ঢাকা আইনজীবী সমিতি পরিচালনায় এডহক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) এই কমিটি গঠন করা হয়। আগের নির্বাচিত কমিটির সদস্যদের অনুপস্থিত দেখিয়ে এই এডহক কমিটি গঠিত হয়েছে। তবে নির্বাচিত কমিটির দাবি, অবৈধভাবে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা এই নবগঠিত এডহক কমিটি গঠন করেছে, যা বেআইনি।
গত নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়। সমিতির নির্বাচিত ২৩ কর্মকর্তা আদালতে না আসায় এবং সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হওয়ার কারণ উল্লেখ করে এই এডহক কমিটি গঠন করেছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।
এর পরিপ্রেক্ষিতে নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার শাহাদাত (শাওন) বলেন, ‘আমাদের নির্বাচিত কমিটিকে অনুপস্থিত দেখিয়ে তারা ১৩ আগস্ট এই অবৈধ কাজটি (এডহক কমিটি গঠন) করেছে। অথচ আমি তার আগের দিন ১২ আগস্টও কর্মচারীদের বেতন-ভাতা দিয়েছি, যার ব্যাংকের কপি আমার কাছে রয়েছে। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের স্বাক্ষরে এই বেতন-ভাতা দেওয়া হয়।’
নির্বাচিত কমিটির তথ্য ও যোগাযোগ সম্পাদক সৈয়দা ফরিদা ইয়াসমিন (জেসি) আইনি ব্যাখ্যায় বলেন, ‘তারা (এডহক কমিটি) বলছেন যে আমরা অনুপস্থিত। অর্থাৎ সাধারণ সম্পাদকও অনুপস্থিত। তাহলে তলবি সভা বা সাধারণ সভা যাই বলা হোক না কেন, তা আহ্বানের জন্য নোটিশ দিয়েছে কে? এক কথায় এটা সম্পূর্ণ বেআইনি, এর আইনি কোনো ভিত্তি নেই।’
নির্বাচিত কমিটির সহসভাপতি মো. আবু তৈয়ব গতকাল দৈনিক খবরের কাগজকে বলেন, ‘গত নির্বাচনে আমরা আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা সমিতির কার্যকরী কমিটির ২৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টিতেই জয়ী হই। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি-জামায়াতপন্থিরা অস্ত্র-লাঠিসোঁটা নিয়ে নিয়মিত মহড়া দিচ্ছে। আমাদের আইনজীবীদের মারধরও করেছে। আমাদের নির্বাচিত নেতাদের কক্ষ ভাঙচুর করেছে। আইনজীবীদের চেম্বারেও ভাঙচুর করেছে। এমন ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করে তারা এখন কমিটি ঘোষণা দিয়েছে।’
অপরদিকে নবগঠিত এডহক কমিটির অন্য সদস্যরা হলেন আবদুর রাজ্জাক, সহিদুজ্জামান, আবদুর রশীদ মোল্লা, জহিরুল হাসান, সৈয়দ মো. মইনুল হোসেন, মাহবুব হাসান, নার্গিস পারভীন, নূরজাহান বেগম, আনোয়ারুল ইসলাম, মোবারক হোসেন, মো. মাজহারুল ইসলাম, আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. আসিফ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, মো. সামসুজ্জামান, মোহাম্মাদ আলী, মুক্তা বেগম ও রেজাউল হক।