
ইরানের তেহরানে বিমান হামলা চালিয়ে অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি বিরক্ত ও প্রতারিত মনে করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছে আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল।
নেটো সম্মেলনে যোগ দিতে ইউরোপ যাওয়ার প্রস্তুতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইসরায়েল ও ইরান উভয়ের ওপরেই ক্ষোভ প্রকাশ করেন, যারা মাত্র কয়েক ঘণ্টা আগেই ঘোষিত অস্ত্রবিরতির শর্ত ভেঙে সংঘাতে জড়িয়ে পড়ে।
লাভেল বলেন, ট্রাম্প উভয় পক্ষের ওপরই ক্ষুব্ধ ছিলেন, তবে ইসরায়েলের প্রতি তাঁর অতিরিক্ত রাগ ও ক্ষোভ ছিল স্পষ্ট।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলকে উদ্দেশ্য করে লিখেন, ‘হে ইসরায়েল আর কোনো বোমা ফেলো না। যদি এটা করো, তাহলে সেটা হবে বড় লঙ্ঘন। পাইলটদের ঘরে ফিরিয়ে আনো।’
প্রতিবেদনে আরও জানানো হয়, ইরান ও ইসরায়েল সম্পর্কে মন্তব্য করার সময় ট্রাম্প অশ্রাব্য ভাষাও ব্যবহার করেন।
আল জাজিরার মতে, অস্ত্রবিরতির পক্ষে নেতানিয়াহুর সমর্থন নিশ্চিত করতে সোমবার ট্রাম্প তাকে ফোন করেছিলেন। পরে কাতারের সহায়তায় ইরানকেও প্রস্তাবটিতে সম্মত করানোর চেষ্টা করেন তিনি। আল জাজিরা