ঢাকা ১ শ্রাবণ ১৪৩২, বুধবার, ১৬ জুলাই ২০২৫
English

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: ইরানে উসকে উঠছে জাতীয়তাবাদ

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৪৬ পিএম
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: ইরানে উসকে উঠছে জাতীয়তাবাদ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। বহু মানুষ হতাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে ইরান। দেশটির শাসকগোষ্ঠীর বিরোধীরাও এই মুহূর্তে দেশের পক্ষে অবস্থান নিচ্ছে। জাতীয়তাবাদ জেগে উঠছে। 

প্রায় ৪৫ বছর ধরে নিঃশব্দে চলছিল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। মাঝে মাঝে উত্তেজনা চরমে উঠলেও দুপক্ষ কখনো সরাসরি একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করেনি। সংঘর্ষ হয়েছে মূলত তৃতীয় দেশের ভেতর, বিশেষ করে ইরাকে। ইরাকের মাটিতে ইরানের সমর্থিত হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন। এই ঘটনা সামনে এনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সেটিই ছিল যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার কারণ। 

তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘোষণা দিয়ে বলেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে এমন এক শাসকের বিরুদ্ধে, যিনি কখনো নিজের হাতে আক্রমণ চালাননি, বরং সব সময় অন্যদের ব্যবহার করে কাজ করিয়ে নিয়েছেন।

ইরাকে যুক্তরাষ্ট্রের সেনারা ছিলেন দখলদার বাহিনী। সড়কে টহলের সময় তারা চলতেন ভারী বর্মে আচ্ছাদিত হামভিতে। কারণ ইরান-সমর্থিত বিদ্রোহীরা ব্যবহার করত এমন বোমা, যেগুলো তামার গোলক ছুড়ে এই বর্ম ভেদ করতে পারত। এম১ আব্রামস ট্যাংকও এসব থেকে রক্ষা পেত না। যারা বেঁচে যেতেন, তারা অনেক সময় হাত বা পা হারাতেন। 

ইরাক যুদ্ধের মার্কিন সামরিক নথি অনুযায়ী, এই বিস্ফোরকে ব্যবহৃত তামার পাতের একটি চালান আটক করা হয়েছিল। যেগুলো ছিল ইরানের একটি ল্যাবে তৈরি।

ইসরায়েলি কর্মকর্তারা আগেই যুক্তরাষ্ট্রকে এসব অস্ত্র সম্পর্কে সতর্ক করেছিলেন। তারা নিজেরাও লেবাননে হিজবুল্লাহর হামলায় এসব বোমা হামলার শিকার হয়েছিলেন। হিজবুল্লাহ গড়ে তোলে যুক্তরাষ্ট্র ও অস্ত্র দেয় ইরান। ২০০৩ সালে আমেরিকার ইরাক আগ্রাসনের পর তেহরান এসব প্রযুক্তি হিজবুল্লাহর মাধ্যমে মাঠে নামায়।

ইরান-যুক্তরাষ্ট্র বৈরিতার শুরু ১৯৭৯ সালে। তখন সাধারণ ইরানিরা বিদ্রোহ করেন যুক্তরাষ্ট্রপন্থি শাহের বিরুদ্ধে। এই শাহ ছিলেন সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দাদের সহায়তায় ক্ষমতায় আসা একজন রাজা, যিনি হটিয়ে দিয়েছিলেন তেল জাতীয়করণের পক্ষে থাকা এক জনপ্রিয় নির্বাচিত সরকারকে। ওই সরকার এক ব্রিটিশ তেল কোম্পানিকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল।

আজও তেহরানের একটি ভবনের দেয়ালে আঁকা আছে আমেরিকার পতাকা, যেখানে তারার জায়গায় খুলি ও ডোরাকাটা অংশে বোমার চিত্র। বহু বছর পরও দেয়ালচিত্রটি নতুন করে রং করা হয়। ওই স্থানে এখনো স্পষ্ট ‘আমেরিকার মৃত্যু হোক’- এই বিখ্যাত স্লোগান লেখা।

