
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি খবরের পর মঙ্গলবার (২৪ জুন) ইউরোপে তেলের দাম কমেছে। ফলে সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে।
মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম গত সপ্তাহে ৩.৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৫.৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া বিশ্বব্যাপী বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম ৩.৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৮.৮ ডলারে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করেন। পরে তিনি জানান, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর। ইরানি ও ইসরায়েলি গণমাধ্যমও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে।
সোমবার (২৩ জুন) কাতারের দোহাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের দাম ৭% শতাংশের বেশি কমেছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম ৭.২ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৮.৫১ ডলারে দাঁড়িয়েছে, যা এপ্রিলের শুরুর পর থেকে একদিনের সবচেয়ে বড় পতন এবং গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন।
রয়টার্সের মতে, ২০২২ সালের আগস্টের পর থেকে এটি সবচেয়ে বড় দরপতন।
সুলতানা দিনা/