কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো পুলিশকে নির্দেশ দিয়েছেন, কেউ যদি বিক্ষোভে অংশ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বা সম্পত্তি পুড়িয়ে দেয়, তাহলে তাকে পায়ে গুলি করে অক্ষম করে দিন, তবে হত্যা নয়।
সম্প্রতি দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগে ৩১ জন নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। কেনিয়ার রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের (KNCHR) তথ্যমতে, গত সোমবারের (৭ জুলাই) বিক্ষোভেই মারা গেছে ৩১ জন, আহত হয়েছে ১০০ জনের বেশি এবং গ্রেপ্তার করা হয়েছে ৫৩২ জনকে। তবে কেনিয়া পুলিশ দাবি করেছে, নিহত হয়েছে ১১ জন।
রুটো বলেন, ‘কেউ যদি অন্যের ব্যবসা বা সম্পত্তি পুড়িয়ে দেয়, তাহলে তাকে পায়ে গুলি করে হাসপাতালে পাঠান, পরে আদালতে সোপর্দ করুন। হত্যা করবেন না, তবে নিশ্চিত করুন যেন তার পা ভেঙে যায়।’
তিনি আরও বলেন, তার বিরোধীরা যেন সহিংস বিক্ষোভ বা বেআইনি উপায়ে তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা না করে। তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আইন লঙ্ঘন করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে কেনিয়াকে কেউ শাসন করতে পারবে না, আমার আমলে তা কখনোই হবে না।’
তিনি উল্লেখ করেন, সরকার পরিবর্তনের একমাত্র বৈধ পথ হচ্ছে নির্বাচন। ২০২৭ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
রুটো বলেন, ‘এই দেশ কয়েকজন অধৈর্য মানুষের জন্য ধ্বংস হতে পারে না, যারা অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন করতে চায় - তা কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না।’
২০২২ সালে রুটোর সঙ্গে নির্বাচিত হয়েছিলেন সাবেক উপ-প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া। পরে সম্পর্কের অবনতি হলে তিনি অভিশংসিত হন। গাচাগুয়া বলেন, ‘আমরা রুটোকে অসাংবিধানিকভাবে সরাতে চাই না। আমরা চাই ২০২৭ সালের নির্বাচনে ব্যালটের মাধ্যমে তার মোকাবিলা করতে।’
গত মাসে পুলিশি হেফাজতে ব্লগার আলবার্ট ওজওয়াংয়ের মৃত্যুর পর থেকে কেনিয়ায় আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক বছর আগে কর বৃদ্ধির প্রতিবাদে তরুণরা পার্লামেন্টে ঝড় তুলেছিল।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তরুণদের বেকারত্ব ও চাকরির মানজনিত সংকট এই ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে।
রুটো স্বীকার করেন, তরুণদের জন্য কাজের সুযোগের ঘাটতি রয়েছে, তবে তিনি দাবি করেন- এই সংকট তার আগেই শুরু হয়েছে এবং তার সরকার প্রথমবারের মতো বিষয়টি সমাধানে সচেষ্ট হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, ‘আগের সরকারের চেয়ে কেন আমার সময়েই এত বিশৃঙ্খলা? আমাকে আপনি যা খুশি বলতে পারেন, তবে আমি নিশ্চিত করব - কেনিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।’
সোমবারের বিক্ষোভ ছিল কেনিয়ার দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের স্মরণে আয়োজিত কর্মসূচি, যা দ্রুতই প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশের ৪৭টি কাউন্টির মধ্যে অন্তত ১৭টিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা ‘রুটো হটাও’ ও ‘ওয়ান টার্ম’ (এক মেয়াদে বিদায়) স্লোগান দেন।
KNCHR এক বিবৃতিতে নিহতের সংখ্যা বেড়ে যাওয়াকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে। সংস্থাটি বলেছে, ‘আমরা সকল মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানাই এবং পুলিশের পাশাপাশি বেসামরিক ও সংশ্লিষ্ট সব পক্ষের দায় নিশ্চিত করার আহ্বান জানাই।’
তারা আরও জানিয়েছে, অজ্ঞাতনামা ব্যক্তিদের হাতে সরকারি ও বেসরকারি স্থাপনায় লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাজধানী নাইরোবির উপকণ্ঠ কিয়াম্বুতে ১২ বছরের এক শিক্ষার্থী ঘরে বসে থাকার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, ‘এটি অত্যন্ত উদ্বেগজনক যে, এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে, যখন ২৫ জুন নাইরোবিসহ দেশের বিভিন্ন স্থানে আরও ১৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছিল।’
তিনি জানান, বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, অজ্ঞাত হামলাকারীরা দু’টি হাসপাতালে হামলা চালিয়ে চিকিৎসা সরঞ্জাম লুট করেছে এবং হাসপাতালের কর্মীদের হয়রানি করেছে।
হত্যাকাণ্ড, সম্পত্তি ধ্বংস এবং নির্বিচার গ্রেপ্তারের বিষয়ে ধর্মীয় ও মানবাধিকার সংগঠনগুলো দ্রুত, স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
বিরোধী নেতারা অভিযোগ করেছেন, সরকার পুলিশ ভ্যান দিয়ে সশস্ত্র গ্যাং সদস্যদের বিক্ষোভস্থলে পাঠিয়েছে, বিশেষ করে বিরোধী ঘাঁটিগুলোতে।
তারা প্রেসিডেন্ট রুটোর প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যবসা বর্জনের আহ্বান জানায়।
বিরোধীরা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘এই সরকার শত্রুভাবাপন্ন। তাদের সঙ্গে যুক্তিযুক্ত আলোচনা সম্ভব নয়। এই সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। আমরা থামব না, পিছু হটব না, আত্মসমর্পণ করব না।’
কেনিয়ার প্রধান বিচারপতি মার্থা কুমে সহিংস বিক্ষোভ বন্ধে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের আন্দোলন দেশটির গণতান্ত্রিক ভিত্তিকে হুমকির মুখে ফেলতে পারে। সূত্র: বিবিসি
মাহফুজ/