এই ভবনটিই একসময় ছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস, এখন পরিচিত ‘গোয়েন্দাদের গুহা’ নামে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের সময় এখানেই হামলা চালায় খোমেনির অনুসারীরা। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ছিলেন ওই বিপ্লবের নেতা। তাকেই টাইম ম্যাগাজিন ১৯৭৯ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল। (তাকে যেন মিলিয়ে না ফেলা হয় বর্তমান সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আলী খামেনির সঙ্গে। যিনি এখন নাকি নিজের উত্তরসূরি বেছে নিচ্ছেন)।

দূতাবাস ভবনটি এখন একটি জাদুঘর। যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক তথ্য এবং বুকিং ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইজার একে কার্যকর জাদুঘর হিসেবে বর্ণনা করেছে। বিপ্লবীরা যখন দেয়াল ডিঙিয়ে ভেতরে ঢুকছিলেন, তখন মার্কিন কূটনীতিকরা গোপন নথি কুচিয়ে ফেলছিলেন। ওই এক-আধ ইঞ্চি টুকরো করা কাগজ এখন টেবিলে সাজানো, অনেক কাগজ জোড়া লাগানো হয়েছে-গোটা দৃশ্যেই ধরা পড়ে বিপ্লবের উত্তেজনা।

৪৪৪ দিন ধরে ৫০ জনের বেশি মার্কিন কূটনীতিক সেখানে বন্দি ছিলেন। ওই অপমানের ইতিহাসে আমেরিকা এখনো ক্ষুব্ধ। এবার তাদের হামলায় ইরানও একই রকম অপমানবোধ করছে।

তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক জায়গা হলো- যখন যুদ্ধ ইরানের ভেতরে শুরু হয়, তখন তা ২ হাজার ৫০০ বছরের পুরোনো এক জাতিকে জাগিয়ে তোলে। 

ইরানের অনেক নাগরিক শাসকদের ঘৃণা করলেও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ান। ১৩ জুন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ঘাঁটি থেকে তেহরানে ড্রোন ও যুদ্ধবিমান হামলা চালানো হয়। অনেকে বিস্ময়ে দেখছিলেন। তেহরানে রসিকতা চলছে- ইরানের পাল্টা হামলায় লক্ষ্যবস্তু ছিল মোসাদের সদর দপ্তর, কিন্তু ওটা খালি ছিল। কারণ সব এজেন্ট তখন তেহরানেই!

২০০২ সালে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি প্রথম প্রকাশ্যে আসে। সে সময় সংস্কারের পক্ষে একটি আন্দোলন হয়। তখন অনেকে ভেবেছিলেন, নির্বাচনের মাধ্যমে সরকার বদলানো সম্ভব। কিন্তু ওই সংস্কারবাদী আন্দোলন ব্যর্থ হয়। সরকার বুঝে যায়, জনসমর্থন নেই। তখন তারা প্রতিবাদ দমন করা শুরু করে এবং গোপনে পরমাণু কর্মসূচি গড়ে তোলে।

ইরানের নানা প্রান্তেই বহু মানুষ শাসকবিরোধী। ছোট শহর থেকে রাজধানী পর্যন্ত প্রতিবাদের ঢেউ ওঠে। তবে বোমা আঘাত হানলে হিসাব বদলায়। প্রথম রাতে ইসরায়েল শুধু সামরিক স্থাপনায় হামলা চালালেও পরে তারা তেল শোধনাগার ও পানি সরবরাহ লাইনেও আঘাত হানে। রাজধানীর উত্তরের তাজরিশ স্কয়ারে এক বোমায় মারা যান খ্যাতনামা এক গ্রাফিক ডিজাইনার, যিনি সেই সময় ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ছিলেন।
গাজা যেন ছায়ার মতো তাড়া করছে ইসরায়েলের প্রতিটি অভিযানে। ইরানের পাল্টা হামলায় যখন ইসরায়েলিরা নিহত হন, তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুমকি দেন- ‘তেহরান পুড়ে ছাই হয়ে যাবে।’

