ঢাকা ১ শ্রাবণ ১৪৩২, বুধবার, ১৬ জুলাই ২০২৫
English

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির সঙ্গে গাজায়ও হামলা বন্ধের আহ্বান

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৬:২৯ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৩ পিএম
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির সঙ্গে গাজায়ও হামলা বন্ধের আহ্বান
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ঘোষিত যুদ্ধবিরতির আওতায় গাজা সংকটকেও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্সি তা স্বাগত জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপকে পূর্ণতা দিতে আমরা দাবি জানাই যেন যুদ্ধবিরতিটি গাজা উপত্যকাকেও অন্তর্ভুক্ত করে।

সরকারি বার্তা সংস্থা ওয়াফা এই বিবৃতির উদ্ধৃতি প্রকাশ করেছে। সূত্র: আল জাজিরা

ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসি পেছানোর নেপথ্যে মুফতি মুসলিয়ার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম
ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসি পেছানোর নেপথ্যে মুফতি মুসলিয়ার
নিমিশা প্রিয়া

ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল আজ (১৬ জুলাই)। তবে তা স্থগিত করা হয়েছে। জানা যাচ্ছে, ভারতীয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা এবং ভারতের গ্র্যান্ড মুফতি কাঁথাপুরম এপি আবুবকর মুসলিয়ার হস্তক্ষেপে নিমিশার মৃত্যুদণ্ড পিছিয়েছে।

এর ফলে নিমিশার পরিবার আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

বর্তমানে নিমিশা হুথি নিয়ন্ত্রিত একটি কারাগারে বন্দি। হুথিদের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও নিমিশার জন্য আশার আলো দেখা দিয়েছে ভারতের গ্র্যান্ড মুফতির চেষ্টায়।

ভারতের এই সুন্নি মুসলিম নেতা ইয়েমেনের কিছু ইসলামিক স্কলারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা নিমিশার মৃত্যুদণ্ড নিয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করে আলোচনা করেন।

এর আগে জানা গিয়েছিল, আবুবকর মুসলিয়ারের নির্দেশে এক সুফি আলেমের প্রতিনিধি এবং খুন হওয়া ব্যক্তির পরিবারের এক সদস্যের মধ্যে কথাবার্তা হয়। পাশাপাশি, অন্য পক্ষের সঙ্গে পারস্পরিক সম্মতিতে একটি সমাধানে পৌঁছাতে প্রিয়ার পরিবারকে বাড়তি সময় দেওয়ার চেষ্টা করছে ভারত।

ভারতের কর্মকর্তারাও ইয়েমেনের কারা কর্তৃপক্ষ এবং প্রসিকিউটর অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন, ফলে শেষ পর্যন্ত আজকের মতো নিমিশার মৃত্যু স্থগিত করা সম্ভব হয়।

ইয়েমেনের শরিয়া আইনে ‘ব্লাড মানি’ একটি গ্রহণযোগ্য বিধান। এই হিসাবে নিমিশার পরিবার ভুক্তভোগীর পরিবারকে আট কোটি ৬০ লাখ টাকা দিতে ইচ্ছুক ছিল।

মুসলিয়ার বলেন, ‘ইসলামে হত্যার পরিবর্তে ক্ষতিপূরণ দেওয়ার প্রথা রয়েছে। আমি তাদের তা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি।’

গ্র্যান্ড মুফতিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত হওয়ায় আপাতত স্বস্তি পেলেও তা পুরোপুরি এড়াতে এবং তাকে নিরাপদে ভারতে ফেরানোর পথ এখনও অনেকটাই দীর্ঘ।

অমিয়/

হোয়াইট হাউসের দেয়াল পেরিয়ে ‘উড়ে এল ফোন’, শোরগোল-লকডাউন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০১:৪৭ পিএম
হোয়াইট হাউসের দেয়াল পেরিয়ে ‘উড়ে এল ফোন’, শোরগোল-লকডাউন
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের সামনের গেটের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হঠাৎ করে ছুঁড়ে ফেলা হয় একটি মোবাইল ফোন। মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সিক্রেট সার্ভিস হোয়াইট হাউসের সামনের লনটি কিছুক্ষণের জন্য লকডাউন করে দেয়। 

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দেয়ালের উপর দিয়ে একটি অজ্ঞাত বস্তু (মোবাইল ফোন) উত্তর লনে ছুঁড়ে মারা হয়। এর প্রতিক্রিয়ায়, সিক্রেট সার্ভিস দ্রুত হোয়াইট হাউস এবং পার্ক সংলগ্ন এলাকা লকডাউন করে দেয়। এছাড়া, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেনসিলভেনিয়া অ্যাভিনিউ বন্ধ করে দেয়। 

অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি ফোনটি হোয়াইট হাউসে ছুড়েছিলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ। ওই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় হোয়াইট হাউসে। নিরাপত্তা মূলক ব্যবস্থা হিসেবে কিছুক্ষণের জন্য লকডাউন জারি করা হয় সেখানে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।

দুপুরের দিকে হোয়াইট হাউসের প্রেস পুলের সদস্যরা শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহনের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়ই এই ঘটনাটি ঘটে। তবে সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেয় মার্কিন সিক্রেট সার্ভিস। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে সাংবাদিকদের জেমস এস ব্র্যাডি ব্রিফিং রুমে নিয়ে যাওয়া হয়। এর পরেই সাময়িক ভাবে জারি করা হয় লকডাউন। এমনকী, যান চলাচলও বন্ধ করে দেওয়া হয় পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে। এ ছাড়াও হোয়াইট হাউসের নর্থ লনে প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। স্থানীয় সময় সকাল ১১:৫৬ মিনিটে লকডাউন তুলে নেওয়া হয়। সাংবাদিকদের নর্থ লনে ফিরে আসার অনুমতি দেওয়া হয়। দুপুরের মধ্যে সংবাদকর্মীরা হোয়াইট হাউসের পাম রুমে পুনরায় জড়ো হন। প্রেসিডেন্টের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজও হয়। এর পরে ধীরে ধীরে ছন্দে ফিরে আসে হোয়াইট হাউস।

এই ঘটনায় এখন পর্যন্ত হোয়াইট হাউসের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

সুলতানা দিনা/

কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০১:২২ পিএম
কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ শিক্ষক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে এক কলেজশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে নরেন্দ্র, সন্দ্বীপ, অনুপ নামে তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই)  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জানা গেছে, অভিযুক্ত নরেন্দ্র পদার্থবিদ্যা পড়ান, সন্দ্বীপ জীববিজ্ঞান পড়ান আর তাদের বন্ধু অনুপ অন্য বিষয় পড়ান। তারা তিনজনই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। যেখানে ভুক্তভোগী ছাত্রী পড়াশোনা করেন।

এর মধ্যে নরেন্দ্র নোট দেওয়া ও পড়াশোনায় কথা বলার অজুহাতে ওই ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি ছাত্রীকে অনুপের বাড়িতে ডাকেন। সেখানে ছাত্রীটিকে নরেন্দ্র প্রথমে ধর্ষণ করেন এবং এ কথা কাউকে বললে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেন। এর কয়েকদিন পর সন্দ্বীপ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। বাধা দিলে আগের ধর্ষণের ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে সন্দ্বীপও অনুপের বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এর পর অনুপ ওই ছাত্রীকে তার বাড়ির সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে যৌন হেনস্তা করেন।

পরে ভুক্তভোগী ছাত্রী তার মা-বাবাকে ঘটনা জানালে তারা তাকে কর্ণাটক রাজ্যের মহিলা কমিশনে নিয়ে যান এবং মারাঠাহাল্লি থানায় মামলা করেন। 

এর প্রেক্ষিতে অভিযুক্ত ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

মেহেদী/

সুদানে আরএসএফের হামলায় প্রায় ৩০০ জন নিহত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম
সুদানে আরএসএফের হামলায় প্রায় ৩০০ জন নিহত
ছবি: সংগৃহীত

সুদানে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) উত্তর কোরদোফান রাজ্যের কয়েকটি গ্রামে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এতে নারী-শিশু সহ প্রায় ৩০০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে ইমার্জেন্সি ল’ইয়ার্স নামে মানবাধিকার আইনজীবীদের একটি সংগঠন।

গত শনিবার (১২ জুলাই) তারা বারা শহরের আশপাশের গ্রামগুলোতে আরএসএফের এই হামলার তথ্য পেয়েছে।

সংগঠনটির ভাষ্যমতে, শাগ আলনোম গ্রামে একটি ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়ে ২০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। অনেককে ঘরের মধ্যে পুড়িয়ে মারা হয়, আবার অনেককে গুলি করে হত্যা করা হয়। কাছাকাছি আরও কয়েকটি গ্রামে ৩৮ জন নিহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ।

এর পরদিন হিলাত হামিদ গ্রামেও আরেকটি হামলায় কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুরাও ছিল।

