
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি হাকিম জেফ্রিস বৃহস্পতিবার (৩ জুলাই) প্রতিনিধি পরিষদে দীর্ঘতম বক্তৃতা দেওয়ার রেকর্ড গড়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ আটকানোর লক্ষ্যে তিনি ৮ ঘণ্টা ৪৫ মিনিট দীর্ঘ ভাষণ দিয়েছেন। এর আগে এত দীর্ঘ ভাষণ দেওয়ার নজির আর কারও নেই।
ভাষণ শুরু করার আগেই অবশ্য তিনি উপস্থিতদের বলেছিলেন ‘সবার সময় নেবেন’ তিনি। এর আগে ২০২১ সালে ৮ ঘণ্টার বেশি সময় ধরে ভাষণ দিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি কেভিন ম্যাকার্থি। তিনি দুই ডেমোক্র্যাটদের একটি বিল আটকানোর জন্য ওই কাণ্ড ঘটিয়েছিলেন। তবে জেফ্রিস এবার তার রেকর্ডও ভেঙে দিয়েছেন।
তবে দিন শেষে ট্রাম্প যা চেয়েছিলেন, তা পেয়ে গেছেন। তার বিল পাস হয়েছে। বিলটি পাস হওয়ার আগে তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কাউকে আশ্বস্ত, আবার কাউকে হুমকি দিয়েছেন বলে খবর এসেছে। হোয়াইট হাউস থেকে বিলটির বিষয়ে নিবিড়ভাবে যোগাযোগ রাখা হয়েছিল। রিপাবলিকানদের অনেকে শুরুতে বিলটি আটকানোর বিষয়ে অনেক কিছু বললেও পরে তারা এটিতে মত দিয়েছেন। শুধু দুইজন রিপাবলিকানের সম্মতি পায়নি বিলটি।
মূলত জেফ্রিস দীর্ঘসময় ভাষণ দিয়ে বিলটির পাস হওয়া বিলম্বিত করেন। এটিকে দেখা হচ্ছে, বিলটিকে আটকানোর জন্য ডেমোক্র্যাটদের নেওয়া সর্বশেষ পদক্ষেপ হিসেবে।
বিলটি পাস হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের এক সমাবেশে ভক্ত-সমর্থকদের উদ্দেশে বলেন, এক ‘অসামান্য বিজয়’ অর্জন করেছেন তিনি। বিশ্লেষকরা অবশ্য একই কথা বলছেন। এটি পাসের মধ্য দিয়ে নিজের নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষার দিকে অনেকটাই এগিয়ে গেছেন ট্রাম্প।
বিলটিতে স্বাস্থ্য ও কল্যাণ সহায়তা ও টেকসই জ্বালানি খাতে অর্থায়ন কমানো এবং ট্রাম্পের অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাড়তি অর্থায়নের প্রস্তাব রাখা হয়েছে। বিষয়টি নিয়ে অনেকেই এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি ট্রাম্পকে নির্বাচনে জিততে সহায়তা করা ইলন মাস্কও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বিল পাস হলে ‘আমেরিকা পার্টি’ নামে নতুন দল গড়বেন বলেও হুমকি দিয়েছিলেন। সূত্র: নিউইয়র্ক টাইমস, এএফপি