে ওমানে ওই আলোচনা হয়। দ্বিতীয় দফার আলোচনা আজ শনিবার ইতালির রাজধানী রোমে হওয়ার কথা রয়েছে।   

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে চুক্তিতে না গেলে ইরানের ওপর হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বলছে, তাদের অবস্থান শান্তিপূর্ণ। তবে পশ্চিমের দাবি, দেশটি পারমাণবিক বোমা তৈরি করছে।

এদিকে লাভরভ জানিয়েছেন, রাশিয়া এ বিষয়ে সহযোগিতা দিতে, মধ্যস্থতা করতে বা যেকোনো ভূমিকা পালনে প্রস্তুত। সূত্র: রয়টার্স 

ফ্লোরিডা ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৬

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম
ফ্লোরিডা ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গণগুলির ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। 

গত বৃহস্পতিবার  (১৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।

হাসপাতালের কর্মকর্তারা আহতদের তথ্যটি নিশ্চিত করেছে। 

ছয়জনের শরীরেই গুলির আঘাত রয়েছে বলে জানিয়েছে টালাহাসে মেমোরিয়াল হেলথকেয়ার। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি পাঁচজনও শঙ্কামুক্ত নন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্ররা বলছে, এ ঘটনায় একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পরে ওই গুলির ঘটনা ঘটে। দ্রুতই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।   

বিশ্ববিদ্যালয়ের জরুরি সতর্কীকরণ ব্যবস্থা ঘটনার সঙ্গে সঙ্গেই বার্তা পাঠিয়ে সব শিক্ষার্থীকে সতর্ক করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তারা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলে এবং দরজা ও জানালা থেকে দূরে থাকতে বলে। পরে পুলিশের হস্তক্ষেপে ভেতরে আটকা পড়া শিক্ষার্থীদের হাত উঁচু করে বের হয়ে আসতে দেখা যায়। 

ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। একই ধরনের বার্তা দেওয়া হয় ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেনারেল জেমাস উথমিয়েরের দপ্তর থেকেও। সূত্র: সিএনএন 

রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৯ এএম
আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২০ এএম
রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির কোনো অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ আলোচনা থেকে সরে আসবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 
 
শুক্রবার (১৮ এপ্রিল) রুবিও প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন। পাশাপাশি জানান, আলোচনায় অগ্রগতি হবে না এমন স্পষ্ট ইঙ্গিত মিললেই শুধু এ উদ্যোগ থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। 
 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এ প্রচেষ্টা সপ্তাহ ও মাসব্যাপী চালিয়ে যাব না। ফলে আমাদের এগুলোর বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমি এখানে কয়েক দিনের কথা বলছি। এ কয় দিনেই বোঝা যাবে যে এটি পরবর্তী সপ্তাহগুলোতে আদৌ করা সম্ভব কি না।
 
রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট এ বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছেন। তিনি অনেক সময় ও শ্রম ব্যয় করেছেন এর পেছনে… এটি গুরুত্বপূর্ণ। কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় চলছে, যেগুলোতে আরও মনোযোগ না হলেও অন্তত সমপর্যায়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।  
 
রুবিওর এ হুঁশিয়ারি এমন একটি সময়ে এল যখন ইউক্রেনের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতির দেখা পেয়েছে যুক্তরাষ্ট্র।
 
ট্রাম্প গত বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী সপ্তাহেই কিয়েভের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করছেন তিনি। এটি ইউক্রেনের খনিজে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেবে। এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে খনিজ বিষয়ে চুক্তি করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। সেবার যুক্তরাষ্ট্র সফরেও গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে নজিরবিহীন বাদানুবাদে জড়ান ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পরে চুক্তি স্বাক্ষর না করেই ফিরতে হয় জেলেনস্কিকে।  
 
গত বৃহস্পতিবার প্যারিসে আলোচনার পর রুবিও জানান, যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব কাঠামো সাধুবাদ পেয়েছে। আলোচনা গঠনমূলক ও ইতিবাচক হয়েছে। ইউক্রেন ইস্যু ও শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে যে হোয়াইট হাউসের ভেতরে অস্থিরতা বিরাজ করছে, সেটিরই একটি ইঙ্গিত মিলেছে শুক্রবারের আলোচনার মধ্য দিয়ে।
 
ট্রাম্প নিজ নির্বাচনি প্রচারের সময় দাবি করেছিলেন যে ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন তিনি। পরে তিনি জানান, প্রতিবন্ধকতা সামনে আসতে থাকায় এপ্রিল বা মে মাসে চুক্তি হতে পারে। 
 
রুবিও জানিয়েছেন, তিনি প্যারিসে আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও কথা বলেছেন। তাকেও যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের কিছুটা সম্পর্কে অবহিত করেছেন। সূত্র: রয়টার্স