ইমার্জেন্সি ল’ইয়ার্স বলেছে, যেসব গ্রামে হামলা চালানো হয়েছে, সেখানে কোনো ধরনের সামরিক ঘাঁটি বা লক্ষ্য ছিল না। তাই এটি নিছক যুদ্ধ নয়—এটি ছিল একটি পরিকল্পিত ও নির্মম গণহত্যা। আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সম্পূর্ণ উপেক্ষা করে এই হামলা চালানো হয়েছে।

২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে। সেনাবাহিনী দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে শক্ত অবস্থানে থাকলেও, আরএসএফ পশ্চিমাঞ্চলের দারফুর ও উত্তর কোরদোফানে তাদের নিয়ন্ত্রণ জোরদার করতে চাচ্ছে। সূত্র: আল জাজিরা

মেহেদী/

কুর্দিস্তান-বাগদাদ ফেডারেল সরকারের দ্বন্দ্ব, ড্রোন হামলায় বন্ধ মার্কিন তেলক্ষেত্র

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৪৪ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম
কুর্দিস্তান-বাগদাদ ফেডারেল সরকারের দ্বন্দ্ব, ড্রোন হামলায় বন্ধ মার্কিন তেলক্ষেত্র
ছবি: সংগৃহীত

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার ফলে একটি মার্কিন তেল কোম্পানি কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে, যা এই অঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা।

মঙ্গলবার (১৫ জুলাই) কুর্দিস্তান আঞ্চলিক সরকার , দুহোক প্রদেশের সারসাং তেলক্ষেত্রের এই হামলাকে ‘কুর্দিস্তানের অর্থনৈতিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে।

এর আগে পার্শ্ববর্তী আরবিল প্রদেশের একটি বিমানবন্দরে একদিন আগে একই রকম ড্রোন হামলা চালানো হয়। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছে।

সাইটটি পরিচালনাকারী মার্কিন সংস্থা এইচকেএন এনার্জি এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৭:০০ টার দিকে সারসাং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণটি ঘটে। স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত সুবিধার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলাটি হয়েছে দুহক প্রদেশের সারসাং তেলক্ষেত্রে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সরকার।

তেল ক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি বলেছে, সারসাং তেল ক্ষেত্রের একটি উৎপাদন স্থাপনায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই বিবৃতিতে মার্কিন এই কোম্পানি  আরও বলেছে, ড্রোন হামলার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এইচকেএন এনার্জি বলছে, তেল ক্ষেত্রের জরুরি পরিষেবা দলের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেছেন। গত কয়েক সপ্তাহে কুর্দিস্তানে ড্রোন ও রকেট হামলা বৃদ্ধি পেয়েছে। সংঘাতে বিধ্বস্ত ইরাকে প্রায়ই এই ধরনের হামলার ঘটনা ঘটে। সাধারণত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েল-বিরোধী ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো এসব হামলার সঙ্গে জড়িত।

যদিও, এখন পর্যন্ত এই হামলাগুলোর দায় কেউ স্বীকার করেনি।

কিন্তু, ৩ জুলাই, কুর্দিস্তান কর্তৃপক্ষ জানায়,তারা আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত করেছে। এর জন্য তারা হাশেদ আল-শাবিকে দায়ী করেছে। হাশেদ আল-শাবি ইরানপন্থী সাবেক আধাসামরিক বাহিনীর একটি জোট যা এখন সশস্ত্র বাহিনীতে একীভূত হয়ে কাজ করছে।
এদিকে, বাগদাদের ফেডারেল সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তেল রপ্তানি নিয়ে বাগদাদ এবং আরবিলের মধ্যে তীব্র উত্তেজনার সময়ে সর্বশেষ এই হামলাগুলোড় ঘটনা ঘটল। বর্তমানে আইনি বিরোধ এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ২০২৩ সাল থেকে তুরস্কের মধ্য দিয়ে তেল পরিবহনের একটি প্রধান পাইপলাইন বন্ধ রয়েছে।

মে মাসে, ইরাকের ফেডারেল কর্তৃপক্ষ এইচকেএন এনার্জি সহ দুটি মার্কিন কোম্পানির সাথে গ্যাস চুক্তি স্বাক্ষরের জন্য স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

ইরাক এই চুক্তির নিন্দা জানিয়ে বলেছে, সমস্ত তেল ও গ্যাস উন্নয়ন অবশ্যই ফেডারেল সরকারের মাধ্যমে হতে হবে।

সুলতানা দিনা/