এদিকে ইরানের ভেতরে যারা সরকারের সমালোচক, তারাও এখন বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করছেন। টেলিগ্রামে এক বিবৃতিতে মানবাধিকারকর্মী ও রাজনৈতিক আন্দোলনকারীরা বলেন-

‘এই দেশের ইতিহাসের সংকটময় মুহূর্তে, যখন আমরা একটি বর্ণবাদী ইসরায়েলি সরকারের আগ্রাসনের মুখে, তখন আমরা এই হামলার নিন্দা জানাই। আমরা যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করি। কারণ আমরা মনে করি, এটি আমাদের নাগরিক সমাজের গণতন্ত্র ও মানবাধিকারের প্রয়াসকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা আমাদের মাতৃভূমির অখণ্ডতা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ। আমরা এই অঞ্চলে শান্তির পক্ষেও।’

তেহরানে পারমাণবিক গবেষণা চুল্লির আশপাশে আতঙ্ক ছড়িয়েছে। সরকার পটাসিয়াম আয়োডাইড ট্যাবলেট বিতরণ শুরু করেছে। যেটি তেজস্ক্রিয়তা থেকে গলা রক্ষা করতে সাহায্য করে। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানে যেসব স্থাপনায় বোমা পড়েছে, সেগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। সেখানে রেডিয়েশন ছড়ানোর ঝুঁকি কম। কিন্তু তেহরানের চুল্লি ব্যতিক্রম। এটি ১৯৬৭ সালে আমেরিকা স্থাপন করেছিল। শহরের মাঝখানে ৯০ লাখ মানুষের আবাস। বলা হয়েছে, কেবল রাষ্ট্রীয় টেলিভিশনের নির্দেশ পেলে নির্দিষ্ট বয়সীদের এই ওষুধ খেতে হবে। অথচ ওই টেলিভিশন চ্যানেলেও হামলা চালিয়েছে ইসরায়েল।

এখন প্রশ্ন, এরপর কী হবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে ইরানের শাসকদের আচরণের ওপর। তারা কখনো খুব জনপ্রিয় ছিলেন না। কিন্তু যখন ইরানের ভেতরে বিদেশি সেনা আসে, তখন জাতি একত্র হয়। ইরানে সরকারবিরোধিতা আছে, কিন্তু মাতৃভূমির প্রতি ভালোবাসাও প্রবল।

এই জাতীয় গর্ব ইসলামের আগের সময় থেকে চলে আসছে। ইরানের মালভূমিতে আজও কেউ কেউ পালন করেন প্রাচীন জরথ্রুস্ট ধর্ম- বিশ্বের প্রথম একেশ্বরবাদী ধর্ম, যার ভিত্তিতে গড়ে উঠেছিল এক সাম্রাজ্য। এই ঐতিহ্য এখনো ইরানিদের মনে গেঁথে আছে।

এই গর্ব ধরা পড়ে নামের মধ্যেও- দারিওস, কাইরাস; যেটি পারস্য সম্রাটদের নাম। পার্সেপোলিসের ধ্বংসাবশেষে খোদাই করা চিত্রে দেখা যায়, বিশ্ববাসী নতজানু হয়ে পারস্য শাসকের সামনে শ্রদ্ধা জানাচ্ছে। অনেক ইরানি এখনকার পারমাণবিক কর্মসূচিকেই সেই ঐতিহ্যের অংশ মনে করেন। তাদের মতে, এটি ‘অপরিহার্য অধিকার’। কারণ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সদস্যরাষ্ট্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারে।

তেহরানে এখন দেখা যাচ্ছে, দীর্ঘদিন জনসমর্থনহীন সরকার নতুন করে কিছুটা সমর্থন ফিরে পাচ্ছে। 

