ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

বাণিজ্যযুদ্ধ: এবার চীনের হুঁশিয়ারি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:২৯ পিএম
বাণিজ্যযুদ্ধ: এবার চীনের হুঁশিয়ারি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ নতুন মোড় নিচ্ছে। দুই দেশের পাল্টাপাল্টি শুল্কযুদ্ধের প্রভাবে ইতোমধ্যে বিভিন্ন দেশ বিপাকে পড়েছে। তারা যুক্তরাষ্ট্র নাকি চীনের দিকে বেশি ঝুঁকবে, সেই বিষয় নিয়ে চিন্তিত আছে। আর এই পরিপ্রেক্ষিতে চীন নতুন করে যে হুঁশিয়ারি দিয়েছে, তাতে তাদের কপালে আরও চিন্তার ভাঁজ পড়েছে। চীন বলেছে, বেইজিংয়ের স্বার্থে আঘাত করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করবে, তারা পাল্টা পদক্ষেপের মুখোমুখি হবে।

সোমবার (২১ এপ্রিল) ওই হুঁশিয়ারি দেওয়া হয়। 

এদিকে চীন এমন সময় ওই হুঁশিয়ারি দিল, যখন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য সীমিত করতে চাপ দিচ্ছে, যাতে তাদের ওপর আরোপিত শুল্কে ছাড় দেওয়া হয়।

চীন ছাড়া অন্যান্য দেশের পণ্যে আপাতত ১০ শতাংশ শুল্ক ধার্য করে যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের পণ্যে শুল্কের পরিমাণ ধরা হয়েছে ১৪৫ শতাংশ। পাল্টা বেইজিংও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এই পাল্টাপাল্টি শুল্কযুদ্ধের কারণে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য এখন প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক নিয়ে যেসব দেশ সমঝোতার পথে হাঁটার পরিকল্পনা করছে, তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে রাখল বেইজিং। চীন বলেছে, যদি অন্য কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন বাণিজ্যচুক্তি করে, যা চীনের স্বার্থের পরিপন্থি হয়, তাহলে তারা পাল্টা ব্যবস্থা নেবে। ওই সব দেশের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে।

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক ক্রমেই জটিল হচ্ছে। কিন্তু কোনো পক্ষ থেকেই সমঝোতার বার্তা আসছে না। ট্রাম্প নিজে জানিয়েছেন, একাধিক দেশ তার সঙ্গে শুল্ক-সমঝোতায় আসতে চেয়েছে। সম্প্রতি কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, চীনের সঙ্গে বাণিজ্য কমালে বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক কমিয়ে দেবেন ট্রাম্প। এই মর্মে তিনি বেশ কয়েকটি দেশে প্রস্তাবও দিয়েছেন। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই পাল্টা হুঁশিয়ারি দিল চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল বলেছেন, ‘চীনের স্বার্থে আঘাত করে কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার কথা ভেবে থাকে, বেইজিং তার তীব্র বিরোধিতা করবে। এ ধরনের পরিস্থিতি হলে চীন কখনোই তা সহ্য করবে না। যদি এমনটি হয়, তবে বেইজিং কখনো তা মেনে নেবে না এবং দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে।’ তিনি আরও বলেন, ‘কোনো একজনের স্বার্থপরতাকে চরিতার্থ করার জন্য অন্যদের স্বার্থে আঘাত করলে আদতে দুই তরফেই ক্ষতি হবে।’

এ মন্তব্যটি গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় পত্রিকা চায়না ডেইলিতে প্রকাশিত একটি সম্পাদকীয়র সঙ্গে সংগতিপূর্ণ, যেখানে ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আপস’ না করার জন্য আহ্বান জানানো হয়। 

ট্রাম্প এ মাসের শুরুতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেন। গত ৯ এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু এর দুদিন আগে তিনি চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপ করা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি চীনের ওপর কয়েকধাপে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করেন। অন্যদিকে চীনও কয়েকধাপে মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশে নিয়ে যায়। 

হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার, হজযাত্রীরা মিনায়

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০৫ এএম
হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার, হজযাত্রীরা মিনায়
পুরোনো ছবি

মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বুধবার। হজযাত্রীরা আজ ৮ জিলহজ (৪ জুন) জোহর থেকে আগামীকাল ৯ জিলহজ ফজর পর্যন্ত মিনায় অবস্থান করে মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করার পর তারা রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশে।

