ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির খবরে তেলের বাজারে বড় পরিবর্তন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:৫২ পিএম
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির খবরে তেলের বাজারে বড় পরিবর্তন
ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি খবরের পর মঙ্গলবার (২৪ জুন) ইউরোপে তেলের দাম কমেছে। ফলে সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে। 

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম গত সপ্তাহে ৩.৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৫.৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া  বিশ্বব্যাপী বেঞ্চমার্ক  অপরিশোধিত তেলের দাম ৩.৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৮.৮ ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ইসরায়েল ও ইরানের মধ্যে  সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করেন। পরে তিনি জানান, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর। ইরানি ও ইসরায়েলি গণমাধ্যমও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে। 

সোমবার (২৩ জুন) কাতারের দোহাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের দাম ৭% শতাংশের বেশি কমেছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম ৭.২ শতাংশ  কমে ব্যারেল প্রতি ৬৮.৫১ ডলারে দাঁড়িয়েছে, যা এপ্রিলের শুরুর পর থেকে একদিনের সবচেয়ে বড় পতন এবং গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন।

রয়টার্সের মতে, ২০২২ সালের আগস্টের পর থেকে এটি সবচেয়ে বড় দরপতন।

সুলতানা দিনা/

দুধ খেতে না চাওয়ায় নবজাতকে ফুটন্ত পানিতে ডুবিয়ে মারলেন মা!

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম
দুধ খেতে না চাওয়ায় নবজাতকে ফুটন্ত পানিতে ডুবিয়ে মারলেন মা!
প্রতীকী ছবি

ভারতের বেঙ্গালুরুতে দুধ খেতে না চাওয়ায় হেমন্ত কুমার নামে এক মাস ৮ দিন বয়সী ছেলেকে ফুটন্ত পানিতে ডুবিয়ে হত্যা করেছেন রাধা নামে এক মা (২৭)। এ ঘটনায় অভিযুক্ত রাধাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (৭ জুলাই) বিশ্বেশ্বরপুরে রাধা নামে ওই নারী তার বাবার বাড়িতে এ ভয়াবহ কাণ্ড ঘটান

পুলিশ জানায়, রাধা পোস্টপার্টাম ডিপ্রেশনে (প্রসবোত্তর অবসাদ) ভুগছিলেন। সময়ের আগেই ভুমিস্ট হওয়ায় দূর্বল ছিল শিশুটি। প্রায়ই দুধ খেতে চাইত না। মাঝেমধ্যেই অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত সে। এর ফলে অভিযুক্ত রাধা বিশ্বাস করতে শুরু করেন যে শিশুটি স্বাভাবিক নয়। সেই হতাশা থেকেই তিনি চুলা জ্বালিয়ে, রান্নার পাত্রে পানি ফুটিয়ে শিশুটিকে তাতে শুইয়ে দেন।

জানা গেছে, দুবছর আগে পবন নামে এক অটোচালক তরুণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাধা। মাসখানেক আগে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। তার সাংসারিক জীবনে প্রচণ্ড অশান্তি ছিল। রাধার স্বামী মদ্যপ ও বেকার। সন্তান জন্মের পর স্বামী তার সঙ্গে থাকতেন না।

মেহেদী/ 

ভারতের জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম
ভারতের জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ভারতের রাজস্থানে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট নিহত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) চুরু জেলার ভানুদা গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।

বিমান ভেঙে পড়তেই এলাকার বাসিন্দারা সেখানে জড়ো হন। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। এতে দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যাচ্ছে।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গেছেন। 

গ্রামবাসীরা জানান, বিকট শব্দের পর বিমানটি ভেঙে পড়ে। তারপরেই বিমানে আগুন লেগে যায়। গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। ধ্বংসস্তূপের কাছ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই মরদেহটি পাইলটের।

ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

এর আগে গত এপ্রিলে গুজরাটের জামনগরের কাছে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। এতে পাইলট সিদ্ধার্থ যাদব সহকারী পাইলটের জীবন বাঁচাতে গিয়ে নিহত হন।

প্রশিক্ষণ অভিযানের সময় যান্ত্রিক ত্রুটির কারণে রাত সকাল সাড়ে ৯টায় একটি খোলা মাঠে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছিল।

সিদ্ধার্থের বাবা সুশীল যাদব ছেলের প্রতি তার গর্বের কথা জানিয়ে এনডিটিভিকে বলেন, ‘আমি খুব গর্বিত... সে অন্য একজনকে বাঁচাতে গিয়ে তার জীবন হারিয়েছে। কিন্তু এটা দুঃখেরও বিষয় কারণ সে আমার একমাত্র ছেলে ছিল।’

অমিয়/

ব্রিকসভুক্ত দেশগুলোর ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০১:৩৫ পিএম
ব্রিকসভুক্ত দেশগুলোর ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ব্রিকসভুক্ত দেশগুলোকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে বলে জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৮ জুলাই) ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ব্রিকস যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে এবং ডলারের দাম কমানোর জন্য গঠন করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘ব্রিকস গঠন করা হয় আমাদের ক্ষতি করার জন্য, আমাদের ডলারের দাম কমানোর করার জন্য...। ডলার যাতে আর স্ট্যান্ডার্ড না থাকে, তার জন্য। ওরা যদি নিজেদের খেলাটা খেলতে চায়, আমিও ওদের খেলাটা খেলতে পারি। সুতরাং ব্রিকসে যেই আছে তাদেরই ১০ শতাংশ চার্জ (শুল্ক) দিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘যে দেশগুলো ডলারকে চ্যালেঞ্জ করতে চায়, তাদের চড়া মূল্য দিতে হবে।’

