
ফেব্রুয়ারি মাসের রাতের আকাশ মহাজাগতিক নানা চমক নিয়ে হাজির হয়েছে। এ সময় আকাশ তুলনামূলক পরিষ্কার থাকায় নক্ষত্রপুঞ্জ, গ্রহ ও অন্যান্য মহাজাগতিক ঘটনা সহজে পর্যবেক্ষণ করা সম্ভব। চলতি সপ্তাহে আকাশে কী কী দেখা যাবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।
১৫ ফেব্রুয়ারি: গ্রহের মেলা
আজ সন্ধ্যায় আকাশে একসঙ্গে বুধ, শুক্র, মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দেখা যাবে। সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত বুধ গ্রহ দৃশ্যমান থাকবে, যদিও এটি স্বল্প সময়ের জন্য দেখা যাবে। শুক্র গ্রহ দেখা যাবে রাত ৮টা ৪৮ মিনিট পর্যন্ত, আর মঙ্গল গ্রহ ভোর ৪টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে। বৃহস্পতি গ্রহ সন্ধ্যার পর থেকে রাত ১টা ৩৭ মিনিট পর্যন্ত আকাশে থাকবে। আজ আকাশে ক্যাসিওপিয়া নামের তারকাপুঞ্জও দেখা যাবে। তবে শনি, নেপচুন ও ইউরেনাস গ্রহ দেখতে বেশ কষ্ট হবে।
১৬ ফেব্রুয়ারি: শুক্র, মঙ্গল ও বৃহস্পতি
এদিন সন্ধ্যার পর শুক্র, মঙ্গল ও বৃহস্পতি গ্রহ একসঙ্গে দেখা যাবে। সন্ধ্যার পর থেকে শুক্র গ্রহ স্পষ্টভাবে দেখা যাবে। গ্রহ তিনটি সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দেখা যাবে। তবে শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ পর্যবেক্ষণ করা কঠিন হবে। যারা টেলিস্কোপ বা বাইনোকুলার ব্যবহার করবেন, তারা ক্যামেলোপারডালিস তারকাপুঞ্জও দেখতে পারবেন।
১৭ ফেব্রুয়ারি: উজ্জ্বল শুক্র গ্রহ
শুক্র গ্রহ এই দিনে ২৫ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যাবে অন্যান্য দিনের তুলনায়। দৃশ্যত গ্রহটির আপাত ব্যাস বর্তমানে ৪০ আর্ক সেকেন্ড। আকাশে খুব ছোট কোণ পরিমাপ করতে জ্যোতির্বিদ্যায় একক হিসেবে আর্ক সেকেন্ড ব্যবহার করা হয়ে থাকে। দিনের বেলায় ভার্গো তারকামণ্ডলের স্পিকা তারার কাছাকাছি থাকবে চাঁদ, যদিও দিনের আলোয় তা দেখা সম্ভব হবে না।
১৮ ফেব্রুয়ারি: চাঁদের দূরত্ব
এই দিনে চাঁদ পৃথিবী থেকে ৪ লাখ ৪ হাজার ৮৮২ কিলোমিটার দূরে অবস্থান করবে, যা মাসের মধ্যে সর্বোচ্চ দূরত্ব। পাশাপাশি শুক্র, মঙ্গল ও বৃহস্পতি গ্রহও মধ্যরাত পর্যন্ত স্পষ্ট দেখা যাবে।
২০ ফেব্রুয়ারি: তারকাসংঘ
রাত ১১টার দিকে ক্যানসার তারকামণ্ডলের এম৪৪ নামের তারকাসংঘ দেখা যাবে। সাধারণ বাইনোকুলার দিয়ে এটি পর্যবেক্ষণ করা যাবে। এদিন সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে বৃহস্পতি গ্রহ সবচেয়ে বেশি উজ্জ্বল থাকবে।
২১ ফেব্রুয়ারি: রাতের আকাশে মঙ্গল
এই দিনে চাঁদ থাকবে বৃহৎ লাল তারা অ্যান্টারেসের কাছে, যদিও এটি দিনের বেলায় দেখা সম্ভব হবে না। তবে রাত ৯টা ৭ মিনিটে মঙ্গল গ্রহ আকাশের মাঝখানে অবস্থান নেবে, যা স্পষ্টভাবে দেখা যাবে।
এই মহাজাগতিক দৃশ্যগুলো খালি চোখে বা টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করা যাবে। তবে আকাশ পরিষ্কার থাকলে এসব দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে। সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন ও স্কাই ম্যাপস।
/আবরার জাহিন