মঙ্গলবার রাতে মক্কা থেকে হজযাত্রীরা তাঁবুর শহর বলে পরিচিত ঐতিহাসিক মিনার উদ্দেশে রওনা হন। তারা মক্কায় নিজ নিজ রুম থেকে হজের ইহরাম বেঁধে মিনায় পৌঁছান। মিনায় অবস্থান করা সুন্নত। হজযাত্রীরা এখানে তাকবির, তাসবিহ, দোয়া এবং কোরআন তিলাওয়াতে সময় কাটান।

পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলে পাঁচ দিন। তার মধ্যে আরাফাতের দিবসকে (৯ জিলহজ) ধরা হয় মূল হজ হিসেবে। মিনা থেকে ৯ জিলহজ (বৃহস্পতিবার) ভোর থেকেই হজযাত্রীরা আরাফাতের ময়দানে সমবেত হবেন। তাদের সমস্বরে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের আকাশ-বাতাস। দুপুরে হজের খুতবা শুনবেন তারা। তারপর এক আজানে হবে জোহর ও আসরের নামাজ। সূর্যাস্তের পর তারা আরাফাতের ময়দান ত্যাগ করে যাত্রা করবেন মুজদালিফার পথে। সেখানে আবার তারা এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। বৃহস্পতিবার রাতে মুজদালিফায় তারা খোলা আকাশের নিচে অবস্থান করবেন।

এ সময় তারা মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করবেন জামারায় প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য। এরপর শুক্রবার সকালে সূর্যোদয়ের পর জামারায় প্রতীকী বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হজযাত্রীরা। এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন। কোরবানি করে মাথা মুণ্ডন করবেন। এহরাম খুলে পরবেন সাধারণ পোশাক। আবার কাবাঘর তাওয়াফ করবেন। সাফা-মারওয়ায় সাতবার সাঈ (চক্কর) করবেন। এরপর আবার ফিরে যাবেন মিনায়। এর পরদিন এবং তার পরদিন অর্থাৎ টানা দুই দিন দ্বিতীয় ও ছোট শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

সৌদি আরব জানিয়েছে, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ হজযাত্রী মক্কায় উপস্থিত হয়েছেন। আগামী সাত দিন হাজিদের মিনা-আরাফাতের ময়দান ও মুজদালিফায় উন্নত মানের মেট্রো সার্ভিস দেওয়ার জন্য একটি বিশেষ ট্রেন ৫ হাজার বার আসা-যাওয়া করবে। সড়ক নিরাপত্তায় প্রায় ৫ হাজার কিলোমিটার রাস্তাকে স্ক্যান করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হচ্ছে।

আরব নিউজ বলছে, আল মাশায়ের আল মোকাদ্দাসা মেট্রো লাইনে ওই বিশেষ ট্রেনটি চলাচল করবে সাত দিন। এটি মক্কার রেলব্যবস্থায় উচ্চ সক্ষমতাসম্পন্ন একটি ট্রেন। বছরে হজের সময় মাত্র সাত দিন এই ট্রেনটি শাটল সার্ভিস দেয়। হজযাত্রীদের বিভিন্ন পবিত্র স্থাপনায় আনা-নেওয়া করে।

পরিবহন ও লজিস্টিক সার্ভিসের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ বলেছেন, বিমান, স্থল, সমুদ্র ও লজিস্টিকসসহ সফরের সব সেক্টরে বার্ষিক হজযাত্রার বিস্তৃত প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, গত বছরের তুলনায় হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা শতকরা ৭৫ ভাগ বাড়ানো হয়েছে। উপরন্তু কমপক্ষে ২৫ হাজার বাস হজযাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক সফরকে নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে। তবে এ ক্ষেত্রেও ইন্সপেকশন প্রক্রিয়া আছে। পরিবহনব্যবস্থাকে উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ ড্রোনসহ সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অনেক যানবাহনে এআই ব্যবহার করে সড়ক স্ক্যান করার ব্যবস্থা রাখা হয়েছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১৫৭ জন সৌদি আরবে পৌঁছেছেন মোট ২২৪টি ফ্লাইটে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৮১ হাজার ৯০০ জন।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অনেকে বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন বলে জানা গেছে। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা শেষ হয়েছে গত শনিবার। সূত্র: সৌদি গেজেট

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:৩৭ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৮:৩৮ পিএম
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের ক্ষমতাসীন ডানপন্থী জোট সরকারে ভাঙনের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডিক স্কুফ।

