জয়পুরহাটে জমিজমাসংক্রান্ত দ্বন্দ্বের জেরে সাইদুল হত্যা মামলায় তিন ভাই ও বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের সেরেস্তা সহকারী শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কালাই উপজেলার আওড়া কালীমোহর গ্রামের মৃত তফিজ উদ্দীনের তিন ছেলে ছেলে জয়নাল মণ্ডল, মোফাজ্জল হোসেন ও মোজাম্মেল হক; মোফাজ্জলের ছেলে মোস্তফা ও মোসফর আলী; মোজাম্মেলের ছেলে মাহফুজার ও মাসুদ, বাদশার ছেলে মামুনুর রশীদ, মৃত লসির উদ্দীনের ছেলে সামসুদ্দিন এবং আলমগীরের ছেলে বেলাল। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুস সামাদের পৈতৃক দখলীয় সম্পত্তিতে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। জমি দখল করতে তারা সেই জমির মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করছিল। তখন সামাদের দুই ছেলে সাইদুল ও শরীফুল তাদের বাধা দিলে আসামিরা সাইদুলের মাথায় কোদালের আঘাতসহ তাদের দুজনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০১৫ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, তৎকালীন কালাই থানার ওসি (তদন্ত) বিশ্বজিত বর্মণ। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।