
চীনের হুনান প্রদেশে ওয়াংগু স্বর্ণের খনিতে বিশ্বের বৃহত্তম স্বর্ণের মজুত আবিষ্কৃত হয়েছে। মজুত করা স্বর্ণের আনুমানিক মূল্য ৮ হাজার কোটি মার্কিন ডলারের বেশি। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে হুনানের জিওলজিক্যাল ব্যুরো জানিয়েছে, এই খনি থেকে ১ হাজার টনেরও বেশি স্বর্ণ আহরণের সম্ভাবনা রয়েছে। এই স্বর্ণের খনি প্রদেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে অবস্থিত।
জিওলজিক্যাল ব্যুরো জানিয়েছে, প্রায় এক মাইল গভীরে ৪০টি গোল্ড ভেইনস চিহ্নিত করা হয়েছে। গোল্ড ভেইনস হচ্ছে লম্বা, সরু খাঁজ যাতে স্বর্ণ জমা থাকে। ভূতত্ত্ববিদরা মনে করছেন, শুধু এই শিলা স্তরগুলোয় ৩০০ টন স্বর্ণ রয়েছে। গভীর স্তরগুলোতেও আরও বেশি স্বর্ণ মজুত থাকতে পারে। জিওলজিক্যাল ব্যুরোর ভূতত্ত্ববিদ ও খনিজ অনুসন্ধানকারী চেন রুলিন এমনটাই জানিয়েছেন ‘খনি থেকে উদ্ধার করা শিলার বেশ কয়েকটি নমুনায় দৃশ্যমান স্বর্ণ পাওয়া গেছে।’
এই স্থানের আশপাশে পরীক্ষামূলক ড্রিলিংয়ে আরও স্বর্ণ পাওয়া গেছে, যা এই মজুত আরও বড় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে এই স্থান থেকে প্রায় ১ হাজার মেট্রিক টনেরও বেশি মূল্যবান ধাতু পাওয়া যেতে পারে। চীনা মুদ্রায় এর বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ হাজার কোটি ইউয়ান বা ৮ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।
গবেষকদের ধারণা যদি সঠিক হয়, তাহলে চীনের হুনান প্রদেশে আবিষ্কৃত এ খনিটি মজুতের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ স্বর্ণের খনি হতে যাচ্ছে। এই খনির সন্ধান পাওয়ার আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ গোল্ড মাইন বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনি হিসেবে পরিচিত ছিল। খনিটিতে সর্বোচ্চ ৯৩০ টন স্বর্ণ পাওয়া গেছে।
হুনান প্রভিন্সিয়াল জিওলজিক্যাল ইনস্টিটিউটের মতে, এই আবিষ্কার চীনের খনিজ সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া এর মাধ্যমে বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশটির স্বর্ণের চাহিদা পূরণে সহায়তা করবে।
এই আবিষ্কারের পর বিশ্বব্যাপী স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘমেয়াদি বাজার পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চীনে ক্রমবর্ধমান অর্থনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই নতুন মজুত সেই চাহিদা পূরণে সহায়ক হবে।
ওয়াংগু স্বর্ণক্ষেত্রটি চীনের অন্যতম গুরুত্বপূর্ণ খনি এলাকা। এই এলাকার খনিজ অনুসন্ধানের জন্য চীন সরকার প্রায় ১০০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। ২০২৩ সালের হিসাবে চীন বিশ্বের স্বর্ণের প্রায় ১ দশমাংশ উৎপাদন করেছে।
চীন খনি শিল্পে বৈশ্বিক নেতৃত্ব ধরে রেখেছে। প্রযুক্তি ও পরিবেশবান্ধব খনন পদ্ধতিতে দেশটির আধিপত্য ক্রমে বাড়ছে। নতুন প্রজন্মের ব্যাটারি ও ইলেকট্রনিক ডিভাইস তৈরির জন্য প্রয়োজনীয় মূল্যবান ধাতুর উৎপাদনে চীন শীর্ষ অবস্থানে রয়েছে। সূত্র: ইনডিপেনডেন্ট