মঙ্গলবার (৩ জুন) ক্ষমতাসীন জোটের বৃহত্তম দল পিভিভির নেতা ও ইসলামবিরোধী রাজনীতিক গির্ট উইল্ডারস জোট থেকে সরে দাঁড়ানোর পর পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে স্কুফের পদত্যাগের সিদ্ধান্ত ডাচ রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাও রয়েছে। তবে ঐতিহাসিকভাবে ভঙ্গুর ডাচ রাজনৈতিক পরিমণ্ডলে সরকার গঠনের প্রক্রিয়ায় সাধারণত কয়েক মাস সময়ের দরকার হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী ডিক স্কুফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গির্ট উইল্ডারসের পিভিভি দলীয় মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন। তবে বাকি মন্ত্রীরা আপাতত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন। জোট সরকারে ভাঙন দেখা দেওয়ায় এই মুহূর্তে জোটের বাকি দলগুলো সংখ্যালঘু সরকার গঠন করে সামনে এগিয়ে যেতে পারে। যদিও বাস্তবে তা হওয়ার সম্ভাবনা কম। দেশটির বিরোধী দলগুলো ইতোমধ্যে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে।' সূত্র: রয়টার্স

মেহেদী/

নিজের ২০০ বিলিয়ন ডলার সম্পদের বেশিরভাগ আফ্রিকায় দান করবেন বিল গেটস

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৩:০১ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৩:০৩ পিএম
নিজের ২০০ বিলিয়ন ডলার সম্পদের বেশিরভাগ আফ্রিকায় দান করবেন বিল গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি: সংগৃহীত

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আগামী ২০ বছরের মধ্যে তার প্রায় ২০০ বিলিয়ন ডলারের সম্পদের বেশির ভাগই আফ্রিকায় স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে ব্যয় করবেন।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক বক্তব্যে তিনি এই ঘোষণা দিয়েছেন। এসময় তিনি বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানব সম্ভাবনা মুক্ত করলেই আফ্রিকার প্রতিটি দেশ উন্নতির পথে এগোতে পারবে।’ 

একই সঙ্গে তিনি আফ্রিকার তরুণ উদ্ভাবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য খাতে পরিবর্তন আনার আহ্বান জানান।

সম্প্রতি গেটস ঘোষণা দিয়েছেন, ২০৪৫ সালের মধ্যে তিনি তার ৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন এবং তার পরিচালিত গেটস ফাউন্ডেশন ওই সময়ের মধ্যে কাজ বন্ধ করবে। তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছি, আগামী ২০ বছরের মধ্যে আমার সম্পদ বিলিয়ে দেব। এর বেশির ভাগ ব্যয় হবে আফ্রিকার সমস্যা মোকাবিলায়।’

বিল গেটসের এই ঘোষণাকে ‘সংকটময় সময়ে আশাজাগানিয়া এক বার্তা’ হিসেবে উল্লেখ করেন মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মাশেল। তিনি বলেন, ‘আমরা আশা করি, গেটস আমাদের পাশে থেকেই এই রূপান্তরের পথে এগিয়ে যাবেন।’

যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় আফ্রিকায় সহায়তা কমিয়ে আনা হয়েছে। ফলে এইচআইভি/এইডস চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হুমকির মুখে পড়েছে।

এই প্রেক্ষাপটে গেটস বলেন, ‘তার ফাউন্ডেশন আফ্রিকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেবে।‘ 

এ সময় তিনি বলেন, ‘আমরা দেখেছি, গর্ভধারণের আগে এবং গর্ভের সময় মা যদি সঠিক পুষ্টি পান, তাহলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। শিশুর প্রথম চার বছরেও পুষ্টির সঠিক সরবরাহ জীবনভর প্রভাব ফেলে।‘

গেটস মনে করেন, আফ্রিকায় মোবাইল ফোন যেমন ব্যাংকিং খাতকে বদলে দিয়েছে, তেমনি এআই ব্যবহার করে পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যব্যবস্থা তৈরি করা সম্ভব। রুয়ান্ডার উদাহরণ টেনে তিনি জানান, দেশটি এআই-চালিত আলট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করছে।

এক ব্লগপোস্টে বিল গেটস লিখেন, ‘মানুষ আমার সম্পর্কে অনেক কিছু বলবে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই—সে ধনী অবস্থায় মারা গেল—এই কথা যেন কেউ বলতে না পারে।’ তবে ব্লুমবার্গ বলছে, ৯৯ শতাংশ দান করলেও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তিনি তবু বিলিয়নিয়ারই থাকবেন।

