সদ্য ভেঙে দেওয়া দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রিকশাচালক কামাল মিয়া খুনের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার এসআই মো. ইউসুফ ওই তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আর আসামিদের রিমান্ড আবেদন বাতিল চান আসামিপক্ষের আইনজীবী আতাউর রহমান। উভয় পক্ষের শুনানি নিয়ে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত।
আওয়ামী লীগ সরকার পতনের পরদিন গত ৬ আগস্ট জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার খবর এসেছিল। তখন গণমাধ্যমকে বিমানবন্দরের কর্মকর্তারা বলেছিলেন, পলককে ‘একটি বাহিনীর কাছে’ হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনার আট দিন পর গতকাল বুধবার রাতে পলককে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ। এর মধ্যে টুকু সম্পর্কে তেমন আলোচনা ছিল না। পলকের সঙ্গে টুকুকেও গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।
এর আগে পল্টন মডেল থানার ওসি সেন্টু মিয়া বলেছিলেন, শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার রাতে গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর আজ তাদের আদালতে তোলা হয়।