
কানাডার অন্টারিওর কাওয়ার্থা হ্রদ অঞ্চলে নৌকা ডুবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার (৮ জুন) দুপুরের পরে ঘটনাটি ঘটেছে স্টারজন লেকে, যা টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজ নৌকা ডুবে মৃত্যুর বিষয়টি জানিয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি।
বিভিন্ন মাধ্যমে জানা যায়, যে দুজনের মৃত্যু হয়েছে তারা হলেন, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু, যিনি বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন ছিলেন। অন্যজন বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা হিল রাকিব।
সিটিভি নিউজ জানায়, তিনজন পুরুষ বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়ার পর বিকেল ৩টার কিছু পরেই জরুরি উদ্ধারকারীদের ওই এলাকায় ডাকা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে, অন্টারিও প্রাদেশিক পুলিশের (ওপিপি) কাওয়ার্থা লেকস ডিটাচমেন্ট জানায়, নৌকাটি ডুবে যাওয়ার পর একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন, তবে অন্য দুজন ডুবে মারা গেছেন।
ওপিপি আরও জানায়, নৌকায় কোনো লাইফ জ্যাকেট ছিল না।
জানা গেছে, সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে স্থানীয় সময় শনিবার (৭ জুন) ঢাকা থেকে টরন্টো আসেন। সেখান থেকে রবিবার তারা লিনজি শহরে একটি কটেজে ওঠেন। পরে দুপুরের দিকে সাইফুজ্জামান, তার বন্ধু আব্দুল্লা হিল রাকিব ও রাকিবের ছেলে একটি ছোট নৌকা নিয়ে হ্রদে নামেন। এ সময় হ্রদের তীরে দাঁড়িয়ে সাইফুজ্জামানের স্ত্রী ও ছোট মেয়ে মোবাইলে ভিডিও করছিলেন। হঠাৎ করে নৌকাটি উল্টে যায়। এ সময় রাকিবের ছেলে সাঁতরে উঠে আসলেও সাইফুজ্জামান ও রাকিব পানিতে তলিয়ে যান। পরে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করে।
রাকিব ও সাইফুজ্জামান কানাডাপ্রবাসী বাংলাদেশি অভিনেতা টনি ডায়েসের বাল্যবন্ধু ছিলেন। তিনি তার ফেসবুকে দুজনের সঙ্গে তোলা নিজের ছবিজুড়ে দিয়ে লিখেছেন, ‘এখনো এটা বিশ্বাস করতে পারছি না। আজ সন্ধ্যায় টরন্টোর কাওয়ার্থা লেকে এক মর্মান্তিক দুর্ঘটনায় আমার দুই বাল্যবন্ধু আব্দুল্লাহ হিল রাকিব ও সাইফুজ্জামানকে হারিয়েছি। গত বছর টরেন্টোতে আমরা তিনজন একসঙ্গে ছিলাম। অনেক স্মৃতি...অনেক হাসি...। দয়া করে তাদের আপনার প্রার্থনায় রাখুন। শান্তিতে ঘুমাও ভাইয়েরা আমার।’
অমিয়/