সুলতানা দিনা/

বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা ভারতের ক্রীতদাস : পাক মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০২:৩২ পিএম
বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা ভারতের ক্রীতদাস : পাক মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী
আইএসপিআর-এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। ছবি: সংগৃহীত

বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনে (ইসলামাবাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী তৎপরতা) যারা অংশ নিচ্ছেন যারা তারা সবাই ভারতের মদতপুষ্ট এবং তারা ‘ভারতের ক্রীতদাস’- বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। 

বেলুচ স্বাধীনতাকামীদের ‘ভারতের ক্রীতদাস’ উল্লেখ করে তিনি আরও বলেন, 'বেলুচিস্তান পাকিস্তানের অংশ হিসেবেই থাকবে, কখনও বিচ্ছিন্ন হবে না।’

সোমবার (০২ জুন) রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনা সদর দপ্তর মিলনায়তনে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আহমেদ শরিফ চৌধুরী।

সম্প্রতি স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে ‘হিলাল টকস’ নামের একটি প্রকল্প শুরু করেছে পাকিস্তান। সোমবার (০২ জুন) রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনা সদর দপ্তর মিলনায়তনে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এই বিষয় নিয়ে মত বিনিময় করেন আহমেদ শরিফ চৌধুরী।

সেখানে এই মেজর জেনারেল বলেন, ‘যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা বেলুচিস্তানে তৎপরতা চালাচ্ছে, তারা শুধু ভারতের মদতপুষ্টই নই, বরং ভারতের ক্রীতদাসও। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ— বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী গোষ্ঠী)-এর পুরো আর্থিক ব্যয় নির্বাহ করে ভারত। বিএলএ হলো ফিৎনা-ই-হিন্দুস্তান (ভারত থেকে আগত ঝামেলা সৃষ্টিকারী ব্যক্তি বা গোষ্ঠী); আরও স্পষ্টভাবে বললে— বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা ভারতের ক্রীতদাস। ভারত তাদের অর্থ দিয়ে কিনে নিয়েছে।'

তিনি আরও বলেন, ‘বিএলএকে মদত দেওয়ার মাধ্যমে ভারত শুধু পাকিস্তানের নয়, উপরন্তু এই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। আমরা বিএলএ এবং তাদের প্রভু ভারতকে স্পষ্টভাবে বলতে চাই— বেলুচিস্তান পাকিস্তানের অংশ এবং পাকিস্তানেরই থাকবে। পাকিস্তানের অর্থনীতি ও সমাজের সঙ্গে বেলুচিস্তানের সম্পর্ক নিবিড় এবং একদিন বেলুচিস্তান পাকিস্তানের সবেচেয়ে ধনী প্রদেশ হবে।’

১৯৪৭ সালের আগস্টে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকেই বেলুচিস্তানে স্বাধীনতা সংগ্রামের শুরু। ব্রিটিশ আমলে এই প্রদেশে মাকরা, লাস বেলা, খারান এবং কালাতমোট-এই ৪টি করদ রাজ্য বা প্রিন্সলি স্টেট ছিল। 

১৯৪৭ সালে স্বাধীনতার সময় মাকরা, লাস বেলা এবং খারান পাকিস্তান ইউনিয়নে যোগ দিলেও খালাতের তৎকালীন রাজা আহমেদ ইয়ার খান বালোচ তখন পাকিস্তানে যোগ দিতে অস্বীকৃতি জানান।

পরের বছর ১৯৪৮ সালে তিনি পাকিস্তানে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু এবার বেঁকে বসেন আহমেদ ইয়ার খান বালোচের ভাই প্রিন্স আগা আবদুল করিম খান বালোচ। পাকিস্তানে যোগদানের পরিবর্তে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। সেই থেকে বেলুচিস্তানে স্বাধীনতা সংগ্রামের শুরু।

এরপর ৭ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বেলুচিস্তানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের কোনো উন্নতি তো হয়ইনি, বরং উত্তরোত্তর অবনতি হয়েছে। রাজ্যটির স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। তবে এতে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বেলুচিস্তানজুড়ে বিএলএর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘাত এখন নিত্যদিনের ঘটনা।

কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে প্রতিদিন সংঘাত ঘটলেও বেলুচিস্তানের স্বাধীনতা সুদূরপরাহত। কারণ বেলুচিস্তানের কিছু অংশ ইরান ও আফগানিস্তানের ভূখণ্ডে পড়েছে এবং স্বাধীন বেলুচিস্তানের জন্য প্রতিবেশী ইরান ও আফগানিস্তানের সমর্থন প্রয়োজন। 

