
কাতারের দোহায় মার্কিন ঘাঁটি আল-উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সোমবার (২৩ জুন) জানায়, এই হামলা কাতারের বসতি এলাকা থেকে দূরে পরিচালিত হয়েছে এবং কাতার বা দেশটির জনগণের জন্য এতে কোনও হুমকি নেই।
মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানায়।
ইরানের এই বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহান জনগণের জন্য কোনও হুমকি নয়। ইসলামি প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
যদিও এই হামলাকে কাতার তার সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলার ব্যাখ্যা দিয়ে বলেছে, এটি ছিল হোয়াইট হাউজ ও তার মিত্রদের জন্য একটি ‘সরাসরি ও সুস্পষ্ট বার্তা’।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ওপর যেকোনও আক্রমণের জবাব দেওয়া হবে, কোনও অবস্থাতেই তা প্রতিক্রিয়াবিহীন থাকবে না।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কাতারে এই হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যদিও ইরান কাতারের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তবে দোহা সরকারের তীব্র প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে, তারা তাদের ভূখণ্ডে এমন হামলা মেনে নিতে প্রস্তুত নয়।
এদিকে, মঙ্গলবার (২৪ জুন) সকালে ইসরায়েলি ভূখণ্ডে এক ঘণ্টায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইরান। এদিন সকাল থেকেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে ইরান- এমনটা জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদমাধ্যমটির তথ্যমতে, এক ঘণ্টায় পাঁচ দফা ক্ষেপণাস্ত্র হামলাতে ৩ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন।
সুলতানা দিনা/