এক বিশ্ববিদ্যালয় শিক্ষক ব্যক্তিগতভাবে বন্ধুকে বলেন, ‘খামেনি যদি পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধও করতেন, তবু ইসরায়েল হামলা চালাত। তাদের উদ্দেশ্য ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা।’

লেখক: টাইম পত্রিকার জেরুজালেম ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্বে আছেন। টাইম থেকে অনুবাদ: এম আর লিটন

সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইসরায়েলি হামলা, দ্রুত সরে যাওয়ার আহ্বান

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম
সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইসরায়েলি হামলা, দ্রুত সরে যাওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও সেনাপ্রধানের (জেনারেল স্টাফ) প্রাসাদে ইসরায়েলের হামলা চালিয়েছে ইসরায়েল। তুরস্কের তরফ থেকে প্রেসিডেন্ট আল শারাকে দ্রুত প্রাসাদ ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

বুধবার (১৬ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কজুড়ে অবিরাম বিমান হামলায় সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। বাদ যায়নি প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের বাসভবন। হামলায় প্রকৃত হতাহতের সংখ্যা এখনো জানা যায় নি।

সিরিয়ার সুইদা প্রদেশে দ্রুজদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর সংঘাতকে কেন্দ্র করে দ্রুজদের পক্ষ নিয়ে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে এ হামলা পরিচালনা করা হচ্ছে। 

ইসরায়েল বলছে এটি সতর্কবার্তা দেওয়ার জন্য করা হয়েছে। কথা না শুনলে প্রেসিডেন্ট আল-শারাকে টার্গেট করা হবে। সুওয়াইদার ঘটনাবলী নিয়ে সিরিয়ান সরকারের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ এক বিবৃতিতে বলেন, সিরিয়ান সরকারকে সুয়াইদার দ্রুজ সম্প্রদায়কে একা ছেড়ে দিতে হবে এবং তাদের বাহিনীকে অঞ্চলটি থেকে প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, আমরা আগেই স্পষ্ট করে দিয়েছি, ইসরায়েল সিরিয়ার দ্রুজ জনগণকে ত্যাগ করবে না এবং আমরা যে ‘অসামরিককরণ নীতি’ গ্রহণ করেছি তা কার্যকরভাবে বাস্তবায়ন করব।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট দক্ষিণ সিরিয়ায় জরুরি সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তে আরও দুইটি সামরিক কোম্পানি মোতায়েন করেছে। এর আগে গতকাল মঙ্গলবার একটি কোম্পানি মোতায়েন করেছিল।

এদিকে সিরিয়ার দ্রুজ অধ্যুষিত এলাকায় দ্রুজ মিলিশিয়ারা ইসরায়েলি পতাকা উড়িয়েছে। 

সিরিয়ায় থাকা তুরস্ক তার সমস্ত ঘাঁটিতে জরুরি সতর্কতা অবস্থা জারি করেছে।


বিস্তারিত আসছে…

ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসি পেছানোর নেপথ্যে মুফতি মুসলিয়ার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম
ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসি পেছানোর নেপথ্যে মুফতি মুসলিয়ার
নিমিশা প্রিয়া

ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল আজ (১৬ জুলাই)। তবে তা স্থগিত করা হয়েছে। জানা যাচ্ছে, ভারতীয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা এবং ভারতের গ্র্যান্ড মুফতি কাঁথাপুরম এপি আবুবকর মুসলিয়ার হস্তক্ষেপে নিমিশার মৃত্যুদণ্ড পিছিয়েছে।

এর ফলে নিমিশার পরিবার আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

বর্তমানে নিমিশা হুথি নিয়ন্ত্রিত একটি কারাগারে বন্দি। হুথিদের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও নিমিশার জন্য আশার আলো দেখা দিয়েছে ভারতের গ্র্যান্ড মুফতির চেষ্টায়।

ভারতের এই সুন্নি মুসলিম নেতা ইয়েমেনের কিছু ইসলামিক স্কলারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা নিমিশার মৃত্যুদণ্ড নিয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করে আলোচনা করেন।

