‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম। সরকারি নথি ‘চুরির চেষ্টা’র অভিযোগে করা এই মামলায় বুধবার (১৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। আদালত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন।
সাংবাদিকের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর আগে অভিযোগের সত্যতা না পেয়ে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
প্রসঙ্গত, সাংবাদিক রোজিনা ইসলাম ২০২১ সালের ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তখন স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগ এনে এই সাংবাদিককে ওই রুমে আটকে রাখা হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ স্বাস্থ্য সচিবের পিএসের রুম থেকে থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়। পরে মধ্যরাতে তার বিরুদ্ধে এই মামলা করা হয়।
মাহমুদুল আলম/এমএ/