কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গিয়াস উদ্দিন ও জামাল হোসেন নামে দুইজনকে হত্যার ঘটনায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জহিরুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আদালতে ১৫ জন আসামির মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি গ্রামের তোফায়েল আহমেদ তোতা (৩৮), কামাল হোসেন (৪৮), আলমগীর হোসেন (৩৮), মো. মামুন (২৮), মো. বাবুল (৩৫) ও হারুনুর রশিদ (৪৫)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ওই গ্রামের হায়দার আলী (৬৫), আ. মান্নান (৩২), জামাল হোসেন (৪৫), আবুল বাশার (২৮), জাকির হোসেন, আ. কাদের (৩২) ও আব্দুল কুদ্দুস (৪৫)।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দুই আসামি মো. আমান (৪০) ও মো. সেলিম মিয়াকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে ১২ আগস্ট রাতে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি এলাকায় গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামিরা। পরদিন এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান ১২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে দক্ষিণ থানায় একটি মামলা করেন। ২০১৭ সালের ২০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ তদন্ত ও বিচারকার্যে আসামিদের জবানবন্দি এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেয়।
মামলার বাদী মেহেদী হাসান জানান, আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকর করারও দাবি জানান তিনি।
রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজনরা।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি উচ্চ আদালত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।’
জহির শান্ত/সালমান/