এর আগে জানা গিয়েছিল, আবুবকর মুসলিয়ারের নির্দেশে এক সুফি আলেমের প্রতিনিধি এবং খুন হওয়া ব্যক্তির পরিবারের এক সদস্যের মধ্যে কথাবার্তা হয়। পাশাপাশি, অন্য পক্ষের সঙ্গে পারস্পরিক সম্মতিতে একটি সমাধানে পৌঁছাতে প্রিয়ার পরিবারকে বাড়তি সময় দেওয়ার চেষ্টা করছে ভারত।

ভারতের কর্মকর্তারাও ইয়েমেনের কারা কর্তৃপক্ষ এবং প্রসিকিউটর অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন, ফলে শেষ পর্যন্ত আজকের মতো নিমিশার মৃত্যু স্থগিত করা সম্ভব হয়।

ইয়েমেনের শরিয়া আইনে ‘ব্লাড মানি’ একটি গ্রহণযোগ্য বিধান। এই হিসাবে নিমিশার পরিবার ভুক্তভোগীর পরিবারকে আট কোটি ৬০ লাখ টাকা দিতে ইচ্ছুক ছিল।

মুসলিয়ার বলেন, ‘ইসলামে হত্যার পরিবর্তে ক্ষতিপূরণ দেওয়ার প্রথা রয়েছে। আমি তাদের তা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি।’

গ্র্যান্ড মুফতিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত হওয়ায় আপাতত স্বস্তি পেলেও তা পুরোপুরি এড়াতে এবং তাকে নিরাপদে ভারতে ফেরানোর পথ এখনও অনেকটাই দীর্ঘ।

অমিয়/

হোয়াইট হাউসের দেয়াল পেরিয়ে ‘উড়ে এল ফোন’, শোরগোল-লকডাউন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০১:৪৭ পিএম
হোয়াইট হাউসের দেয়াল পেরিয়ে ‘উড়ে এল ফোন’, শোরগোল-লকডাউন
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের সামনের গেটের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হঠাৎ করে ছুঁড়ে ফেলা হয় একটি মোবাইল ফোন। মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সিক্রেট সার্ভিস হোয়াইট হাউসের সামনের লনটি কিছুক্ষণের জন্য লকডাউন করে দেয়। 

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দেয়ালের উপর দিয়ে একটি অজ্ঞাত বস্তু (মোবাইল ফোন) উত্তর লনে ছুঁড়ে মারা হয়। এর প্রতিক্রিয়ায়, সিক্রেট সার্ভিস দ্রুত হোয়াইট হাউস এবং পার্ক সংলগ্ন এলাকা লকডাউন করে দেয়। এছাড়া, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেনসিলভেনিয়া অ্যাভিনিউ বন্ধ করে দেয়। 

অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি ফোনটি হোয়াইট হাউসে ছুড়েছিলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ। ওই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় হোয়াইট হাউসে। নিরাপত্তা মূলক ব্যবস্থা হিসেবে কিছুক্ষণের জন্য লকডাউন জারি করা হয় সেখানে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।

দুপুরের দিকে হোয়াইট হাউসের প্রেস পুলের সদস্যরা শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহনের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়ই এই ঘটনাটি ঘটে। তবে সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেয় মার্কিন সিক্রেট সার্ভিস। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে সাংবাদিকদের জেমস এস ব্র্যাডি ব্রিফিং রুমে নিয়ে যাওয়া হয়। এর পরেই সাময়িক ভাবে জারি করা হয় লকডাউন। এমনকী, যান চলাচলও বন্ধ করে দেওয়া হয় পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে। এ ছাড়াও হোয়াইট হাউসের নর্থ লনে প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। স্থানীয় সময় সকাল ১১:৫৬ মিনিটে লকডাউন তুলে নেওয়া হয়। সাংবাদিকদের নর্থ লনে ফিরে আসার অনুমতি দেওয়া হয়। দুপুরের মধ্যে সংবাদকর্মীরা হোয়াইট হাউসের পাম রুমে পুনরায় জড়ো হন। প্রেসিডেন্টের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজও হয়। এর পরে ধীরে ধীরে ছন্দে ফিরে আসে হোয়াইট হাউস।

