
ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে সোমবার (২ জুন) হঠাৎ ভয়াবহ ধস ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। মূলত এই আগ্নেয়গিরির দক্ষিণ-পূর্ব অংশ ধসে বিশাল বিস্ফোরণ ঘটে এবং এতে গ্যাস, ছাই ও পাথরের গরম লাভার ঢল সৃষ্টি হয়। এ সময় উচ্চ তাপমাত্রার গ্যাস, ছাই এবং পাথর আকাশে কয়েক কিলোমিটার উঁচুতে উড়ে যায়। আর এর ফলে মাউন্ট এটনায় অবস্থান করা পর্যটকরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের সময় লোকজনের দীর্ঘ লাইন ধরে দ্রুত নেমে আসছেন।
অন্যদিকে, একটি ট্যুর কোম্পানির মালিক মার্কিন বার্তাসংস্থা সিএনএনকে জানান, সিসিলিয়ান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের সময় সেখানে অন্তত ৪০ জন পর্যটক ছিলেন।
গো এটনার এক গাইড জিউসেপ্পে প্যানফালো দূর থেকে বিশাল ছাইয়ের মেঘের মধ্যে ডুবে যাওয়ার একটি ভিডিও পোস্ট করেন।
সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় মার্কিন বার্তাসংস্থা সিএনএন।
বার্তাসংস্থাটি বলছে, ইতালির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনার দক্ষিণ-পূর্ব দিকের একটি বড় অংশ ধসে পড়েছে, যার ফলে সোমবার সেখানকার আকাশে কয়েক কিলোমিটার উচ্চতায় বিশাল অগ্ন্যুৎপাত শুরু হয়।
ইতালির ভূকম্পন ও আগ্নেয়গিরি গবেষণা সংস্থা (আইএনজিভি) জানায়, ধসের কারণে ‘পাইরোক্লাস্টিক ফ্লো’ বা বিপজ্জনক গ্যাস, ছাই ও গরম পাথরের দ্রুতগামী ঢল সৃষ্টি হয়। এই ঢল অত্যন্ত উচ্চ তাপমাত্রায় ছুটে চলে এবং প্রাণঘাতী হতে পারে।
সংস্থাটি আরও জানায়, আগ্নেয়গিরির গর্ত থেকে লাভা ফোয়ারাও বের হয়। এছাড়া আগ্নেয় কম্পনের মাত্রা বেশ বেড়েছে, যা বিস্ফোরণ আরও বাড়ার ইঙ্গিত দেয়।
অবশ্য এই ঘটনার পর এখন পর্যন্ত কোনো এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। তবে আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর পর্যটকরা আতঙ্কে দৌঁড়ে পালাচ্ছেন।
মাউন্ট এটনা ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত এবং এটি ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। প্রায়শই এখান থেকে নাটকীয় ও দৃশ্যমান অগ্ন্যুৎপাত হয়ে থাকে। গত কয়েক মাস ধরেই এটনার কম্পন ও অগ্ন্যক্রিয়ায় বাড়তি গতি লক্ষ্য করা যাচ্ছিল।
মূলত সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এটনা ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি— যার উচ্চতা প্রায় ৩ হাজার ৩০০ মিটার। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসেও এটনায় জোরালো অগ্নুৎপাত লক্ষ্য করা গিয়েছিল।
ইতালীয় দ্বীপের আগ্নেয়গিরিটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র যেখানে প্রতি বছর ১৫ লক্ষ মানুষ ভ্রমণ করে থাকেন, যাদের অনেকেই প্রায় পুরো পথ হেঁটে এর চূঁড়ায় পৌঁছান।
যদিও মাউন্ট এটনা বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি, তবুও মানমন্দিরের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে এই মাত্রার কোনো অগ্ন্যুৎপাত ঘটেনি।
এই অগ্ন্যুৎপাতগুলি প্রায়শই শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই থেমে যায়। যদিও এবার বিস্ফোরণের তীব্রতা এখনও বাড়ছে এবং পর্বতটি লাভা এবং আগুন নির্গত করছে।
সুলতানা দিনা/অমিয়/