কিন্তু ইরান ও আফগানিস্তানের পক্ষে ওই সমর্থন দেওয়া কখনও সম্ভব নয়। তার কারণ, পাকিস্তানের বেলুচরা স্বাধীনতা অর্জন করলে ইরান ও আফগানিস্তানের বেলুচরা স্বাধীন বেলুচিস্তানে যোগ দিতে চাইবে। তাছাড়া বর্তমানে বেলুচ আন্দোলনের নেতৃত্ব বহু ধারায় বিভক্ত, নেতাদের মধ্যে মতবিরোধও তীব্র। সূত্র : জিও টিভি

সুলতানা দিনা/

মুম্বাই বিমানবন্দরে বিষাক্ত ৪৭ সাপসহ এক ব্যক্তি আটক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৫৫ পিএম
মুম্বাই বিমানবন্দরে বিষাক্ত ৪৭ সাপসহ এক ব্যক্তি আটক
মুম্বাই বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগে পাওয়া ৪৭টি বিষধর সাপ। ছবি: সংগৃহীত

মুম্বাই বিমানবন্দর থেকে বিষাক্ত সাপ সহ কয়েক ডজন বিরল সরীসৃপ পাচারের চেষ্টা করার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

রবিবার (০২ জুন) মুম্বাই শহরের বিমানবন্দরে থাইল্যান্ড থেকে ফিরে আসা এই ভারতীয় নাগরিককে কাস্টমস কর্মকর্তারা আটকে দেন। কর্মকর্তারা জানান, ওই ব্যক্তির চেক-ইন করা লাগেজে ৪৭টি বিষাক্ত সাপ সহ সরীসৃপগুলি লুকানো অবস্থায় পাওয়া গেছে।

এরপর ভারতের বিভিন্ন বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে সরীসৃপগুলি জব্দ করা হয়েছে। যাত্রীর তবে এই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি যেহেতু তিনি পুলিশ হেফাজতে আছেন। তবে মুম্বাই বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা একটি পাত্রে রঙিন সাপের ছটফট করার ছবি  এক্সে প্রকাশ করেছেন।

সেই পোস্টে তারা জানান,তারা এক যাত্রীর কাছ থেকে তিনটি মাকড়সার লেজযুক্ত শিংওয়ালা ভাইপার, পাঁচটি এশিয়ান পাতার কচ্ছপ এবং ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার জব্দ করেছে। তবে সরীসৃপগুলি কোথা থেকে আনা হয়েছিল তা স্পষ্ট নয়।

রবিবার(০২ জুন)ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, ওই যাত্রী তার লাগেজে গোপনে প্রাণীগুলো বহন করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাণীগুলোর বেশিরভাগই অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ওই যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তিনি এখনও পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

মুম্বাই কাস্টমস কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) ছবি প্রকাশ করেছে, যেখানে রঙিন বিষধর সাপগুলোকে একটি থালায় কিলবিল করতে দেখা গেছে। পোস্টে বলা হয়, যাত্রীর লাগেজ থেকে ৩টি স্পাইডার-টেইল্ড হর্নড ভাইপার, ৫টি এশিয়ান লিফ টার্টল এবং ৪৪টি ইন্দোনেশীয় পিট ভাইপার উদ্ধার করা হয়েছে।

তবে এই সাপগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভারতে নির্দিষ্ট প্রজাতির বন্যপ্রাণী আমদানির জন্য সরকারি অনুমোদন ও লাইসেন্স প্রয়োজন হয়। বিশেষ করে বিলুপ্তপ্রায় ও সংরক্ষিত প্রাণী আমদানিতে কড়াকড়ি রয়েছে।

বিমানবন্দর দিয়ে অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের ঘটনা ভারতে নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে দিল্লি বিমানবন্দরে এক কানাডিয়ান যাত্রীর লাগেজ থেকে একটি কুমিরের খুলি উদ্ধার করা হয়।

এছাড়া, গত ফেব্রুয়ারিতে মুম্বাই বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগে পাওয়া যায় পাঁচটি সিয়ামাং গিবন, যেগুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বনাঞ্চলে পাওয়া যায় এবং বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত।

২০১৯ সালে চেন্নাই বিমানবন্দরে থাইল্যান্ডফেরত এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় একটি হর্নড পিট ভাইপার, পাঁচটি ইগুয়ানা, চারটি ব্লু-টাং স্কিঙ্ক, তিনটি গ্রিন ট্রি ফ্রগ এবং ২২টি মিসরীয় কচ্ছপ।

সুলতানা দিনা/