এই ঘটনায় এখন পর্যন্ত হোয়াইট হাউসের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

সুলতানা দিনা/

কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০১:২২ পিএম
কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ শিক্ষক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে এক কলেজশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে নরেন্দ্র, সন্দ্বীপ, অনুপ নামে তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই)  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জানা গেছে, অভিযুক্ত নরেন্দ্র পদার্থবিদ্যা পড়ান, সন্দ্বীপ জীববিজ্ঞান পড়ান আর তাদের বন্ধু অনুপ অন্য বিষয় পড়ান। তারা তিনজনই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। যেখানে ভুক্তভোগী ছাত্রী পড়াশোনা করেন।

এর মধ্যে নরেন্দ্র নোট দেওয়া ও পড়াশোনায় কথা বলার অজুহাতে ওই ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি ছাত্রীকে অনুপের বাড়িতে ডাকেন। সেখানে ছাত্রীটিকে নরেন্দ্র প্রথমে ধর্ষণ করেন এবং এ কথা কাউকে বললে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেন। এর কয়েকদিন পর সন্দ্বীপ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। বাধা দিলে আগের ধর্ষণের ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে সন্দ্বীপও অনুপের বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এর পর অনুপ ওই ছাত্রীকে তার বাড়ির সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে যৌন হেনস্তা করেন।

পরে ভুক্তভোগী ছাত্রী তার মা-বাবাকে ঘটনা জানালে তারা তাকে কর্ণাটক রাজ্যের মহিলা কমিশনে নিয়ে যান এবং মারাঠাহাল্লি থানায় মামলা করেন। 

এর প্রেক্ষিতে অভিযুক্ত ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

মেহেদী/

সুদানে আরএসএফের হামলায় প্রায় ৩০০ জন নিহত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম
সুদানে আরএসএফের হামলায় প্রায় ৩০০ জন নিহত
ছবি: সংগৃহীত

সুদানে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) উত্তর কোরদোফান রাজ্যের কয়েকটি গ্রামে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এতে নারী-শিশু সহ প্রায় ৩০০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে ইমার্জেন্সি ল’ইয়ার্স নামে মানবাধিকার আইনজীবীদের একটি সংগঠন।

গত শনিবার (১২ জুলাই) তারা বারা শহরের আশপাশের গ্রামগুলোতে আরএসএফের এই হামলার তথ্য পেয়েছে।

সংগঠনটির ভাষ্যমতে, শাগ আলনোম গ্রামে একটি ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়ে ২০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। অনেককে ঘরের মধ্যে পুড়িয়ে মারা হয়, আবার অনেককে গুলি করে হত্যা করা হয়। কাছাকাছি আরও কয়েকটি গ্রামে ৩৮ জন নিহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ।

এর পরদিন হিলাত হামিদ গ্রামেও আরেকটি হামলায় কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুরাও ছিল।

ইমার্জেন্সি ল’ইয়ার্স বলেছে, যেসব গ্রামে হামলা চালানো হয়েছে, সেখানে কোনো ধরনের সামরিক ঘাঁটি বা লক্ষ্য ছিল না। তাই এটি নিছক যুদ্ধ নয়—এটি ছিল একটি পরিকল্পিত ও নির্মম গণহত্যা। আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সম্পূর্ণ উপেক্ষা করে এই হামলা চালানো হয়েছে।

২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে। সেনাবাহিনী দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে শক্ত অবস্থানে থাকলেও, আরএসএফ পশ্চিমাঞ্চলের দারফুর ও উত্তর কোরদোফানে তাদের নিয়ন্ত্রণ জোরদার করতে চাচ্ছে। সূত্র: আল জাজিরা

মেহেদী/