
দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে আবারও নতুন মোড়। দেশটির আদালত অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাক-সু’কে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করেছেন। আদালতের আদেশের পর হান ডাক-সু প্রেসিডেন্ট ইউন সুক ইওলের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সংসদে আইনপ্রণেতাদের ভোটে অভিশংসিত হওয়ার দুই সপ্তাহ পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুও অভিশংসিত হন।
সোমবার (২৪ মার্চ) এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত সোমবার প্রধানমন্ত্রী হান ডাক-সু’র ক্ষমতা পুনর্বহাল করেছে। প্রায় তিন মাস আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের পর দেশটিতে চলমান অস্থির রাজনীতিতে এটি সর্বশেষ বড় ঘটনা।
রায়ের পর হান বলেন, ‘সাংবিধানিক আদালতের বিজ্ঞ সিদ্ধান্তের জন্য আমি কৃতজ্ঞ'। এছাড়া তিনি মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানান।
২০২২ সাল থেকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন হান ডাক-সু। আর প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অভিশংসনের পর গত বছরের ডিসেম্বরে তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে এর দুই সপ্তাহের মাথায় তিনি নিজেও অভিশংসিত হন। সে কারণে দেশটির চলমান সংবিধানিক সংকট আরও প্রকট হয়।
গত বছরের ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার পর দক্ষিণ কোরিয়ার সংসদে প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করা হয়। এরপর প্রধানমন্ত্রী হান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
কিন্তু বিরোধী দলের এমপিরা অভিযোগ করেন, তিনি ইউনের অভিশংসন প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি প্রত্যাখ্যান করছেন। এরপর তাকে অভিশংসনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেই ভোটাভুটিতে মোট ১৯২ জন আইনপ্রণেতা তার অভিশংসনের পক্ষে ভোট দেন।
রয়টার্স বলছে, সোমবার আদালতের বিচারপতিরা ৭-১ ভোটে হানের অভিশংসন বাতিল করার পক্ষে রায় দেয়।
আদালতের বিবৃতি অনুসারে, হানকে অভিশংসন করার মতো পর্যাপ্ত কারণ ছিল না কারণ তিনি সংবিধান বা আইন লঙ্ঘন করেননি। সূত্র: রয়টার্স
দিনা/অমিয়/