তার কথায়, ‘আমি মনে করি না যে তাদের (ব্রিকস দেশগুলি) মধ্যে কেউ সেই মূল্য দিতে ইচ্ছুক।’

ব্রিকস অনেকাংশে ভেঙে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম ব্রিকস আছে। আমি এক বছর আগে বলেছিলাম, এটি মূলত ভেঙে গেছে, তবে তাদের মধ্যে কয়েকটি দেশ এখনও ঝুলছে। ব্রিকস গুরুতর হুমকি নয়, তবে তারা ডলার ধ্বংসের চেষ্টা করছে।’

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, ডলারের বৈশ্বিক অবস্থান রক্ষার জন্য আমেরিকার একজন স্মার্ট নেতা দরকার।

ট্রাম্প বলেন, ‘আমরা যদি ডলারের বিশ্বমান হারাই, সেটা হবে যুদ্ধে হেরে যাওয়ার মতো, বড় ধরনের বিশ্বযুদ্ধে হারের মতো। আমরা আর সেই মহান দেশ থাকব না। কিন্তু ডলারই রাজা। আমরা এভাবেই চলব।’ সূত্র: রয়টার্স

পেজেশকিয়ানকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:৪৮ পিএম
পেজেশকিয়ানকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল
মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। তিনি বৈঠক করছিলেন এমন অঞ্চলে বোমাবর্ষণ করেছিল দেশটি।

মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কার্লসনকে পেজেশকিয়ান বলেন, ‘হ্যাঁ, তারা চেষ্টা চালিয়েছিল। তারা সে অনুসারে কাজও করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’ কার্লসন পেজেশকিয়ানকে জিজ্ঞাসা করেছিলেন, ইসরায়েল কখনো তাকে হত্যার চেষ্টা করেছিল কি না। সেটির উত্তরেই পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

কার্লসন দোভাষীর সহায়তায় পেজেশকিয়ানের সাক্ষাৎকার নিয়েছেন এবং সাক্ষাৎকারটি গত সোমবার প্রকাশ করা হয়েছে।

ইরান ও ইসরায়েলের সংঘাতের পর এবারই প্রথম ইরানি প্রেসিডেন্ট পশ্চিমা কোনো গণমাধ্যম ব্যক্তিত্বকে সাক্ষাৎকার দিলেন। 

পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেনি। ইসরায়েল করেছে। আমি বৈঠকে ছিলাম… তারা ওই এলাকায় হামলা চালিয়েছে, যেখানে আমরা বৈঠক করছিলাম।’

তবে ইসরায়েল গত মাসের সংঘাতের সময় ওই চেষ্টা চালিয়েছে কি না, তা তিনি স্পষ্ট করেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এরই মধ্যে জানিয়েছেন, ইসরায়েল ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তিনি তা আটকে দিয়েছেন। খামেনি এখনো প্রকাশ্যে আসেননি। তাকে গোপন ও নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে দাবি করেছেন ইরানের কর্মকর্তারা। এর মধ্যে শুধু একদিন তেহরানে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন খামেনি। এতে স্বস্তি ফিরে এসেছে খামেনির সমর্থকদের মধ্যে। 
 
পেজেশকিয়ান গত গ্রীষ্মে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাকে হত্যায় ইসরায়েল সফল হলে, গোটা বিষয়টি অন্যদিকে মোড় নিতে পারত। সেক্ষেত্রে ইরানের রাজনৈতিক কাঠামোতেও বড় ধরনের আঘাত আসত।

১২ দিনের ওই সংঘাত চলাকালে ট্রাম্প ইরানের শাসকগোষ্ঠী পরিবর্তনের পক্ষে কথা বলেছেন। তবে তিনি এতে ততটা সক্রিয়ভাবে জড়াননি। বর্তমানে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে যাওয়ার চেষ্টা করছে বলেও খবর এসেছে গণমাধ্যমে। তবে ইরানকে ঠিক কী ধরনের প্রস্তাব দেওয়া হতে পারে তা এখনো অস্পষ্ট। ইরান এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা নিজেদের পারমাণবিক কর্মসূচির লাগাম টানবে না।

 সূত্র: দ্য গার্ডিয়ান  

গাড়িতে রুশ মন্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০১:১৯ পিএম
গাড়িতে রুশ মন্ত্রীর মরদেহ, তদন্ত শুরু
রোমান স্টারভয়েট

রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্টারভয়েটের লাশ সোমবার (৭ জুলাই) এক গাড়িতে পাওয়া গেছে। তার শরীরে গুলির আঘাত রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির শীর্ষ অপরাধ তদন্ত সংস্থা।

এর কয়েক ঘণ্টা আগে স্টারভয়েটকে পরিবহনমন্ত্রীর পদ থেকে সরানোর ঘোষণা দেন পুতিন। কর্তৃপক্ষ বলছে, ৫৩ বছর বয়সী স্টারভয়েটকে মস্কোর এক পার্কের কাছে ফেলে রাখা টেসলা গাড়িতে পাওয়া গেছে। তার সঙ্গে একটি পিস্তল ছিল। ওই অস্ত্রটি স্টারভয়েটের নামেই ইস্যু করা। 

ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে অন্য কিছু কি না, তা খতিয়ে দেখা হবে। তার মৃত্যু নিয়ে এরই মধ্যে গুঞ্জন উঠতে শুরু করেছে। স্টারভয়েট সবমিলিয়ে এক বছরেরও কম সময় পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: আল জাজিরা