
আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির ব্যাপারে তথ্য দিলে যে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তালেবানের আরেক শীর্ষ নেতা ইয়াহিয়া হাক্কানির জন্য ঘোষণা করা ৫ কোটি ডলারের পুরস্কারও বাতিল করা হয়েছে।
গতকাল রবিবার এ তথ্য নিশ্চিত করেন তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি।
সোমবার (২৪ মার্চ) এসব তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
এই পদক্ষেপ আফগানিস্তানের শাসকদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
যদিও এফবিআই তাদের তালিকা এখনও আপডেট করেনি।
এছাড়া তালেবানরা সম্প্রতি তাদের হাতে দুই বছর ধরে বন্দী মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যানকেও মুক্তি দেয়।
এতোদিন সিরাজউদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন ‘হাক্কানি নেটওয়ার্ক’ বিভিন্ন আত্মঘাতী বোমা হামলা, হাই-প্রোফাইল হত্যাকাণ্ড এবং অপহরণের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ছিল।
সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও নেটওয়ার্কটি তালেবানদের ক্ষমতা কাঠামোর মধ্যে একটি মূল স্তম্ভ হিসেবে কাজ করে। ২০২১ সালে কাবুল দখলে নেওয়ার পর থেকেই এটি দেশটির প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২০২২ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে আশ্রয় দেওয়ার পর জিহাদি নেটওয়ার্কগুলোর সঙ্গে হাক্কানির সম্পর্ক থাকার বিষয়টি নিশ্চিত হয় মার্কিন গোয়েন্দা বিভাগ।
যদিও তার কয়েক বছর আগেই যুক্তরাষ্ট্র হাক্কানির বিরুদ্ধে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এবং তৎকালীন আফগান প্রশাসনের বিরুদ্ধে মারাত্মক হামলা সংগঠিত করার অভিযোগ এনে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তথ্য সরবরাহের জন্য পুরস্কার ঘোষণা করে।
২০০৯ সালের মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজউদ্দিন হাক্কানি ‘হাক্কানি সন্ত্রাসী নেটওয়ার্কের একজন সিনিয়র নেতা’। এ ছাড়াও বলা হয়, হাক্কানি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২০০৮ সালের ১৪ জানুয়ারি কাবুলের সেরেনা হোটেলে হামলার পরিকল্পনার কথা স্বীকার করেন। সেই হামলায় আমেরিকান নাগরিক থর ডেভিড হেসলাসহ ছয়জন নিহত হন।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মিবিষয়ক দূত অ্যাডাম বোহলার আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করেন। মুত্তাকি মার্কিন প্রতিনিধিদলের এই সফরকে ‘দুই পক্ষের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভালো অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেন। সূত্র: রয়টার্স
দিনা/অমিয়/