সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে কারাগারে এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের আবারও রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় টিপু মুনশিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ তাকে কারাগারে পাঠানোর আবেদন করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক মো. রেজাউল আলম মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখতে এই আবেদন করেন।
এদিকে টিপু মুনশি জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আর বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আবদুস সোবহান গোলাপের আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাত দিনের রিমান্ড শেষে আবদুস সোবহান গোলাপকে সোমবার আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক।
আদালতে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আর গোলাপের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মাহমুদুল আলম/অমিয়/